পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

J. বাঙালী-প্রতিষ্ঠিত ধৰ্ম্মশালা ঐসরোজকুমার দে ও ঐশরদিন্দু চট্টোপাধ্যায় الهي যে পরিবারে পারস্পরিক সৌহার্দ গভীর, যেখানে পরিবারের প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের কল্যাণ সাধণে তৎপর, পারিবারিক স্বপ্যাতির জন্তু, গোষ্ঠীর শির উন্নত রাগিবীর জন্য ধে-পরিবারের প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগে পরাম্মুখ নহে, সে-পরিবারের ঐক্য ও সংস্কৃতি দর্শনে পক্ষপাতশূন্য প্রতিবেশী ৪ জনসাধারণ মুগ্ধ হয়, আত্মীয়স্বজন ও বন্ধুবৰ্গ পুলকিত হয় ও পরিবারের পরশ্ৰীক ভর শত্রুরা ঈর্ষায় জর্জরিত ও ভয়ে সম্বস্ত হয় । বীরেশ্বর পড়ে ধৰ্ম্মশীলার স্থারোথলি-উৎসব এই সত্যটি পরিবার সম্বন্ধে যেমন, জাতির সম্বন্ধেও তেমণি সমভাবে প্রযোজ্য। আমার স্বজাতির দুঃথে যে-দিন আমি অশ্রত্যাগ করিব, কোন এক জন নগণ্য অথচ নিরপরাধী বাঙালী কোন স্থদুঃতম প্রদেশেও অকারণে লাঞ্ছিত হইতেছে শুনিয়া যে-দিন সমগ্র বাঙালী জাতি না হউক অধিকাংশ বাঙালী নিজেদের লাঞ্ছিতজ্ঞানে যথাকর্তব্য সাধনে অগ্রসর হইবে, ব্যষ্টির দু:খ যে-দিন সমষ্টির হৃদয় তরঙ্গায়িত হইয়া উঠিবে, জাতির পক্ষে সে-দিন পরম শুভদিন। আমাদের অন্ধকার জাতীয় জীবনে যেন আজ সেই ব্ৰাহ্মমুহূর্তের লক্ষণসমৃ স্বচিত হইতেছে, পূৰ্ব্বদিগন্ত যেন সেই পরমতম শুভ প্রত্যযের সম্ভাবনায় রোমাঞ্চিত হইতেছে। বাঙালী আজ স্বদেশবাসার দুঃখে দুঃখী, ব্যথায় বার্থী হইতে শিথিয়াছে। ওগষ্ট মনে হয় বাঙালার অনাগত ভবিষ্যৎ জীবন সাফল্যের অলোকপাতে অচিরেই আবার উজ্জল হই উঠিবে, এ আশা হয়ত নিতান্ত দুরাশী নহে । বিভিন্ন ক্ষেত্রে যে-সকল শুভ লক্ষণ দর্শনে আজ এই ,আশার কথা মনে উদয় হইতেছে ۹. جچ g সে-সমূদয়ের বিস্তারিত বিবরণ এই ক্ষুদ্র প্রবন্ধে লিপিবদ্ধ করা বঙ্গে ও বাহিরে সম্ভব নহে । তাৰ্থকামী ও পয্যটকদের আশ্রয়দানকল্পে বাঙালীকর্তৃক অদ্যাবধি ধে-কয়টি ধৰ্ম্মশালা স্থাপিত হইয়াছে তাহারই বিশদ বিবুতি মাত্র এই প্রবন্ধের বিষয়ীভূত। ভিন্ন প্রদেশীয় দানশীল ধনকুবেরদের দ্বারা অজস্র অর্থব্যয়ে প্রতিষ্ঠিত সমগ্র ভারতের অসংখ্য প্রাসাদোপম ধৰ্ম্মশালার পাশ্বে বাঙালী-প্রতিষ্ঠিত কতিপয়ু নাতিবৃহৎ ধৰ্ম্মশালা হয়ত কাহারও কাহারও নিকট চন্দ্রের পাশ্বে খদ্যোতের স্থায়ই অকিঞ্চিংকর মনে হইতে পারে, কিন্তু সর্ষপ পরিমাণ ক্ষুদ্রাকৃতি ধীজের মধ্যেই যে বিশাল বটবৃক্ষের বিরাট সম্ভাবন নিহিত থাকে সে-কথাও মিথ্য নহে, অথবা উত্তরকালে সেই বহুশাখ মহামহীরুহের তলদেশে যে আতপতাপতপ্ত পরিশ্রাস্ত বহু পথিক আশ্রয় ও বিভ্রামলাভে উপকৃত ट्य, ५-स्थाe ण्षगडा नरश् ॥ ॐब्रख्, पखाष्टिब्र कूणैब्र'e