इ:ि नि এলবে নাল স্বর্গ ও মর্ত্যের মাঝখানে—একদিন দেখা হ’ল তার সাথে, যেন স্বপ্নলীন একথানি মুখস্থতি। চিনি চিনি করি চিনিলাম—সে যে প্রেম। দিবা বিভাবরী মেশে বর্ণচ্ছটাময় আকাশের পটে ; দাড়াইয়া জীবনের সেই সন্ধ্যাতটে শুধাইতু তারে, “আজি স্বন্দর দেবতা স্বৰ্গ হ’তে হেথা কেন ?” গুনি সেই কথা মুখ তুলে চায় প্রেম মৃদ্ধ হাসি হেসে ; অনন্ত রহস্ত যেন সে কৌতুকে এসে যোগ দেয়। তার কথা শোনে শশী রবি । করিল উত্তর প্রেম, “জান না কি কবি, স্বৰ্গ পিতা, মৃন্ময়ী যে মা আমার ? থেকে থেকে মা'র কাছে ছুটে আসি ; তার শুামাঙ্গিনী মূৰ্ত্তি, তার খামল অঞ্চল, মায়াভর মুখখানি, অশ্র-ছলছল দুটি চোখ-ভালবাসি, বড় ভালবাসি । স্বর্গের প্রাসাদ ত্যজি ছুটে ছুটে আসি মায়ের কুটীরে তাই বার বার ; হায়, জাগে যেথা যুগ যুগ চির-প্রতীক্ষায় দুখিনী জননী এক দূর বনবাসে, —কবে আসি আপনার সিংহাসনপাশে নিয়ে যাবে রাজা তার ! আমি দু-জনের ; উভয়ের আমিই বন্ধন, তা কি টের
- পাও নাই এত দিনে কবি ?” জানি, জানি,
- কি আনন্দময় গ্রন্থি তুমি দিলে টানি স্বৰ্গ ও মর্ত্যের মাঝে তব আগমনে হৃদয় চমকি ওঠে তাই ক্ষণে ক্ষণে স্বর্গের আভাস পেয়ে। যেয়ো না স্বদর, মর্ত্যে এস মানবের প্রেমের ঠাকুর, তুমি আমাদেরি থাক ।
,- আর এক দিন । সে স্বপ্নের স্মৃতি কবে হয়ে গেছে ক্ষীণ, যুগান্তর কেটে গেছে, বুঝি জন্মান্তর ; কত বঙ্গ বয়ে গেছে জীবনের পর l: , , কোথা প্রেম, করি আম্বেষণ । বনে বনে, মনে মনে খুঁজে ক্ষেরে তারে জনে জনে পৃথিবীর নরনারী। হয়ত আভাসে– শারদ আকাশে অীর বসন্ত-বাতাসে, গোধূলির স্বৰ্য্যাস্ত-জাভায়, চন্দ্রালোকে, এর মুখপানে চেয়ে, ওর দুটি চোখে মুহূর্ভের পরিচয় পায় একবার। মূৰ্ত্তি ধরে নাই প্রেম মৰ্ত্তে কভু আর । আকাশ নিৰ্ম্মল, শুধু গুটি কত তার অপরূপ নীলিমায় হয়ে গেছে হারা ; প্লাবিত জ্যোৎস্নার স্রোতে কোথা ভেসে যায় হৃদয়ের তরী ! কে-বা তারে নিবারিতে চায় ? এমন সময়—দেখি দূরে একাকিনী আচকিত, আচঞ্চল, চিরবিরহিণী, মুখে হাসি, চোখে জ্যোতি, কি লাবণ্য ঝরে অঙ্গে অঙ্গে, মায়াময়ী, নীলাম্বরে ঢাকা তনু, স্নিগ্ধকাস্তি শুীমলা স্বন্দরী বন্ধন্ধরা চলে অভিসারে। আজি, মরি, দীর্ঘ বিরহের বুঝি হ’ল অবসান ? এসেছে এসেছে তার রাজার আহবান । থেমে ষায় কালস্রোত । গতিহীন রাতি। কে-জানে কে-যেন কোথ, কোন স্বপ্নসার্থী দেখালো অঙ্গুলি তুলি ইজিতে আমায় – আকাশ ঢলিয়া পড়ে অনন্ত জ্যোৎস্নায়, হৃদয় গলিয়া যায় অপূর্ব আবেগে ; যামিনীর প্রাণ হতে কোন স্থর জেগে পূর্ণ করি সর্ব শূন্ত সারাট অন্তর উৰ্দ্ধ, অধঃ, চতুর্দিক, অবনী অম্বর, শেষহীন, সীমাহীন-সৌন্দর্ঘ্যের পায় মূৰ্ছিত হইয় পড়ে স্থৰ মৃচ্ছনায়। শেষ হয়, হয়-নাকে, সেই বাণী বাজে মধু-মিলনের বাণী। আর তার মাঝে कूणलश भाऊ, कूरणञ्च गजांब्र गांज ... छविङ थग्ननै थांब्र अग्रनैोब इंjक्तं ।