পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

..o. 肇 , - ...] س ه ما ه الة - - সু o - 團 - ● E_○ li Lo ۴۹ ) ، همه ) E - דם চরসুন্দরী ধৰ্ম্মশালা, লারাণসী পুণ্যফলে স্থানলাভে সমর্থ হন, তাহকে প্রায়ই পরে অনেক দুর্ব্যবহার সহ করিতে হয়। স্বদেশবাসীর এই দু:পে ও নিধাতনে মৰ্ম্মাহত হইয়া তন্নিবারণকল্পে হরিধনবাবু বৈদ্যনাথধামে বাঙালীদের জন্য এই ধৰ্ম্মশালা স্থাপন করেন। ইহার একটি উল্লেখযোগ্য বিশেষত্ব এই যে, ইহার নিয়মাবলীর মধ্যে স্পষ্টাক্ষরে লিখিত আছে, পৰ্ম্মশালার মধ্যে মৎস্যাহার নিষিদ্ধ নহে। ধৰ্ম্মশালার বৃহৎ বটাটি দ্বিতল ও দেড় বিঘা জমির উপর অবস্থিত। ইহাতে দুই শত ব্যক্তির বাসোপযোগী কুড়িখানি প্রশস্ত গৃহ আছে। শুধু ধৰ্ম্মশাল। নিম্মাণ করিয়া দিয়াই হরিধনবাবু তাহার কৰ্ত্তব্য সমাধা করেন নাই, অমুস্থ যাত্রীদের চিকিৎসার জন্য ধৰ্ম্মশালার অদূরে হরিধন দত্ত ফ্রি ওয়ার্ড নামে একটি দাতব্য চিকিৎসালয়ও করিয়া দিয়াছেন । স্বদেশবাসীর মঙ্গলাখ হরিধনবাবুর দানশীলতার দৃষ্টান্ত আরও আছে । বাঙালী তীর্থযাত্রীদের বাসের স্ববিধার জন্য তিনি কাশীধামের লাক্স, রামাপুরায় সতর কাঠা জমির উপর "হরির বাঙালী ধৰ্ম্মশালা’ নামে আর একটি ধৰ্ম্মশালা বহু অর্থব্যয়ে নিৰ্ম্মাণ করিয়াছেন। ইহাতে এককালীন প্রায় দুই শত লোকের বাসোপযোগী চব্বিশখানি প্রশস্ত কক্ষ আছে । ১৩৪ a বঙ্গাব্দে শারদীয় দেবীপক্ষের প্রতিপদে ইহার দ্বারোদঘাটন ट्झ । বিশেষ সুথের বিষয়, বারাণসীধামের দ্যায় স্থপ্রসিদ্ধ তীর্থস্থানে ইহাই বাঙালী-প্রতিষ্ঠিত একমাত্র ধৰ্ম্মশালা নহে। পূৰ্ব্বোক্ত ধৰ্ম্মশালার অনতিদূরে গোধূলিয়ায় কলিকাতার ১১, সিমল ষ্ট্রট নিবাসী বিখ্যাত ঔষধ-বিক্রেত শ্ৰীযুক্ত মহেশচন্দ্র ভট্টাচাৰ্য্য মহাশয়-প্রতিষ্ঠিত ‘হরম্বন্দরী ধৰ্ম্মশালা’ অবস্থিত । মহেশবাবু "-" تمت مستحساعم يمع- مما سمه سيصعب পুরসুক্ষরী ধৰ্ম্মশালা, কলিকাতা