পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাভার রাজকুমারীদের বিবাহের শোভাযাত্রা. জাভায় বিবাহ-উৎসব [ উৎসবের দেশ জাভা- ও বালি- দ্বীপে প্রকৃতি নবযৌবনময়ী, তারই অঙ্গনে নিত্য বিচিত্র উৎসবের রচনা। এমন কি, অস্তুেষ্টিসৎকারও সেখানে উৎসবের বিষয় বলে পরিগণিত। জাভা ও বালির উৎসবাবলীর প্রধান উপজীব্য হ’ল নাচ—এই নাচের অধিকাংশকেই নৃত্যনাটা বলা চলতে পারে—ভারতবর্ষের পৌরাণিক হিন্দুধর্শ্বের বহু কাহিনী ও চরিত্র অল্পবিস্তুর রূপান্তরিত হয়ে এই নৃত্যনাট্যে নাচের ভাষায় ছন্দে ইঙ্গিতে বর্ণিত হয়ে থাকে । বিবাহ-অনুষ্ঠান অবলম্বন ক’রে সকল দেশেষ্ট উৎসবের ক্ষেত্র রচিত হয়ে থাকে ; বিদেশীয় ভ্রমণকারিণীর স্মৃতিলিপি থেকে সংকলিত জাভা-শুরকর্ডার রাজা সুমুছননের ছয় কনার বিবাহ-অম্বষ্ঠানের এই বিবরণ থেকে জাভায় এই উৎসবের প্রকৃতির আভাস পাওয়া যাবে, সেই উৎসবের অনুষঙ্গ রূপে জাভার মৃত্যনাট্যের স্বল্প পরিচয়ও আছে। ] জাভায় বিবাহ-অনুষ্ঠানে প্রধান ভূমিকা বরের, বধূর নয় ; রাজকুমারীরা তাই উৎসব-জঙ্গনে দেখা পধ্যস্ত দেবেন না। নানা বিচিত্র প্রাচীন প্রথার সমাবেশে এই মঙ্গল-অনুষ্ঠান হসম্পূর্ণ। প্রসিদ্ধিারে স্থবেশ সৈন্তদল উত্তীণ হয়ে আমরা অবশেষে একটি অভ্যর্থনা-কক্ষে পৌঁছলুম, রাজার সহোদরের সেখানে স্বাগত-সভাষণ জানাবার জন্ত অপেক্ষা করছেন, কাজ-করা বসন, তাদের শিরস্ত্রাণ কর্ণভূযা ও অঙ্গুরীয় থেকে মণি-মাণিক্যের দু্যতি বিচ্ছুরিত। - আমাদের দলের মহিলাদের স্থান হ’ল অন্তঃপুরে-- সেখান থেকেই আমরা উৎসব-দর্শনের স্থযোগ পাব। রাজান্তঃপুরিকাদের সঙ্গে প্রীতিসম্ভাষণ বিনিময়াস্তে আসন গ্রহণ করবামাত্র মধুর গামেলান' বাষ্ঠ আরম্ভ হ’ল, আর তারই সঙ্গে রাজা ও তার পূর্বপুরুষদের নানা কীৰ্ত্তিকাহিনীর সঙ্গীত। অবশেষে রাজা উৎসৰস্থলে প্রবেশ করে সিংহাসনে উপবিষ্ট হলেন। বিবাহের প্রধান পুরোহিত ও রাজসভাসদগণ উপবিষ্ট, ক্রমশ এক এক করে বিবাহের বরেরাও এসে সমবেত হলেন—উত্তরাঙ্গ অনাবৃত, সাজসজ্জায় তেমন বৈচিত্র, নেই, নেই কোন মণি-মাণিক্যের ছটা—বিনীভৰেশেই এসেছেন বধূলাভের সন্মান স্বীকার করে নিতে। প্রধান জাচার্ঘ্যের শাস্ত্রাক্ষশাসন-পাঠ সমাপ্ত হ’লে বিবাহার্থীরা এক এক ক’রে সাষ্টাঙ্গে ও করজোড়ে রাজার সম্মুখে প্রণত হলেন ; এই প্ৰণতিদ্বারাই তার রাজকুমারীদের পাণিপ্রার্থনা জ্ঞাপন कब्राइन । बाङ शैक्लड शब cशश्न उंब्र बिनौडडावः সভাস্থল থেকে নিষ্ক্রাপ্ত হয়ে গেলেন। 烹 - - *.

  • * * * - - z:

مجی تي উৎসবের এই অঙ্গসমাপ্ত হ’লে পাটরাণীর সঙ্গে আনে সাক্ষাভের পালা। দর্শন-গৃহে রাণী তার মৃত্নীর.দলেঞ্জ ।