পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্ৰদানী ঐতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা ছয় ফুট সাড়ে ছয় ফুট লম্বা কাঠিকে মাঝামাঝি মচকাইয়া নোয়াইয়া দিলে যেমন হয়, দীর্ঘ শীর্ণ পূর্ণ চক্রবর্তীর অবস্থাও এখন তেমনি। কিন্তু ত্রিশ বৎসর পূৰ্ব্বে সে এমন ছিল না, তখন সে বত্রিশ বৎসরের জোয়ান, খাড়া সোজা ; লোকে বলিত, “মই আসছে, মই আসছে। কিন্তু ছোট ছেলেদের সে ছিল মহা প্রিয়পাত্র । বয়স্ক ব্যক্তিদের হাসি দেখিয়া সে গম্ভীর ভাবে প্রশ্ন করিত, ছ—কি রকম, হাসছ যে ? —এই দাদা, একটা রসের কথা হচ্ছিল । —ছ। তা বটে, তা তোমার রসের কথা ও তোমার রস খাওয়ারই সমান। এক জন হয়ত বিশ্বাসঘাতকতা করিয়া বলিয়া দিত, না দ্বাদ, তোমাকে দেখেই সব হাসছিল, बलहिल-‘भहे चांगtइ' । চক্রবর্তী আকৰ্ণ দাত মেলিয়া হাসিয়া উত্তর দ্বিত-ই তা বটে। তা, কাধে চড়লে স্বগগে ধাওয়া যায়। বেশ, পেট ভরে থাইয়ে দিলেই ব্যস্ স্বগগে পাঠিয়ে দোব। —জার পতনে রসাতল, কি বল দাদা ? চক্রবর্তী মনে মনে উত্তর খুজিত। কিন্তু তাহার পূর্বেই চক্রবর্তীর নজরে পড়িত, অল্প দূরে একটা গলির মুখে ছেলের দল তাহাকে ইসারা করিয়া ডাকিতেছে। আর চক্রবর্তীর फेखब्र cभeब्र श्ङ न । cन कारखब्र झूठ कब्रिञ्च गब्रिष्ठ পড়িত। কোন দিন রায়েদের বাগানে—কোন দিন মিঞাদের বাগানে—ছেলেদের দলের সঙ্গে গিয়া হাজির হইয়া আম জাম ৰ পেয়ারা আহরণে মত্ত থাকিত। সরল পরিপক্ক কলগুলির भिडे भएक गभtदङ cशोषांछि cदांजङांब्र मण कांक वैोषिब्र চারি দিক হইতে আক্রমণের ভয় দেখাইলেও সে নিরস্ত হইত ন, টুপটাপ করিয়া মুখে ফেলিয়া চোখ বুজিব রসাম্বানে নিযুক্ত থাঙ্কিত। ছেলের কলরব করিত, ওই, এ্য-তুমি যে সব খেয়ে দিলে, এ্যা । ২ সে তাড়াতাড়ি ডালট নাড়া দিয়া কতকগুলা করাইয়া দিয়া আবার গোটা-দুই মুখে পুরিয়া বলিত—জা ! কেহ হয়ত বলিত—বা পূৱ কাক তুমি যে খেতে লেগেছ । ঠাকুরপূজো করবে না? পূর্ণ উত্তর তি—ফল—ফল ; ভাত মুড়ি তন, ফলशृण । ত্রিশ বৎসর পূৰ্ব্বে যেদিন এ কাহিনীর জারভ, সেদিন স্থানীয় ধনী শুামাদাসবাবুর বাড়ীতে এক বিরাট শান্তিস্বস্ত্যয়ন উপলক্ষ্যে ছিল ব্রাহ্মণভোজন। শুামাদাসবাৰু সন্তানহীন, একে একে পাচ পাচটি সন্তান ভূমিষ্ঠ হইয়াই बांद्र गिब्राप्रु। देशब्र भूत्र्रस बइ अश्लीन श्ड्रेन्ज गिब्राप्रु, কিন্তু কোন ফল হয় নাই। এবার খামাদাসবাৰু বিবাহ করিতে উদ্যত হইয়াছিলেন। কিন্তু স্ত্রী শিবরাণী সজল চক্ষে অনুরোধ করিল, আর কিছু দিন অপেক্ষা করে দেখ ; उांब्रशृब्र यांभि बांब्र१ कब्रब न, निरल यांभि cडांभांग्न বিয়ে দোব। শিবরাণী তখন আবার সন্তানসভবা। শুীমদাসবাৰু সেঅনুরোধ রক্ষা করিলেন। শুধু তাই নয়, এবার তিনি এমন ধারা ব্যবস্থা করিলেন যে, সে-ব্যবস্থা যদি নিফল হয় তবে যেন শিবরাণীর পুনরায় অনুরোধের উপায় আর না থাকে। কাশী, বৈজ্ঞনাখ, ভারকেশ্বর এবং স্বগৃহে একসঙ্গে স্বস্ত্যয়ন আরম্ভ হইল। স্বস্ত্যয়ন বলিলে ঠিক বলা হয় না, পুত্রেটিযজ্ঞই বোধ হয় বলা উচিত। ব্রাহ্মণ-ভোজনের আয়োজনও বিপুল। শুামাদাসবাৰু গলবন্ত্র হইয়া প্রতি পংক্তির প্রত্যেক ব্রাহ্মণটির নিকট গিয়া দেখিতেছেন কি নাই, কি চাই। একপাশে পূর্ণ চক্রবর্তীও বলিয়া গিয়াছে, সঙ্গে তাহার তিনটি ছেলে। কিন্তু পাতা