পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধিকার করিয়া আছে পাট। বাড়তি পাতাটিতে আর ব্যঞ্জন মাছ জুপীকৃত হইয়া আছে বলিলেও জতুক্তি হয় না। পাতাটি তাহার ছাদা ; তাহার নাকি এটিতে দাবি আছে। সে-ই শুামাদাসবাৰুর প্রতিনিধি হইয়া ব্ৰাহ্মণদিগকে নিমন্ত্রণ জানাইয়া আসিয়াছে আবার আহারের সময় আহবান জানাইয়াও আসিয়াছে। তাহারই পারিশ্রমিক এটি। শুধু হামাদাসবাবুর বাড়ীতে এবং এই ক্ষেত্র-বিশেষটিতেই নয়, এই কাজটি তাহার যেন নিদিষ্ট কাজ, এখানে পঞ্চগ্রামের মধ্যে যেখানে যে বাড়ীতেই হউক এবং যত সামান্ত আয়োজনের ব্রাহ্মণ-ভোজন হউক না কেন, পূর্ণ চক্রবর্তী আপনিই সেখানে গিয়া হাজির হয় ; ইটু পৰ্য্যন্ত কোনরূপে ঢাকে এমনি বহরের তাহার পোষাকী কাপড়খানি পরিয়া এবং বাপ-পিতামহের আমলের রেশমের একখানি কালী-নামাবলী গায়ে দিয়া হাজির হইয়া বলে—হ ; তা কত্তা কই গো, নেমন্থর কি রকম হবে একবার ব'লে দেন । ও মাছগুলো যে বেশ তেলুক-তেলুক ঠেকছে –হুই—হুই ! নিয়েছিল এক্ষুনি চিলে । চিলটা উড়িতেছে দূর আকাশের গায়, পূর্ণ চক্রবর্তী সেটাকেই তাড়াইয়ু গৃহস্থের হিতাকাঙ্ক্ষার পরিচয় দেয়। দুৰ্দ্দান্ত শীতের গভীর রাত্ৰি পৰ্য্যস্ত গ্রাম হইতে গ্রামাস্তরে ফিরিয়া সে সকলকে নিমন্ত্ৰণ করিয়া ফেরে, প্রচণ্ড গ্রীষ্মের দ্বিপ্রহরেও আহারের আহবান জানাইতে চক্রবর্তী ছেড়া চটি পায়ে, মাথায় ভিঙ্গ গামছাখানি চাপাইয়া কৰ্ত্তব্য সারিয়া আসে ; সেই কৰ্ম্মের বিনিময়ে এটি তাহার পারিশ্রমিক। স্বাক্। খামাদাসবাৰু আগিয়া পূর্ণকে বলিলেন—আর কয়েক খানা মাছ দিক চক্রবর্তী । চক্রবর্তীর তখন খান-বিশেক মাছ শেষ হইয়া গিয়াছে ; সে একট। মাছের কাটা চুধিতেছিল, বলিল—জাঙ্গে না, মিষ্টি-টিষ্টি আবার আছে ত 1 হ’রে ময়রার রসের কড়াইয়ে ইয়া ইয়া ছানাবড়া ভাসছে, আমি দেখে এসেছি। হামাদাসবাৰু বলিলেন—সে ত হবেই ; একটা মাছের মাখ+—? পূর্ণ পাতাখানা পরিষ্কার করিতে করিতে বলিল—ছোট ατζψ 1 মুছের মাখাটা শেষ করিতে করিতে ওপাশে তখন ' আসিয়া পড়িল । চক্রবর্তী ছেলেদের বলিল-ই । বেশ ক'রে পাতা পরিষ্কার কর সব ছ। নইলে নোৱা ৰোল লেগে খারাপ লাগবে খেতে। এঃ, তুই ষে কিছুই খেতে পারলি নেঃ মাছম্বন্ধ পড়ে আছে ! বলিয়া ছোট ছেলেটার পাতের আধখানা মাছও সে নিজের পাতে উঠাইয়া লইল। মাছখানা শেষ করিয়া সে গলার্ট ট্যং উচু করিয়া মিষ্টি পরিবেশনের দিকে চাহিয়া রহিল। মধ্যে মধ্যে হাকিভেছিল—এই দিকে | ওপাশে সকলে তাছাকে দেখিয়া টেপটিপি করিয়া হাসিতেছিল, এক জন বলিল—চোখ দুটো দেখ-চোখ স্থটো দেখ ! —উঃ যেন চোখ দিয়ে গিলছে ! —আমি ত ভাষ্ট কখনও ওর পাশে খেতে বসি না। উঃ কি দৃষ্টি ! তভক্ষণে মিষ্টায় চক্ৰবৰ্ত্তীর পাতার সম্মুখে গিয়া হাজির হইয়াছে। छक्रदउँौ भिहेiग्न-*/%िरवथ्टकद्र अक्ष्ठि क्षणम्ला चांद्रड कब्रिम्रा जिल । —ছাদার পাতে আমি আটটা মিষ্টি পাব। —বা — সে তো চারটে করে মিষ্টি পান মশাই ! -cन कृd? स'tब्र शनि श्राप्ड भtफ़-ठtब छाब्रd । আর চারটে যখন পাতে পড়ছে—তথম আটটা পাব না-বাঃ ! গুণমাদাসবাৰু আসিয়া বলিলেন,—ষোলটা দাও ওঁর ছাদার পাতে । ভদ্রলোক বিনি-মাইনেতে নেমস্তয় ক’রে আসেন—দাও—বোলটা দাও ! পূর্ণ চক্রবর্তী আঁচল খুলিতে খুলিতে বলিল—আঁচলে দাও—আমার ঠাচলে দাও ! খামাদ্রাসবাৰু বলিলেন–চক্রবর্তী কাল সকালে একবার আসবে ত! কেমন ! এখানে এসেই জল খাবে। —যে আজো ; তা আসব ! ওপাশ হইতে কে বলিল-চক্রবর্তী, বাৰুকে ধ'রে পড়ে তুমি বিদূষক হয়ে যাও। আগেকার রাজাদের যেমন ৰিপূৰক থাকত । চক্রবর্তী গামছায় ছাদার পাতাটা বাধিতে বাধিতে বলিল,