পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাজ দিব্য ীিঅযোধ্যানাথ বিদ্যাবিনোদ অষ্টম শতাব্দীর এক পুণ্যতিথিতে গৌড়ীয় প্রজাবৃন্দ প্রশংসনীয় উদ্যমে সমবেত হইয় অরাজকতা নিবারণকল্পে গোপাল নামক অনুপম সৌভাগ্যশালী এক ব্যক্তিকে রাজপদে প্রতিষ্ঠিত করেন। ইনি স্থপ্রসিদ্ধ পাল-বংশের আদিপুরুষ। ইহার পরবর্তী রাজগণ সুদীর্ঘকাল প্রজাশক্তির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং প্রজাগণও সম্পদে বিপদে রাজশক্তির সহিত সহযোগিতা করিয়া আসিয়াছেন বলিয়া পালরাজগণ আসমূত্র হিমাচল সাম্রাজ্যবিস্তার, বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ ও তাহার হস্ত হইতে রাজ্যের পুনরুদ্ধার করিতে সমর্থ হইয়াছিলেন। প্রজাশক্তি পাল-সাম্রাজ্যের সঙ্গীবনীশক্তির আধার ছিল। একাদশ শতাব্দীতে এই বংশের একাদশ রাজা তৃতীয়বিগ্রহপাল, মহীপাল, পূরপাল, রামপাল নামক তিন পুত্র রাখিয়া পরলোকগমন করিলে মহীপাল সিংহাসনে আরোহণ করিয়া এই বংশে এক নূতন নাট্যের অভিনয় আরম্ভ করেন। পরবর্তী পালরাজগণের তাম্রশাসনে ইহার কৃতকর্থের উল্লেখ নাই সত্য কিন্তু ইহার কৰ্ম্মদোষে एखांखब्रिड ब्रांछा श्रृंब्रवउँौं ब्रांछांकईक शूनब्रां★ वच्छिठ হইয়াছিল তাহার বিবরণ লিখিত আছে। মহীপালের ভ্রাতুষ্পুত্র রাজা কুমারপালের মন্ত্রী বৈজ্ঞদেবের কমেীলীলিপির দুইটি শ্লোক এইরূপ— তস্যোজস্বল পেীক্ষবস্য ৰূপতেঃ রামপালোহভবৎ পুত্র পালকুলৰুি শীতকিরণঃ সাম্রাজ্য বিখ্যাতিভা । তেনে যেন জগত্রয়ে জনকভুলাভা ৰখাবদ্যশ: ক্ষেীণীনায়ক ভীমরাবণ বধাস্থ্যৰ্দ্ধান্নবোরংঘনাৎ ॥ নৃপতি বিগ্রহপালের রামপাল নামক পুত্র ছিলেন। তিনি যুদ্ধরূপ সাগর লঙ্ঘন করিয়া পৃথিবীনায়ক ভীমরুপ রাবণ বধ করিয়া জনকভূক্ষপ গীতার উদ্ধার করিয়া ত্ৰিজগতে ৰশঃ বিস্তুত করিয়াছিলেন । কুষারপালের জাত রাজা মদনপালের মনহলি-লিপির ७का? cञांक ७iरेकृन् এতস্যাপি সহোদর নরপতিদিব্য প্রজানির্ভর । ক্ষোভাষ্কৃত বিধৃত বাসববৃতি রামপালোহভব । দেবলোকবাসিগণের অতিশয় চিত্তচাঞ্চল্যে আহূত হইয়া আপোলিতচিত্ত দেবরাজ যেমন ধৈর্য্যাবলম্বন করিয়াছিলেন এই নরপতির ( শুরপালের } সহোদর স্ত্রীরামপাল নামক নরপতি সেইরূপ দিব্যের পক্ষভুক্ত প্রজাবর্গের অতিশয় আক্রমণে আহুত ও আন্দোলিতচিত্ত হইয়! ধৈৰ্য্যাবলম্বন করিয়াছিলেন ।