পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

德

i

|

i1દt t :

|

i

| উল্লিখিত তাম্রশাসনদ্বয়ে ইজিতে যে-ঐতিহাসিক ঘটনা ধৃত হইয়াছে রামচরিতে তাহাই অপেক্ষাকৃত বিশদভাবে রামচরিতের কবি সন্ধ্যাকর রামপালের সাঙ্কিবিগ্রহিক প্রজাপতি নদীর পুত্র ও মদনপালের সভাসদ । এক পক্ষে অযোধ্যাধিপতি রামচন্দ্রের কীৰ্ত্তিকাহিনী অন্ত পক্ষে রামপালের উচ্ছ্বসিত প্রশংসার দ্বারা তৎপুত্র মদনপালের প্রতিভাজন হওয়া কবির উদ্দেশু ছিল । মহীপাল মদনপালের পিতৃব্য, সুতরাং মহীপাল যতই অনীতিক আচরণ করুন না কেন তাহা সবিস্তারে বর্ণন করিয়া মদনপালের প্রশংসালাভ করা কবি বা অন্য কাহারও পক্ষে সম্ভবপর নহে। কিন্তু পিতা রামপালের প্রতি র্তাহার আচরণ বর্ণন দ্বারা কবির সে উদ্দেশুসিদ্ধির সম্ভাবনা সমধিক । এই জন্য রামচরিতে অমাত্য ও প্রকৃতিপুঞ্জের সহিত মহীপালের ব্যবহারের আভাস মাত্র প্রদত্ত হইলেও রামপালের সহিত র্তাহার ব্যবহার সবিস্তারে বণিত হইয়াছে। প্রজাবর্গের প্রতি মহীপালের ব্যবহার কাব্যে বণিত না হইবার আর একটি প্রধান কারণ এই যে, রামপাল কর্তৃক বরেন্দ্রী অধিকারের পর যখন পাল-সাম্রাজ্যে প্রজাশক্তি ও রাজশক্তির মধ্যে বিপুল ব্যবধান স্বষ্টি হইয়াছিল তখন ‘রামচরিত' রচিত । ভ্ৰাতা রামপালের সহিত মহীপালের ব্যবহার সম্পর্কে কবি বলিয়াছেন,— বামেতুচিত্ৰকূটং বিকঢোপলপচলকুটিম কঠোরম্ ভুমি ভতমাপতিতে তপস্বিনি মহাশয়েহসঙ্গনে । ১৩২ রামপাল পক্ষের টাকা–চিত্রকূটং অদ্ভুতমায়ং শিলাকুটিমবৎ কক্কশম্ ভভূতং (৩) মহীপালং তপস্বিনি অন্থকম্পাঙ্গত্ব দশাপয়ে। বিচিত্ৰ কুটবুদ্ধিসম্পন্ন বা অদ্ভূত খলস্বভাব কঙ্কশপ্রকৃতি মহীপালকে পাইয়া মহাশয় রামপাল অসহনীয় অতুকম্পার্হ দশায় উপনীত হইয়াছিলেন। অপর ভ্রাত্রাবসতি কষ্টাগারং মহাবনং ঘোরম্ । হতবিধিবশেন বায়স কুশীলতা ভেম্ভকুচজানে ॥ ১৩৩ দুদৈববশে অপর ভ্রাত শুরপালের সহিত ( যখন ) রামপাল ভীষণ কারাগারে বাস করিতেছিলেন এবং লতার মত বন্ধনকারী স্তন লোহার শৃঙ্খল তাহদের গন্থ বিদীর্ণ করিতেছিল। পরবর্তী ৩৪, ৩e শ্লোকে কারারুদ্ধ রামপালের দুরবস্থা বর্ণন করিবার পর কবি ১৩৬ গ্লোকে বলিয়াছেন,