পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালে উনি এক জন গুণীলোক হবেন, এখনই বেশ হাত-টাত চলে দেখতে পাই। তবে সাধনা চাই, এক-আধ দিনে কি জার হবার জিনিষ এসব। তার দয়া আর সাধনা এক ঠাই হ’লেই তবে হবে। নইলে এ জিনিষ হবার নয়। কি বলেন মুখুজ্যে-মশাই ? তা বইকি !—বলিয়াই জমিদার শস্থ মুখুজ্যে আসরের সকলকে লক্ষ্য করিয়া ৰলিলেন, এই হ’ল আমাদের বনচাতকীর শ্ৰীমন্ত পৈলান, আমাদের এদিককার গৌরব একটা । আপনাদের যে আজকে ওঁর তবলা শোনাতে পারব সে আমার মস্ত সৌভাগ্যের কথা । শ্ৰীমন্ত পৈলান সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, কথাটা নেহাৎ অন্যায় কিছু বলেন নি মুখুজ্যে-মশাই। তা বলুক দেখি লোকে যে, শ্ৰীমন্ত পৈলান কখনও কারও বাড়ী গেছে তবলা শোনাতে। সে পাত্তরই আমি নই। যার শোনবীর গরজ থাকবে সে বন-চাতকী গিয়ে শ্ৰীমন্ত পৈলানের কুঁড়েতে বসেই শুনে আসতে পারবে। কিন্তু আঁখিজলের মুখুজ্যেবাড়ী আমার না এসে উপায় নেই, আপনি আমাকে কিনে নিয়েছেন একেবারে মুখুজ্যে-মশাই। এমন সময় সৰ্ব্বাঙ্গে একখানি বালাপোষ জড়াইয়া নন্দ বাড়ধ্যে সেখানে উপস্থিত। জমিদার শম্ভু মুখুজ্যে তাহ দেখিয়া বিশেষ বিচলিত হইয়া উঠিলেন, তাড়াতাড়ি তাহাকে ধরিয়া বলিলেন, এই ভীষণ জর নিয়ে এসে হাজির হলেন যে বড় ! এমন জানলে ত আপনাকে খবরই পাঠাতাম না। নন্দ বাড়ুজ্যে আসরে শ্ৰীমন্ত পৈলানের কাছে আসিয়া বসিয়া বলিলেন, না, সামান্তই জর, মাত্র এক-শ তিন । ভায়া এসে গেছে গুনে না এসে আর থাকতে পারলাম না। তার পরে শ্ৰীমন্ত পৈলানকে লক্ষ্য করিয়া বলিলেন, এসে ভালই করেছ ভায়া। আমারও জর, তুমিও আসবে না, তাহলে মুখুজ্যে আমাদের বাড়ীতে দশ জন ভদ্রলোক এনে তাদের জাপায়িত করে কি দিয়ে। তুমি এসে যাওয়ায় গায়ের আমাদের তৰু মান থাকল ভদ্রলোকদের কাছে। এইবার বায়া-তবলা টেনে নিয়ে বসে। দেখি, কতক্ষণ থাকতে পারি। ম্যালেরিয়ায় এবার বড় কাৰু ক’রে ছেড়েছে হে। তোমার ওখানে যাব যাব করে তাই আর যাওয়া হয়ে ওঠেনি। রোজ জরের ঘোরে তবু যেন কানে ভেসে এসেছে বন-চাতকীর দিক থেকে তোমার তবলার জাওয়াজ। তাই মুখুজ্যেকে খবর দিতে বলে রেখেছিলাম। না এসেও তাই পারলাম না । नक वैष्ट्राबाद्र रु%षाब उशब्र भाद्रौब्रेिक कुरुंगड সহজেই ধরা পড়িতেছিল, লোকটা যেন জরের যাতনায় কথা কহিতেছিল । শ্ৰীমন্ত পৈলান গলায় জড়াইয়া রাখা ভাজ-করা পুরাতন এপ্তির চারটি গলা হইতে খুলিয়া লইয়া তাহা বৃত্তাকারে পাকাইয়া ফরাশের উপর বসাইয়া তাহারই উপর তবলা বসানোর আয়োজন করিয়া কেপ-কলারের .শাটের পকেট হইতে একটা ছোট তবলা-পেটা হাতুড়ি বাহির করিয়া কোনদিকে না চাহিয়াই বলিল, বাড়ুজ্যে মশাই, তানপুরোটা সঙ্গে নিয়ে যদি • আসতেন ত ভদ্রলোকদের আপ্যায়িত ক'রে সুখ হ’ত । নন্দ বাড়ুজ্যে বিষঃ কণ্ঠে বলিলেন, ইচ্ছে কি আর না ছিল পৈলান, কিন্তু সামর্থ্যে ষে কুলোবে না। আচ্ছ, চলুক ত ততক্ষণ। নেহাৎ যদি না চলে ত তানপুরোটা জানিয়ে নিলেই চলবে। তা বেশ কথা—বলিয়া প্রমন্ত পৈলান বঁ-হাতের জাঙ্খল দিয়া আমাকে হারমোনিয়মের একটা রীড় টিপিয়া ধরিয়া থাকিতে বলিয়া হাতুড়ি দিয়া তবলার স্বর বাধিতে স্বর করিল। শ্ৰীমন্ত পৈলানের তবলায় স্বর বাধা একটা দেখিবার জিনিষ। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে সে যেন সজাগ রাখিয়া স্বর বাধিতে লাগিল। আমার যে-হাতের আঙুল দিয়া আমি রীড চাপিয়া বসিয়া ছিলাম সে-হাত আমার রীতিমত কঁাপিতেছিল এবং ক্রমেই যেন অসাড় হইয়া श्रोनिtउश्लि । ख्रघ्न भtन झहेtउछ्णि, क% निग्न चाब्र हब्बङ আজ স্বর বাহির হইবে না। একটা কেলেঙ্কারী করিয়া cष श्रीशिखल इहेरउ चांभांरक दिनाङ्ग जडेटङ झहेरब cगरे কথাই আমি ভাবিতেছিলাম। মান-সন্ত্রম বুঝি আর বঁচিল না। আসরের লোকজন যখন একেবারে অতিষ্ঠ হুইয়া উঠিল उथन वैमल हैनलांप्नब्र उदणां ऎक इरब्र वैष श्ल। डांब्र *८ब्र निरछब्र छूझे खेष्क्रुिङ छांइब्र शtब्र निकिख निर्डट्ब्र शांड দুইটি গুস্ত করিয়া নিতান্ত নিস্পৃহভাবে বসিয়া থাকিয়া ৰলিল,