পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু অভিযোগ সাহিত্যের এ-ক্ষেত্রেও হয়ত বৃথা । হয়ত মনন-সাহিত্যের প্রতি বিভাগে প্রতিভার আবির্ভাবের জন্ত অপেক্ষা করে থাকতে হবে—যিনি প্রমাণ করবেন যে এখানেও বাঙালী বাংলা ভাষায় শ্রেষ্ঠ সাহিত্য রচনা করতে পারে এবং আর কোনও ভাষায় পারেনা। পরিমিতশক্তিশালী লেখকদের চিত্ত তখনই বাংলা ভাষার দিকে মুখ ঘোরাবে যখন প্রতিভার স্বষ্টিতে বাংলা মনন-সাহিত্য বিদেশী পাঠকসমাজেও নিশ্চিত আসন পাবে, অর্থাৎ রেসপেক্টেবল হয়ে উঠবে। ইউরোপ ঐকালিদাস নাগ [ ঐরম্য রল করকমলেষু ] হোক মানুষ কালো, হলদে, কটা, লাল, সাদ, তার চামড়ার তলায় আছে একই রঙ, রক্ত-রাঙা ৷ বিধাতা গড়েন মানুষকে মূলত এক রেখে, মানুষ কিন্তু করেছে ‘খোদার উপর খোজকারি, থেকে থেকে বলেছে : “তফাৎ যাও ! তুমি আমি এক নয় । যুগে যুগে এটা দেখেছি—নজিরের অভাব নেই। কিন্তু মৌলিক সত্যটার হ’ল কি ? গেল কোথায় ? সেটা কি ছাল-চাপা পড়ে মারা যেতে পারে ? কালো কটা হলদে ছাল উপেক্ষা করে" তরজে উঠল শাদ ছাল ঃ তফাৎ যাও । নোয়াও মাথা আমার পায়ে ; আমি বড়, আমি প্রভু’ । বড়াইট চলে আসছে কিছু কাল সহে আসছে কালপুরুষও যেন ভয়ে ভয়ে । তবু চোখ চেয়ে দেখা যাক শাদার দ্বাধী ঘেটুকু সাচ্চা যাবে টিকে, মেকী পড়বে ঝরে । অগ্নিপ্লাবনের হাপরে ফেলে বিশ্বকৰ্ম্ম পুড়িয়ে গলিয়ে গড়লেন পৃথিবীকে ; তার স্থতি মানুষের নেই। কেঁচো গুগলি মাছ পাখী পশুর পর্য্যায় শেষ করে” স্বষ্টিকর্তা মানুষকে দিলেন ভাক । এল সে ভীক অসহায় জীব বহু কষ্টে উঠল বেঁচে, বাড়ল তেজ । অগ্নিবর্ষণের পর তুষারপ্লাবনে পৃথিবী ফেটে চৌচির, নতুন করে আবার ভাঙ্গা গড়া মহাসমুদ্র, সাগর, দেশ, মহাদেশ, ছাপিয়ে ভাসিয়ে— দেখা দিল শ্বেত দ্বীপ উত্তরে, দক্ষিণে রইল কালো দ্বীপ, মাঝে ভূমধ্য সাগর। শ্বেত দ্বীপের আদি মন্ত গড়ে তুললেন মৈনেয় সভ্যতা ক্রীট থেকে সীরিয়া মিশর পর্য্যস্ত উঠল জলে রূপের দীপ্তি ভোগের আসবাব, মাটির পাত্রে ফুটল রেখা রঙের গলাগলি, ভিত্তিগাত্রে সজীব ছবি, গজদস্তে সোনা ঝলিয়ে উঠল নেচে প্রথমা প্রকৃতি— মাথায় মুকুট, হাতে নাগপাশ, মৈনেয় মনসা। দেবী দেখা দেন আবার কুমার নিয়ে কোলে অৰ্ঘ্য নিয়ে সবাই আসে করতে পূজা সন্তানের ভিতর দিয়ে চলে সমাজের বিস্তার শাদায় কালোয় থাকে না ভেদ, কোন দ্বন্দ্ব } হঠাৎ ছোটে মাইসিনী নারীর বঁাকা কটাক্ষ, পূৰ্ব্বে পশ্চিমে লাগে সৰ্ব্বনেশে রণ। সংঘর্ষের সেই আদিপৰ্ব্ব জাজো খুঁজছে, শান্তিপৰ্ব্ব কোথায় ?