পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাম সে মরিয়া যাবে, উদার নিলীম শৃঙ্গে জামি আৰু - ब्रहिंद জাগিয়া le বন্ধু, শোন তোমাদেরে বলি, অনন্ত আমার এই চোখে-দেখা খও ইতিহাস যতটুকু আমি তার জানি— আকাশে খসিছে তারা, নদীতটে ভেঙে পড়ে ঢেউ ছায়া কভু পড়ে না-ক শুভ্র স্বচ্ছ আকাশের নীলে, দাগ কতু পড়ে নাই টলমল বারিধির বুকে ; সে বিরাট শূন্ততায় আমি পরিচয়হীন তোমাদের কাছে ; তোমরাও নহ প্রয়োজন । সেখানে একাকী অামি, সে অসীম একান্ত আমার ভাষাহীন সে অসীমে চিরমুক ইতিহাস মোর। শূন্ততায় রৌদ্র করে মায়ার স্বজন রূপে রঙে তাহার বিকাশ— মানুষেরে রঙ দেয় রূপ দেয় শুধু ভালবাস, বিচিত্র বিশ্বের মাঝে একমাত্র মায়া-যাদ্ধকর। আতি ভালবাসার কাজল— আমারে ভাকিয়া কাছে আমারে নির্মাণ কৰি লও ক্ষণিকের জালোকসম্পাড়ে— - তোমাদের প্রেমের আলোকে । দেহহীন মানুষেরা নিয়ালৰ ডালিছে অসীমে পরস্পর পরিচয়হীন— যার ষত ভালবাসা তার কাছে ততই প্রকাশ । বিশ্ব তার ভরে ওঠে রূপের গৌরবে, প্রেমের রহস্তে ঘেরা এ-বিশ্বের পরিধি বিপুর্গ— আমারে তোমরা দাও প্রেম, রূপ দাও, দেহ দাও মোরে । সমস্ত বেদনা-বিয এ-জীবনে করিয়া মন্থন মুঠি ভরি ষে অমৃত এতদিনে করিয়াছি পান, সাধ যায় জনে জনে নিজ হাতে দিতে সেই স্বধী— নিজেরে প্রকাশ করি সকলেরে গড়িয়া তুলিতে ; মুছে-যাওয়া শূন্ততায় রূপহীন মানুষের আর কোনো নাহি পরিচয় । শান্তিনিকেতনে ৭ই পোষ ঐকিরণবালা সেন পৌষের উৎসৰ এবারকার মত সান হয়েছে। মনে পড়ে প্রথম ষেবার এই উৎসবে ৰোগ দিয়েছিলাম সেদিনকার কথা। সেদিন ভোরে যে-গানটি গুনেছিলাম জার সেদিনকার সব মিলিয়ে যে একটি জানন্দ পেয়েছিলাম তাই মনে পড়ে । মোরে ডাকি লয়ে ৰাও মুক্ত দ্বারে তোমার বিশ্বের সভাতে उपांजि c१ भवल «थछांtठ । ५रे शांमछि cनक्नि ८छांटब cय छट्नहिणांभ ठांब्र शब्र}ि যেন আজিও বগনে লেগে অাছে। چ چ-ســـمه ه এ-উৎসবটি আশ্রমের প্রধান উৎসব। মহর্বিদেবের দীক্ষার দিন থেকে এই উৎসবের আরম্ভ। এই পৌঁষে এই উৎসব উপলক্ষ্যে প্রতি বৎসর এখানে মেলা হয়। এই মেলা আজকাল পুরো তিনটি দিন থাকে। চারদিকের গ্রাম থেকে কত লোক এসে তখন এখানে জড়ো হয়। এই দিনটির কথা শাভিনিকেতন’ গ্রন্থে গুরুদেব রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, o “সাধক তার জীবনের সকলের চেয়ে বড়ে দিনটিকে, তাৰ शैक्रीब निनध्रिक, wरे निष्धन याडम्बब ब्रूड चाकान ७ निद्रण