পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্ষণমঙ্গল *פר কাশের বনে বনে ছলিছে ক্ষণে ক্ষণে Es গাহিছে সজল বায়— আয় আয় আয় ।

আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু Y • বাজিল গম্ভীর গরজনে । তাশখ পল্লবে অশান্ত হিল্লোল সমীর-চঞ্চল দিগঙ্গনে । নদীর কল্লোল, বনের মৰ্ম্মর বাদল-উচ্ছল নিঝর ঝঝর শ্রাবণ সন্ন্যাসী রচিল রাগিণী । কদম্বকুঞ্জের সুগন্ধ মদিরা অজস্র লুঠিছে ছরন্ত ঝটিকা । তড়িৎ শিখা ছুটে দিগন্ত সন্ধিয়া, ভয়াওঁ ঘামিনী উঠিছে ক্রন্দিয়া, নাচিছে যেন কোন প্রমত্ত দানব মেঘের দুর্গের দুয়ার হানিয়া ॥ ঐ মালতীলতা দোলে দোলে, , পিয়াল তরুর কোলে পূব হাওয়াতে । মোর হৃদরে লাগে দেলা ফিরি আপন ভোল,— মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চ'লে ॥ জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী কোন নিভৃত বাতায়নে । সেথা.নিশীথের জলভরা কণ্ঠে কোন বিরহিণীর বাণী . তোমারে কী যায় ব’লে ৷