পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐআঞ্চেন্দ্রকুমার গঙ্গোপাধ্যায় সুকুমার কলা শাখার সভাপতি “সেই গেল প্রথম বয়স, তখনও বাণী ফুটে ওঠে নি, স্বব লাগে নি। তার পবে মোবান সাহেবেব বাগানে কিছুকাল কাটিয়েছিলেম। গঙ্গাব তীবে সেই স্তম্ম্যেব অলিনো ও সৰ্ব্বোচ্চ চুডায় অনেক বাত্রি আমি কাটিয়েছি, আকাশেব মেঘের সঙ্গে ছিল আমাব মনেব খেল । মনে হয়েছিল বিশ্ব কত নিকটে এসেছে। আমার কবিজীবনেব সেই প্রেথম স্বচনা ৷ “আমাদেব দেশে সাহিত্যের সমাগম হয়েছে বসন্ত ঋতুর মত—কখন কি ভাবে এসেছে বসম্ভেব দূত ত৷ জানি নে, তবে তা আমাদেব অস্তবকে মাধুধ্যে রসে বিকশিত পূর্ণ করেছে। সেদিনকাব উদ্বোধনের ইতিহাস ভাল ক'রে লেখা হয় নি—ইংরেজী ভাষাব অত্যন্ত গৌববের দিনে, কেমন করে কোন আহবানে কবিহদয়ে গান মুখরিত হয়ে উঠল, বাণী জাগৰিত হয়ে উঠল, তাৰ পবিচয় আজও হয় নি–কিন্তু সে-বসন্তসমাগম চিববসন্ত হয়ে রইল। আমার জল্লর পুৰ্ব্বেষ্ট সে বসন্তেব আরম্ভ ।

  • প্রথমু, টপ্পন সাহিত্য-পবিষদেব স্বচনা হয় – আমিও

&

.*. 4*\ 缘 万

r 哆 • 岑 o: 錄 f.

/ ডর এ প্রফুল্লচন্দ্ৰ মিত্র লিঙ্গুaান শাখার সম্পাপতি 总:o. o بمبر হযত তাব মধ্যে ছিলেম—তখন গুযত এধ মধ্যে বোন কোন বিষয়ে অঞ্জকবণ পৃহা ছিল। কিন্তু সে তুচ্ছতা দূবে পড়ে আছে, এর মধ্যে যা সত্য ও অন্তকবণকে অতিক্রম কৰেছে, এইটি আমাদেব পবম আনন্দেব বিষয় । আমি কামনা কবি আমাদের এই আয়োজন সম্পূর্ণ হোক, কৃতাৰ্থ হোক, বিকৃতি এসে যেন একে নষ্ট না কবে । সাহিতে্যুব মধ্য দিয়েই সকল দেশে আদর্শ আশা-আকাঙ্ক্ষা বসপুষ্ট হয়েছে । আমাদেব দেশেও তীব ভূমিকা হয়েছে—বিকাব যেন একে নষ্ট না কবে । সমস্ত পৃথিবীর বাতাসে আজ কলুষ, পরম দুঃখে মানুষ তাৰ আশ্ম-আকাঙ্ক্ষা বিশ্বাস হাবিয়েছে । আমবা যাবা সেই ধারা থেকে দূবে আছি তাদেব মধ্যেও যদি সেই বিকৃতিব সংক্রমণ লাগে তবে তা থেকে আমাদেব মুক্তি পাবাব চেষ্টাই কবতে হবে। যুদ্ধের সঙ্গে বিদেশে মান্তষেব যে চিত্তবিঞ্চতি ঘটেছে তাতে তারা সাহিত্যকে নামাবার চেষ্টা করছে ভূমিতলে, যাকে বলে তারা