পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওqশ্বাপ । SN98v9 চন্দননগর বঙ্গীয় সাহিত্য-সম্মিলনে স্বেচ্ছাসেবকবৃন্দ লিখিত। র্তাহার লিখিত বিষয়গুলির খুব আলোচনা হওয়া আবশ্বক। শুধু আলোচনা নহে, বাঙালী যাহাতে বাচিয়া থাকিতে পারে এবং তাহার অভু্যদয় হয় এরূপ উপায় উদ্ভাবন ও অবলম্বন করাও চাই । কিন্তু করিবে কে ? অধ্যাপক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলা বানান সম্বন্ধে অনেক যুক্তিসঙ্গত কথা বলিয়াছিলেন। তাহার আলোচনা হওয়া উচিত । তিনি চান উচ্চারণ-অনুযায়ী বানান । ইহা অযৌক্তিক নয়। ইহা স্বাভাবিকও বটে। আমাকে দুই জন শিক্ষয়িত্রী বলিতেছিলেন, র্তাহাদের অনেক ছাত্রী উচ্চারণাকুযায়ী বানান করে কিন্তু পরীক্ষকের নম্বর কাটিবে বলিমা তাঁহাদের সে সব বানান স্বধরাইয়া কেতাবী বানান শিথাইতে হয়! কিন্তু উচ্চারণানুযায়ী বানানের পথটা যে খুব সোজ, তা নয়। কারণ, বঙ্গের ভিন্ন ভিন্ন অঞ্চলে একই শব্দের উচ্চারণ ভিন্ন ভিন্ন রকম ; এবং উচ্চারণের পরিবর্তনও কালক্রমে হয় ও হইয়া আসিতেছে । অতএব, কতকটা স্থায়ী কোন এক রকম নিদিষ্ট বানানের পক্ষেও কিছু বলিবার আছে । . }R ادبیات تهی به گست _. ぶ 宏ラデ妄。リー !£*****