পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র সোনার ঘড়ি উপহার দিয়াছিলেন। ইংলণ্ডে রাজা পঞ্চম জর্জ র্তাহাকে একটি স্বারক উপহার দিয়াছিলেন। তাহার সৌজন্য, নম্রতা ও অমায়িকতার জন্য তিনি লোকপিয় ছিলেন । দীর্ঘতম কাল অবিরাম সাইকেল-চালন এলাহাবাদের রবীন্দ্র চট্টোপাধ্যায় কিছুদিন পূৰ্ব্বে, তখন পৰ্য্যস্ত দীর্ঘতম কাল অবিরাম সন্তরণের যে দৃষ্টান্ত ছিল, তাহা অপেক্ষা দীর্ঘ কাল সস্তরণ করিয়া খ্যাতি লাভ করেন। সম্প্রতি তিনি, এ পর্য্যস্ত অবিরাম বাইসিকেল চালনের যে দীর্ঘতম কালের দৃষ্টাস্ত আছে, তাহা অতিক্রম দীর্ঘতম কাল অবিরাম সাইকেল-চালক শ্রীযুক্ত রবীন্দ্র চট্টোপাধ্যায় করিতে সঙ্কল্প করেন। এলাহাবাদের আর দুই জন - ভদ্রলোকও এই প্রতিযোগিতায় নামেন। কিন্তু র্তাহার শেষ পৰ্য্যন্ত সাইকেল চালাইতে পারেন নাই। রবীন্দ্র চাটুজ্যে অবিরাম ৭৪ ঘণ্টা ৩ মিনিট সাইকেল ৰিবিধ প্রসঙ্গ—আরমুলার পক্ষিত্ব 'চালাইয়াছিলেন। তাঁহার পূৰ্ব্বে যিনি দীর্ঘতম কাল విష్క్రివి বাইসিকেল চালাইয়াছিলেন, তিনি ৭৪ ঘন্টাচালাইয়াছিলেন। স্বতরাং তিৰ মিনিটে রবীন্দ্রের জিত হইয়াছে। এই:চুয়াত্তর ঘণ্টা তিন মিনিটের মধ্যে একবার তাহার একটি পা মাটিতে । ঠেকিয়াছিল, কিন্তু পাচ সেকেণ্ডের মধ্যেই তিনি থা তুলিয়া লইয়া আবার সাইকেল চালাইতে আরম্ভ করায় এই শক্তিপরীক্ষার রিচারক তাহাকে প্রতিযোগিতা হইতে নিরস্ত করেন নাই । . আর একবার তাহার সাইকেল পথের পাশের একটা জালে জড়াইয়া যায়, কিন্তু তিনি মাটিতে না পড়িয়Lগিয়া এক নিমেষে তাহ ছাড়াইম্বী লয়েন । ......• আরকুলার পক্ষিত্ব স্বাধীন গণতন্ত্র দেশের মর্থীদের অনেক ক্ষমতা আছে । তাহার ইচ্ছা করিলে ও তাহদের বুদ্ধি-বিবেচনা থাকিলে স্ব-স্ব দেশের অনেক হিত করিতে পারেন । কিন্তু আমাদের দেশের প্রাদেশিক মন্ত্রীর যদি ভাবেন যে তাহারাও স্বাধীন গণতন্ত্র দেশের মন্ত্রীদের মত, তাহ হইলে তাহা আরস্থলার আপনাকে পক্ষী মনে করিয়া আত্মপ্রতারণার মত হয়। পঞ্জাবে সবু সিকদার হায়াৎ খন প্রধান মন্ত্রী হইবেন। তিনি তথাকার সাংবাদিকদিগকে বলিয়াছেন, ভিন বৎসরের মধ্যে তিনি পঞ্জাব হইতে সাম্প্রদায়িকতার বিষ দূর করিয়া দিবেন । তাহার এই স্বপ্নের তারিফ অবশুই করি। ইহা স্বস্বপ্ন । তিনি বিষের প্রতিকার করিবেন, সেই সব সাংবাদিকদিগকে শাস্তি দিয়া যাহাদের লেখা সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন জালিয়া দেয় । যাহারা এরূপ কৰ্ম্ম করে, তাহাদিগকে ক্ষমা করিতে বলিতেছি না ; কিন্তু তিনি এংলো-ইণ্ডিয়ান সাংবাদিকদিগকে শাস্তি দিতে পারিবেন কি ? ভারতীয় সকল সম্প্রদায়ের অপরাধী সাংবাদিকদিগকে সমভাবে শাস্তি দিতে পারিবেন কি ? শাস্তি দেওয়ার কথাটা ছাড়িয়া দি । ব্রিটিশ পালেমেন্ট ষে সাম্প্রদায়িক বাটোয়ারাকে ভিত্তি, কাঠামো বা মেরুদণ্ড করিয়া নুতন ভারতশাসন আইন করিয়াছেন, সেই বাটোয়ারার উচ্ছেদ তিনি করিতে পারিনে ? নতুবা সাম্প্রদায়িক