পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S \,'o' মমুজ অপ্রতিভ হইয়া একটু থামিল, কিন্তু দারুণ গায়ের জাল আবার তখনই তাহাকে সব ভুলাইয়ু দিল । অন্যমনস্কভাবে একটা পটল হাতে কচলাইতে কচলাইতে বলিল— “তোমাদের কি ?- ইজিচেয়ারে শুয়ে, ফ্যান খুলে দিব্বি তামাক পোড়াচ্ছ, হুকুম দিলে-মেনে তুই তপস্যা ক’র গে...” “আমি তামাক পোড়াচ্ছি ! তোর হ’ল কি মগ্ন ?" “তোমায় ব’ললাম !--বেশ, এইবার তুমি-মৃদ্ধ লাগে। আমার পেছনে, আমার কিছু বলে দরকার নেই বাপু, আমায়ু যদি তপস্তাই করতে হয় তো বনে গিয়ে করব,-পৌরাণিক যুগে তাই করত, ঐতিহাসিক যুগে বুদ্ধও তাই করেছিলেন, - রেড়ির তেলের আলোও জোগাতে হবে না ; তোমাদের ঐ দেড় বিঘতের চৌকি-ওটুকুরও দরকার হবে না । দাও আমার বলে ধাবার ব্যবস্থা ক'রে• • •" “আচ্ছা, ভোর কাকাকে ব'লে দোব’খন ব্যবস্থা করিয়ে, আপাতত কাল যে একবার বাড়ি যেতে হবে সে-খবর পেয়েছিস ; বড়ঠাকুরের চিঠি দেখেছিল ?” “আমার দেখেও কাজ নেই, গিয়েও কাজ নেই, তপস্য ভঙ্গ হবে ।” হাতের পটলট কুচি কুচি হইয়া গিয়াছে, একট। আলু তুলিয়া লইয়৷ কথার বোকের সঙ্গে সঙ্গে বুড় আঙুলের নখট। তাহাতে বিধিয়া দিতে লাগিল । কাকী বলিলেন—“জানি নে বাপু, তোর খুড়ে-ভাইপোতে বুঝগে যা ।---আর কি যে ছাই তপস্ত| তাও তো বুঝি নে । এই কি তপস্যার বয়েস ? দিব্বি হেসে খেলে বেড়াবে তা নয় ;---বুঝি নে বাপু সব কাণ্ড!” মনুজ এক চোট জলিয়া উঠিয়া বলিল—“বুঝবে কোথা থেকে,—পরের কষ্টের কথা কি একবার ভেবে দেখ তোমরা যে—?...আচ্ছ, ওদের আরতির ঘরের নীচে ম্যাটিং-কর, দুটো ভাল সোফা, বসবার চেয়ারে মখমলের গদি-অাট ; হারমেনিয়াম, ব্যাঞ্জে, ফ্যান, চমৎকার শেড-দেওয়া আলে, পড়বার জন্যে একটা টেবিল-ল্যাম্প ; দুটে ভাস্– যখন দেখ টাটকা ফুলে ভরা,--বল’ তপস্ত ভঙ্গ হচ্ছে । . এধারে টেষ্টে ফাষ্ট হয়েছে, ম্যাটিকে স্কলারশিপ বাধা. মেনে, তুই তপস্যা ক’রে মৰু” কাকীমা একটি দীর্ঘনিঃশ্বাসের সহিত বলিলেন-—“দিব্বি মেয়েটি, সত্যি ; ইচ্ছে হয় ঘরে নিয়ে আসি ।” প্রবাসী >い之8いご মন্থজের একটু ছ’স হইল যেন ; আলোচনাটিতে একটু লজ্জার কারণ আছে, অতটা খেয়াল হয় নাই । রাগটা তবু লাগিয়া আছে, জিহব বশে আসিতেছে না ; কথাটা ঘুরাইয়৷ লইয়ু বলিল—“আমিও দেখিয়ে দেব কি ক’রে তপস্তা করতে হয়,—ষ্ট্য, দেখিয়ে দোব । চুলোয় যাকু বই, হাত-পা গুটিয়ে, চোখ বুজে বাল্মীকি ঋষি হয়ে...আচ্ছ, তপস্যাই যে ব’লছ, মিনিটে মিনিটে পিন্দীপের বাতি ওস্তাব, না তপস্যা করব বল ত ?—বল না, তার বেলা কথা কইছ না যে ? --” কাকীমা মাথার কাপড়টা একটু টানিয়া দিয়া বলিলেন— “ওই জিগ্যেস কর বাপু, যাকে জিগ্যেস করবার সত্যিই তো বাপু ” পিছন ফিরিয়া ছিল, কাকা আসিলেন সেটা দেখিতে পায়ু নাই । ঘুরিয়া দেখিয়াই হাতের চটকান আলুটা ফেলিয়৷ দিয়া দাড়াইয়া উঠিল । কাক জিজ্ঞাসা করিলেন—“হঁ্য, ভাল কথা মনে পড়ে গেল,—ফ্যানের অভাবে কোন রকম কষ্ট কি অসুবিধে হচ্ছে না তো ?” - ময়ুজ কাকীমার পানে সতর্ক দৃষ্টি রাখিয়া বলিল--“আঞ্জে નોં: !” “দেখলে তো ?-ওঁতে আরও মন বসে বরং, নয় কি ?" “আঞ্জে র্হ্য৷ ” কাকীমা কি বলিতে যাইতেছিলেন, বাধা দিয়া বলিল— “তুমি পিদাপট ঠিক করে, রেখে তে কাকীম ?—বডড নোংরা হয়ে গিয়েছিল ” কাকীম৷ ঠোঁটের কোণে একটু হাসি মিলাইয়া লইয়৷ বললেন -"স্থ্য, রেখেছি’ই গো, ও যে বলছে কাল যাবে না বাড়ি, অথচ ” মমুজ একটু রাগিয়া বলিল— তাই বললাম ?— ব’লছিলাম গেলেই পড়ার ক্ষতি তো, তাই ” কাক মনুজের কাকামার দিকে চাহিয়৷ একটু হাসিয়া বলিলেন--"দেখ, কেমন ঝে কিটি আপনিই হ’য়ে আসছে। পড়াটা তো কিছু নয়, একটা সাধনা, তপস্যা , অবস্থাটা তপস্যার অমুকুল ক'রে দাও, দেখবে আপনিই মন কেন্দ্রীভূত হ’য়ে উঠছে ৷” যাইতে যাইতে বলিলেন—“তা যাকু, হ’য়ে আম্বক একবার বাড়ি থেকে, কি আর হবে তাতে .."