পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ চণ্ডীদাস-চরিত Shమ to যতনে আনিয়া তায় আপন গৃহেতে । চন্দ্রচূড় সাথে যায় মহেশে পূজিতে । মন্দিরে পশিবে যবে চন্দ্রচূড় রামী। চৌদিকে আসিয়া পাণ্ডা ঘেরিলা অগনি ॥ শত মুখে হাক দেয় কোথা ঘাস তোরা। রামী কহে শঙ্করে পূজিতে যাই মোর ॥ পাণ্ডীগণ কহে সঙ্গে পাণ্ড না দেখি যে। রামী কহে শঙ্করে পূজিব মোরা মিজে ॥ হুঙ্কারি কহিলা সবে এ বড় কৌতুক । নিজে তোরা দিবি পূজা এত বড় বুক । শঙ্করে পজিতে কারে নাঞি অধিকার । বিশ্বেশ্বর পূজা মাত্র মো সবার ভর | কুপিয়া কহিল রামী নিৰ্ব্বোধ তুমার। ভক্তিপ্রিয় বিশ্বেশ্বর কারে নঙ্গে ধরা ॥ অথলোভে কর সবে শঙ্কর-পূজন । তাথে কিবা হয় জান নিরয়-গমন । ভক্ত-মনোরথ যদি পুরিতে ন দিবে। নিশীয় তাহলে সব নরকেতে যাবে ॥ ৯%চড় কহে মাগে| না কহ এমত । শঙ্করের পী : এর সবার পূজিত ॥ রামী কহে বাব! এর অপূৰ্ব্ব শয়তান। অর্থের পিশাচ ইথে না ভাবিহ আন ॥ সভয়ে কহিলা এক পাণ্ড স্বচতুর। কে মা তুমি কহিয়া সংশয় কর দূর । সামান্য রমণী তুমি নহ কদাচন। তোর বাক্য শুনি মন হইল কেমন | রামী কহে আমি ছাড়া আর কিছু নষ্ট । সত্য প্রাণ আমার না জানি সত্য বই ॥ ব্রহ্মণ্যপুরেতে বাস জাতিতে রজক । সনাতন নাম ধরে আমার জনক ॥ লক্ষ্মীপ্রিয় নাম ধরে গুণময়ী মাত । চণ্ডীদাস হয় মোর আরাধ্য দেবতা ৷ হাসিয়া কহিল পাণ্ড বুঝিলাম এবে। ত না হলে এত শক্তি তোহে কি সস্তবে ॥ সনাতন বিশ্বপতি জানি তার লীলা । সত্য বটে ধুয়ে থাকে জগতের মলা । রজকের কার্য্য তার জানি তা নিশ্চয় । র্তাহার বনিতা লক্ষ্মী এত মিথ্যা নয় ॥ তেঞি মা তুমার এত হৃদয়ের জোর। না বুঝালে কে বুঝিবে মতিগতি তোর ॥ কিন্তু না জানিতে দিলি কেব। চণ্ডীদাস । ধরা দিঞে কেন পুন লুকাইতে চাস ॥ ব্রহ্মণ্যপুরেতে মাগে নিত্য যার বাস । আরাধা দেবতা তার কে সে চণ্ডীদাস ॥ রামী কহে সব কথা কহিব পশ্চাতে । এখন চলিচু আমি শঙ্করে পূজিতে ॥ এত কহি পুরীমধ্যে পশিলা সত্বর। দেখিলা শঙ্কর আছে পাতি দুই কর । বহিছে জটায়ু তার তরল তরঙ্গ । ডমরুর সহ ভূমে পড়ি আছে শিঙ্গ । বাঘাম্বরে তাটা কটি গলে হাড়মাল । ধরণী চুধিয়া শিরে দুলে জটাজাল । সৰ্ব্বাঙ্গ ব্যাপিয়া ফণী ফোস ফোস করে । অবাক হইয়া সবে থাকে জোড় করে । দুই করে রাসমণি ধরি ফুলডালা । প্রেম গদ-গদ-স্বরে কহিতে লাগিল৷ ৷ আসিয়াছি আমি রজকিনী রামী পূজিতে চরণ তব । হঞে অমুকুল পদে ধর ফুল নিজগুণে দেবদেব | তোমা বিহু আর কে আছে আমার কর পার ভবসিন্ধু। চরণে শরণ লই এখন হে দীনজনার বন্ধু ! এত কহি মহেশ্বরে স্মরি মনে মনে । যেমন সে দিবে ফুল শঙ্কর-চরণে ॥ ই ই করি ভোলানাথ ধরি দুই করে । কহিতে লাগিলা ভাসি প্রেমানন্দ-নীরে !