পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ চণ্ডীদাস চরিত Strs মানুষ করেছি তোরে কাথে পিঠে ধরি। স্বস্তি স্বস্তি বলি সবে দিলা অতুমতি । আয়রে লক্ষণ ভাই আয় বক্ষে করি ॥ সভা ভঙ্গ করি গেল যে যার বসতি ॥ ৬y | চণ্ডীদাসে বুকে ধরি নাচে দেবীদাস । পরদিন প্রাতঃকালে হইল প্রকাশ । যে দেখে সে কতমতে করে উপহাস । কহে দেবী ভাতৃপ্রেমে হয়ে মাতআরা। শিবতুল্য ভাই মোর না চিনিলি তোরা ॥ কে যে চণ্ডী একদিন চিনিবি সবাই । হাস একদিন আর বেশী দিন নাই ৷ আর এক কথা বলি শুন দিয়! মন । মোর বাক্য মিথ্যা না হইবে কদাচন | চণ্ডীর বিরহানলে পুড়ে যদি দেবী । যথার্থ অনলে তোরা সৰ্ব্বস্ব হারাবি ৷ এই যে খালি না অন্ন অহঙ্কারে মাতি । রাখিব এ অন্ন আমি গৃহমধ্যে পুতি ॥ জামে রাখ একদিন মৃত্তিকায় তুড়ি । থাইবি এ অন্ন তের করি কাড়াকড়ি ॥ এত কহি দেবীদাস গৃহমধ্যে পশি । খনন করিল গৰ্ত্ত মনে মনে হাসি ॥ চণ্ডীদাস নকুল এ ভাই দুটি মিলে । আনি যত অন্ন তায় ঢালে কুতুহলে। বুদ্ধ বিস্ক্যবাসিনী সে জননী সবার । নীরবে কাদিছে দেপি বসি একধর ॥ অন্ন ঢাল হৈল শেষ মাটি দিয়া ঢাকে। দেখিলেও যেন না বুঝয়ে কোন লোকে ॥ হস্তপদ ধৌত করি বসি তিন জনে । ভোজন করিল সবে প্রফুল্লিত মনে ॥ * | * | * গেল যবে দিবাকর অস্তাচলে চলি । সমাজ করিয়া বসে ব্রাহ্মণমণ্ডলী ॥ বহু তর্ক বিতর্ক চলিল বহুক্ষণ । তদস্তরে একমত হইল সৰ্ব্বজন । বিপ্র এক উঠিয়া কহিল উচ্চরবে । ব্রাহ্মণের জাতিকুল চাহ যদি সবে ॥ কালকার মধ্যে তবে করই সাধন । চণ্ডীর জীবনদণ্ড রামী নিৰ্ব্বাসন ॥

  • / |
  • ছায়া-মণ্ডপ, ছামল। খুটির উপরে পত্রাদির আচ্ছাদন

নিশিযোগে পলাইল দেবী চণ্ডীদাস ॥ গিয়াছে তাদের সাথে বৃদ্ধ বিন্ধ্যা মাতা । পথে ঘাটে রটে সবে এই মাত্র কথা ॥ হেনমতে গেল দিন আইল পুনরাতি । ঘুমাইল যত জীব নিবে গেল বাতি । অকস্মাৎ মহাউচ্চে উঠে কলরব । রক্ষ রক্ষ অগ্নিদেব গেল গেল সব ॥ ছুটাছুটি গিএণ আমি প্রাসাদ উপরে । দেখলাম জলে অগ্নি যুবরাজপুরে । যতই ঢালিছে জল আনি ক্ষিপ্রগতি । ততই ধরিছে অগ্নি সংহার-মূৰ্বতি ॥ অবিশ্রাস্ত চট চট ফটফট রবে । কর্ণে তালা লাগে তথা কার সাধ্য রবে ॥ প্রভাতে উঠিঞা আমি লইলু সংবাদ । সব গেছে পুড়ি মাত্র দুটি ঘর বাদ ॥ সমা রজকের আর দেবীর যে বাড়ী । এই দুটি বাদে হায় সব গেছে পুড়ি ॥ মরে নাই পুড়ি কেহ যা ছিল তা পরে । কিছু নাঞি সব গেছে অনল-উদরে ॥ কেমনে বঁচিবে সবে নাঞি কোন আশ । আজ খাইতে কাল নাঞি হইল হেন দশ ॥ মাসাবধি দিতু আমি আহার সকলে । বহু কষ্টে থাকে সবে ছামলার* তলে ॥ ভাড়ার হইল খালি দিতে কিছু নাঞি । ভাবিয়া আকুল আমি কি করি উপায় । হেনকালে রাসমণি আইল কোথা হতে । সকলের দুখ দেখি দয়া হইল চিতে ॥ রামীকে দেখিয়া সবে কাদিএ উঠিল । তোরে মা পীড়ন করি এই দশ হল ॥ রামী কহে হয় যদি বিধাতা বিমুখ । এই মত সবাই মা সয় বহু দুখ ।