পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞb〜a প্রবাসী SNSBNー যাহোক সময়মত যাবে মোর বাড়ী। রোহিণীরে বল কিছু দিৰে টাকাকড়ি ॥ রোহিণীর কাছে তবে যখনি যে যায়। শুধু হাতে নাঞি ফিরে যা চাহে তা পায়। ক্রমে ক্রমে সবাকার হৈল ঘরবাড়ী। তিলাৰ্দ্ধ না থাকে কেহ রামিণীরে ছাড়ি ॥ কৈল বটে রোহিণী সবার দুথ দূর । কিন্তু দুঃখ পায় তার শ্বশুরঠাকুর ॥ লজ্জায় না যায় তারা রোহিণীর পাশে । দেখি শুনি রাসমণি মনে মনে হাসে ॥ গোপনে রোহিণী কিন্তু র্কাদে অবিরল। দেখিয় রামীর হইল পরাণ চঞ্চল ॥ একদিন তরুতলে বিজয়-নারাণ । বসি আছে অধোমুখে মলিন বয়ান । হেনকালে আসি তথা কহে রাসমণি । আমার সঞ্চিত কিছু আছে রত্নমণি ॥ দেখিয়াছ প্রায় আমি হেথা সেথ যাই । তুমার নিকটে তেঞি রাখিবারে চাই ৷ বিজয়-নারাণ কহে শুন রাসমণি ৷ তুমার মনের ভাব বুঝিয়াছি আমি । রজকিনী নহ মাগো তুমি অন্নপূর্ণ। কার্য্য দেখি এতদিনে সব গেছে জানা | কিন্তু না রাখিব আমি কারো রসুধন । এখন যে আমি মাগে দরিদ্র ব্রাহ্মণ ॥ নিরাহারে যদি মরি তাহে নাঞি ক্ষোভ। ঘটাস না তবু মাগে। পরধনে লোভ ॥ রামী কহে কিছু রত্ন লহ তবে কিনে । বিজয়নারাণ কহে কিনিব কেমনে ॥ অন্ন নাহি জুটে যার তরুতলে বাস । সে কিনিবে রত্ন মাগো একি উপহাস ॥ রামী কহে যদি তুমি রত্ব নাহি নিলে । রমণী-বধের ভাগী হইবে তা হলে ॥ তাই বলি লহ রত্ব বিজয়নারাণ । রোহিণী বাচিবে মোর এই তার দাম ॥ no শুন দেব তাও বলি তুমারি এ অর্থ। একদিন বুঝিতে পারিবে এর অর্থ। বহুক্ষণ চিন্তা করি কহিল বিজয় । নারিন্স বুঝিতে রত্ন মোর কিসে হয় । যাহোক লইব অর্থ কিন্তু কহ শুনি । এত গুণ ধর যদি হয়ে রজকিনী । বল মা সে সব কথা করিয়া প্রকাশ । কেনে কৈলি ব্রাহ্মণের জাতিকুল-নাশ ৷ সহাস্য বদনে রামী কহিলা তখন । প্রাহ্মণেরে পূজা দেন দেব নারায়ণ ॥ জাতিকুল নষ্ট তার পারি কি করিতে । ব্রাহ্মণেরে দান দিল্প ব্রাহ্মণ-দুহিতে ॥ বিশুদ্ধ দ্বিজাতি কন্যা রোহিণী আমার । এমে ক্রমে সব কথা হইবে প্রচার ॥ ফেইদিন অগ্নিমুখে শুনিলা রোহিণী । গৃহহীন অর্থশূন্ত হইয়াছ তুমি । দিনান্তেও একবার অন্ন নাঞি জুটে । তার জন্য পিতা পুত্রে বেড়াইছ ছুটে । দিব্য করি হে ব্ৰাগণ কহি অবিকল । সেই হতে রোহিণী ন ছোয় অন্নজল । আর দুই-চারি দিন যদি না খাইল । তাহলে ফুরাবে তার সব লাল-খেল ৷ তুমারি এ অর্থ আমি দিতেছি তুমারে । ধর লও হে ব্ৰাহ্মণ রক্ষ কর তারে । দাও তবে রাসমণি বলিয়া ব্রাহ্মণ । কর পাতি লইলা যতেক রত্নধন ॥ সত্বর চলিলা রাই মাগিয়া মেলানি । ধুলায় পড়িয়া কাদে যথায় রোহিণী ॥ বুকে তুলি কহে তায় সকল বৃত্তাস্ত । রোহিণী কহিলা ব্যস্তে দিদি এ কি সত্য ॥ রামী কহে মোর বাক্যে না কর সংশয় । সত্য যার সার ধৰ্ম্ম সে কি মিথ্য কয় ॥ মোর দিব্য খাও কিছু না ভাবিহ আর । তুমার যতেক দুঃখ ঘুচাব এবার ॥