পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীর প্রাচীন মানমন্দির শ্ৰীমুকুমাররঞ্জন দাশ, এম-এ, পিএইচ-ডি অতি প্রাচীন কাল হইতে ভারতবর্ষে জ্যোতিষশাস্ত্রের চর্চা আরম্ভ হইয়াছিল। ভারতীয় জ্যোতিৰ্ব্বিদগণ অতি সহজ প্রণালীতে গগনমণ্ডলস্থ পদার্থনিচয়ের গতিবিধি নিরীক্ষণ করিয়া যাহ। সত্য বলিয় অতুভব করিতেন, তাহাই স্বত্রাকারে লিপিবদ্ধ করিতেন এবং সংপাত্ৰ দেখিয়া সেই জ্যোতিষজ্ঞানের শিক্ষা দিতেন । এই প্রাকৃতিক গবেষণার মূলে র্তাহার। কোন মান-যন্ত্রর সাহায্য লাভে সমর্থ হইয়াছিলেন,অথবা কোন বেধালয়ের অত্যুন্নত শিখর হইতে গ্রহনক্ষত্রের গতি নিরীক্ষণ করিবার সুযোগ পাইয়াছিলেন, তাহার কোন নিদর্শন এখন আমরা পাঠ না। এমন কি, ভারত-জ্যোতিষের মুকুটমণি পূজ্যপাদ আৰ্য্যভট ও ভাস্করের সময়েও কোন স্বপ্রতিষ্ঠিত মানমন্দির ছিল কিন}, তাহারও কোন উল্লেথ নাই । কোন কালে ইহার অস্তিত্ব ছিল, এবং থাকিবার সম্ভাবনাই খুব বেশী ; কিন্তু এক্ষণে বোধ হয় উহা অযত্নসঞ্জাত ধ্বংসপ্রভাবে বিস্মৃতির দপণতলে । বাস্তবিক ধে ভারতীয় মানমন্দিরের বিষয় আমরা অবগত অtাছ এবং যাহার নিদর্শন আমরা এখনও পাইতেছি, তাহা অপেক্ষাকৃত আধুনিক কালের সৃষ্টি । সেই বিভিন্ন স্থানে নিৰ্ম্মিত মানমন্দিরসমূহ অম্বরাধিপতি জয়পুর নগর প্রতিষ্ঠাতা মহারাজ জয়সিংহের অক্ষয় কীৰ্ত্তি । মহারাজ জয়সিংহ বিদ্যাবুদ্ধিতে ভারতের গৌরবস্থল ছিলেন। যে-বিক্রমাদিত্যের "ভীম নবরত্ব শোভা পাইত, যে-ভোজরাজের ૨8––(? হয়ত কীৰ্ত্তিকলাপ আপামর সাধারণের নিকট সুপরিচিত, জয়সিংহ তাহাদিগের ন্যায় বিদ্যাকুরাগী ছিলেন। ইনি ১৬৯৯ খ্ৰীষ্টাব্দে জয়পুরের সিংহাসনে অধিরোহণ করেন। তখন মহম্মদ শাহ দিল্লীর সম্রাটু ৷ জয়সিংহ গণিতশাস্ত্রে-বিশেষত: জ্যোতিৰ্ব্বিদ্যায় যেমন সুপণ্ডিত ছিলেন, অস্বরাধিপতি সওয়াই জয়সিংহ