পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হারানো রতন শ্ৰমুরেশচন্দ্র চক্রবর্তী কি যেন হারায়ে গেছে তাই খুজে ফিরি এ-বিশ্বের আলো-অন্ধকারে । কি যেন হারায়ে গেছে--কি যেন খুজিয়া ফিরি উষা সন্ধ্যা বেলা— রূপ নয়, সোনা নয়, নীলকাস্ত মণি নয়, চুনি পায় পোখরাজ পরশ-পাথর নয়, কিশোরী মেয়ের এক সচপল চলা নয়, তরুণী চোখের দুটি তারকার আলো নয়, দেহের বঁাশীতে বাজ জ্যোতির সঙ্গীত নয়, মৰ্ম্মে তার উজলিত প্রেমের প্রদীপ নয়,— কি যেন হারায়ে গেছে তাই খুজে ফিরি-- তাই খুজে খুঁজে ফিরি ধরার ধুলায়। কি যেন হারায়ে গেছে । কি যেন হারায়ে গেছে-- নিবে-যাওয়; প্রদীপের নি:শেষ শিপার মত, বরষা-রাতির শেষে মিলন-স্মৃতির মত, বসন্তের লে-যাওয়া সবুজ মায়ার মতে, মনে আসে আসে যেন—লাহি মনে পড়ে কি যেন হারায়ে গেছে । বাতাসে করিয় ভর ভেসে আসে কপোতের উদাস সঙ্গীত, নীলিম-সাগরে ভাসে স্বপনের ছায় ওষ্ঠ দূর নভ-গায়, কোথা হ’তে কেবা যেন বাঁশরী বাজায়-- মোর শুধু মনে আসে—আসে-আসে যেন কি যেন হারায়ে গেছে— কি যেন হারায়ে গেছে।--নাহি পড়ে মনে । উষ-বায়ে দুৰ্ব্বাদলে শিহরে শিশির, সন্ধ্যারাতে দূর নভে জলে এক তার, রূপালি জোছনা রাতে জোছনার স্থর পড়ে ভেঙে ভেঙে দিগম্ভের গায় ফাগুনী পূর্ণিমা সাথে আমের মুকুলরাশি স্ববাস ছড়ায়, মোর শুধু মনে জাগে—কি যেন হারায়ে গেছে— কি যেন হারায়ে গেছে তাই খুজে ফিরিতাই খুজে খুজে ফিরি ধরার ধুলায় । কি যেন হারায়ে গেছে ! কবে যে হারায়ে গেছে নাহি পড়ে মনে--- বুঝি গেছে শৈশবের বিদায়-বেলায় নবীন আঁখির দুটি উজল তারায়ু সঙ্গোপনে ছিল আঁকা সহজ সঙ্গীতে অবলীলার ভঙ্গীতে । কবে যে হারায়ে গেছে নাহি পড়ে মনে— বুঝি গেছে কৈশরের ফেলে-আসা তীরে ধমনী-শোণিতে ছিল কোন মন্ত্র ঘিরে, কোন যাদুকরী মায়, উষা হ'তে সন্ধ্যাবধি অজেয় কে চলিত সঞ্চরি প্রাণের গোপন পথে পুলক-মূৰ্চ্চন মুঞ্জরিয়া হেলায় লীলায় ; বনে উপবনে ফোট কুসুমের রাশে তারি বর্ণে গন্ধে গীতে, ভ্রমরের গুঞ্জরণে, বিহঙ্গম-মরে আকাশের নীলিমায়, তারার সঙ্গীতে, প্রজাপতির ইঙ্গিতে, সার্থীদের কলতানে, সখার প্রণয়ে আর হাসি-পরিহাসে হারায়েছি তীরে বুঝি কৈশোরের ফেলে-আসা তীরে আজি আর নাহি পড়ে মনে— কিম্ব বুঝি তারায়েছি যৌবনের ভিড়ে ধন জন যশ ম... থ্যাতির তিমিরে সহস্ৰ আকাঙ্ক্ষা যেথা বধিয়াছে বাস তা’র মত্ত লালসা, সহস্র লালসা তা’র দোলায় দোলায় জীবনেরে করি চলে গভীর বঞ্চন তা’রি তলে হারায়েছি— কিন্তু কি যে তারায়েছি নাহি পড়ে মনে, শুধু মনে পড়ে—কি যেন হারায়ে গেছে-- উষা সন্ধ}} বেলা । কি যেন হারায়ে গেছে- কি যেন খুজিয়া ফিরি উষা সন্ধ্যা বেলা । সোনা নয়, রূপ নয়, নীলকান্ত মণি নয়, চনি পান্না পোখরাজ পরশ-পাথর নয়, কিশোরী মেয়ের কোন সচপল চলা নয়, তরুণী চোখের দুটি তারকার আলো নয়, দেহের বঁাশীতে বাজ জ্যোতির সঙ্গীত নয়, মৰ্ম্মে তার উজলিত প্রেমের প্রদীপ নয়-- কি যেন হারায়ে গেছে তাই খুজে ফিরি— তাই খুঁজে খুঁজে ফিরি এ-জীবনসিন্ধুর বেলায়।