পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রা-অযোধ্যা প্রদেশে কতিপয় বৌদ্ধ ধংসাবশেষ শ্ৰীনগেন্দ্রনাথ ঘোষ, এম্-এ ভগবান বুদ্ধ ৩৫ বৎসর বয়সে বোধি লাভ করিয়া বাকী জীবনের ৪৫ বৎসর ভারতের নানা স্থানে ঘুরিয়া ধৰ্ম্মপ্রচার করিয়াছিলেন । র্তাহার এই প্রচার-জীবনের অধিকাংশ সময়ই উত্তর-বিহার ও আগ্ৰা-অযোধ্যা প্রদেশে কাটিয়াছে। সেকালকার আগ্ৰা-অযোধ্যার বহু নগরের নাম পালিগ্রন্থে পাওয়া যায় ; যথা, শ্রাবস্তী, সকেত, কৌশাম্বী, বারাণসী, পাবা ও কুশীনারা । বুদ্ধদেব বহুবার এই সব অধ্যাপক শ্ৰীনগেন্দ্রনাথ ঘোষ নগরে প্রচার উপলক্ষে আসিয়া বর্ষ ঋতু অতিবাহিত করিয়াছেন, এবং সেই উপলক্ষে নগরপ্রাস্তে বৌদ্ধ বিহার ও আবাসাদির প্রতিষ্ঠা হইয়াছে। সেই সব বিহার ও নগরের ধ্বংসাবশেষ আজও বর্তমান। বুদ্ধদেব যে কেবল নগরে নগরেই ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন, তাহা নহে। তিনি গ্রামে গ্রামে ঘুরিয়া গরিব, দুঃখী ও হীন জনকে সহজ সরল ভাষায় তাহার অমৃতবাণী শুনাইয়াছেন। ভগবান বুদ্ধের ঐ দীর্ঘ ৪৫ বৎসরের প্রচার-জীবনের বহু অধ্যায় আগ্ৰা-অযোধ্যার যুক্তপ্রদেশের বহু গ্রাম ও নগরের সহিত অতি ঘনিষ্ঠভাবে গাথা আছে। এই প্রবন্ধে তৎসম্বন্ধেই কিছু লিখিব। বারাণসী—সারনাথ ভগবান বুদ্ধ গয়ার নিকটবৰ্ত্ত উরুবিহু নামক স্থানে বোধি লাভ করিয়া চিন্ত| করিতে লাগিলেন কোথায় তিনি তাহার এই নবলব্ধ সত্যালোকের প্রচার করেন। তিনি জানিতে পারিলেন যে র্তাহার যে পঞ্চশিযু অনশনত্ৰতাদি কঠোর তপস্যা ভঙ্গ করিয়া খাদ্য গ্ৰহণ করিতে দেথিয় তাহাকে পরিত্যাগ করিয়াছিল, এখন তাহারা বারাণসীর নিকটবর্তী মনোরম বনভূমি ঋষিপতন মৃগদাবে তপস্তায় রত আছে । তাহাদিগকে সত্যধৰ্ম্মে দীক্ষিত করিবার জন্য ব্যাকুল হইয়। তিনি মৃগদাবে উপস্থিত হইলেন । কথিত আছে যে, পঞ্চশিষ্ঠ দর হইতে বুদ্ধকে দেথিয়া বলাবলি করিতে লাগিল, “দেখ, দেখ, শ্রমণ গৌতম আসিতেছেন । ইনি পথভ্রাপ্ত হইয়ু তপস্যাদি ধৰ্ম্মকাথা ছাড়িয়া দিয়াছেন । আমরা উঠিব না, বা ইহাকে আসন দান করিব না।” কিন্তু তথাগত তাহদের নিকটবর্তী হঠলে তাহার জ্যোতিষ্মান, গম্ভীর ও প্রশান্ত মূৰ্ত্তি দেখিয়া শ্রদ্ধার সহিত গাত্ৰোখানপূর্বক তাহারা তাহাকে বসিবার জন্য আসন প্রদান করিল এবং ভক্তিসহকারে ভগবান বুদ্ধের ধৰ্ম্মেপদেশ শ্রবণ করিঃ নবধৰ্ম্মে দীক্ষিত হইল। ঋষিপত্তন মৃগদাবের আধুনিক নাম সারনাথ। এই স্থানে ভগবান বুদ্ধ এই পঞ্চঋষিকে প্রথম যে উপদেশ দেন তাহা “ধৰ্ম্মচক্রপ্রবর্তন" বলিয়া বৌদ্ধসমাজে প্রসিদ্ধি লাভ করিয়াছে, এবং এই জন্যই সারনাথ বৌদ্ধদের একটি মহা তীর্থস্থান। ভগবান বুদ্ধ এই বলিয়া তাহার প্রথম উপদেশ আরম্ভ করিলেন, "মানবজাতি মোহবশত: বিপথে পদাপণ করে। এক দিকে বিষয়লালসা, ভোগাসক্তি, অন্যদিকে অনর্থক কঠোর তপস্তায় শরীর-শোষণ—দুই-ই ভ্রান্ত পথ । আমি সুন্দর