পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بسوا جة ج প্রবাসী ১৩৪৩ রহিয়াছে। চিত্রগুলির বিষয় বুদ্ধের জীবনের বিশেষ বিশেষ ঘটনাবলী । দেখিলে আজণ্টা গুহার চিত্রের কথা মনে পড়ে, যদিও এগুলি অজণ্ট চিত্রের মত অত উচ্চাঙ্গের নহে । মূলগন্ধকুটিবিহার, সারনাথ সারনাথে আরও একটি দ্রষ্টব্য স্থান আছে, তাহ। মিউজিয়ম । কয়েক বৎসর হইল ভারত-সরকারের প্রত্নতত্ত্ব-বিভাগ সারনাথে খননকাৰ্য্য চালাইয়াছিলেন । তাহাতে মৌর্য্য, স্বঙ্গ, কুষাণ, গুপ্তযুগ ও তৎপরবর্তী যুগের যে-সকল প্রাচীন মূৰ্ত্তি, মৃন্ময় পাত্র, মুদ্র ও অপরাপর প্রাচীন ইতিহাসের ধ্বংসচিহ্ন পাওয়া গিয়াছে তাহা ঐ মিউজিয়মে রক্ষিত আছে । - কৌশাম্বী কৌশাম্বীর ধ্বংসাবশেষ এলাহাবাদের ৩৮ মাইল দক্ষিণপশ্চিমে কোশম নামক গ্রামে পাওয়া গিয়াছে । কৌশাম্বী অতি প্রাচীন নগরী। রামায়ণ, মহাভারত, ও বহু পুরাণে ইহার উল্লেখ আছে । বৌদ্ধ পিটকে কৌশাম্বী সম্বন্ধে বছ কথা লিখিত আছে। পালিগ্রন্থে ভগবান বুদ্ধের সমসাময়িক ভারতবর্ষের যে ছয়টি মহানগরীর নামের উল্লেখ আছে তন্মধ্যে কৌশাম্বী একটি। বৌদ্ধযুগের পূৰ্ব্বে যে ইহার অস্তিত্ব ছিল পুরাণে এ-সম্বন্ধে প্রমাণ পাওয়া যায়। কথিত আছে যে পাণ্ডবরাজ পরীক্ষিতের পঞ্চমাধ: বংশধর নিচক্ষুর Q রাজত্বকালে রাজধানী হস্তিনাপুর গঙ্গাগর্ভে লীন হইয়া গেলে তিনি কৌশাম্বীতে রাজধানী স্থানান্তরিত করেন । কৌশাম্বীর আধুনিক আকৃতি দেখিলে মনে হয় ইহা রাজধানীর উপযুক্ত করিয়া নিৰ্ম্মিত হইয়াছিল। দক্ষিণ প্রাস্তে যমুনা বহিতেছে । ইহার তিন দিক্ উচ্চ মুক্তিক-প্রাকার ও বুরুজ দ্বারা স্বরক্ষিত ছিল ; তাহার চিহ্নগুলি এখনও বেশ স্পষ্ট রহিয়াছে । বুদ্ধদেবের সময় কৌশাম্বী বৎসরাজ উদয়নের রাজধানী ছিল । রাজা উদয়ন যে কৌশাম্বীকে এক সুরক্ষিত দুর্গে পরিণত করিয়াছিলেন তাহার প্রমাণ পালিটীকা স্বমঙ্গলবিলাসিনীতে পাওয়া যায়। পালিগ্রন্থসমূহে লিখিত আছে যে কৌশল্পী এক সমৃদ্ধিশালী বাণিজ্য-বন্দর ছিল । কোশল ও মগধ হইতে মালবোঝাই বড় বড় নৌকা গঙ্গা উজাইয় সহযাতিx পৰ্য্যন্ত আসিয়া তথা হইতে যমুনা বহিয়া কৌশাম্বীতে کنید. نهر : ۰. সারনাথে প্রত্নতত্ত্ব-বিভাগ কর্তৃক সংরক্ষিত একটি স্থান পৌছিত। কৌশাম্বী হইতে মাল স্থলপথে উত্তর, পশ্চিম ও দক্ষিণ দিকে চালান হইত। ঐ তিন দিকৃ হইতে বড় বড় রাস্ত আসিয়া কৌশাম্বীতে মিলিত হইয়াছিল। কৌশাম্বীতে বহু ধনী বণিকের বাস ছিল, যথা,

  • এলাহাবাদের ৯ মাইল দূরভিটী নামক স্থান সহাতিব ধ্বংসাবশেষ বলিয়া নির্দিষ্ট হইয়াছে । তৎসম্বন্ধে মৎকৃত Aarty History of Kausambi aizo joy otoitbol of life