পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R పిరి প্রবাসী SN&gN○ বাকুড়া জেলায় দুর্ভিক্ষ প্রশংসনীয় কাজের সমর্থন করিতেছি এবং সঙ্গতিপন্ন প্রত্যেক যে-সকল সমিতি বঙ্গের নিরক্স সব স্থানে সাহায্যদানের চেষ্টা করিতেছেন, আমরা সৰ্ব্বাস্ত:করণে তাহদের সেই نمونه هایی هستند هم». " অগ্নিদগ্ধ কাঞ্চনপুর গ্রামের একটি পৃষ্ঠ । লোককে তাহদের সাহায্য করিতে অমুরোধ করিতেছি । সমগ্র-বঙ্গের জন্য কাজ করিবার শক্তি সামর্থ্য আমাদের নাই। আমরা বাঁকুড়ার লোক, সেখানে যে-সকল সমিতি সাহায্যদানের কাজ করিতেছেন, তাহাদিগকে সাহায্য দিবার নিমিত্ত সৰ্ব্বসাধারণকে অমুরোধ করিতেছি । বাকুড়ায় কিরূপ দুভিক্ষ ও জলকষ্ট হইয়াছে, খাদ্যের ও জলের অভাবে মনুষ্যেরা এবং গৃহস্থের পালিত গবাদি পশু কিরূপ অবর্ণনীয় কষ্ট পাইতেছে, তাহ! আগে আমর লিখিয়াছি। অন্নাভাবে বিপন্ন লোকদের ছবিও কিছু ছাপিয়াছি। প্রবাসীর সম্পাদক বাঁকুড়-সম্মিলনীর সভাপতি । সম্মিলনীর কৰ্ম্মীদের নিকট হইতে আমরা সম্প্রতি আরও যে কয়েকখানি ছবি পাইয়াছি, তাহ এবার ছাপিতেছি । পাঠকেরা তাহ হইতে বিপন্ন লোকদের অবস্থা কিয়ং পরিমাণে বুঝিতে পরিবেন। সম্মিলনী অনেক জায়গায় অন্ন ব্যতীত বস্ত্রহীন গরিব লোকদিগকে কাপড়ও দিতেছেন। সম্মিলনীর অন্যতম বদান্ত সভ্য রায় বাহাদুর হরিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মহাশয় বাকুড়া শহরের নিকটবৰ্ত্তী এক্তেশ্বর গ্রামের এক শত জন নিরন্ন লোককে অল্প দিতেছেন। বাকুড়া শহরে সম্মিলনীর যে মেডিক্যাল স্কুল আছে, তাহার পুষ্করিণীটির পঙ্কোদ্ধার ও বিস্তৃতি সাধন করান হইতেছে ; তাহাতে অনেক শ্রমিকের অন্ন জুটিতেছে । একটি ছবিতে পাঠকের দেখিবেন, একটি গ্রাম পুড়িয়া গিয়াছে। যে গ্রামটি পুড়িয়া গিয়াছে, তাহার নাম কাঞ্চনপুর।