পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R నిషా বঁকুড়াসম্মিলনী মেডিক্যাল স্কুলের সে পুকুর দুভিক্ষপীড়িত শ্রমিকদের সাহস। কাটান হইতেছে, তাই র তিনখানি চিত্র । ও লওয়া নিবারণ করিবার জন্য বিশেষ চেষ্টা করিয়াছিলেন । এক জনকে, যাহাকে পুলিসের ভাষায় ‘বমলসহ গ্রেপ্তার’ বলে, সেইরূপ ধরিয়াছিলেন । তিনি কিছুকাল লণ্ডনে ভারতসচিবের কেন্সিলের অন্যতম সদস্য ছিলেন। ভারতীয় সদস্যদের বিশেম কোন ক্ষমতা ও প্রভাব না থাকায় এবং র্তাহাদের দ্বারা ভারতবর্ষের কোন উপকার হইবার স্থযোগ না-থাকায় তিনি নির্দিষ্ট কার্য্যকাল শেখ হইবার পূৰ্ব্বেই এই কাজে ইস্তফা দেন । ব্রিটিশ ভারতসচিবের কৌন্সিলের ভারতীয় সদস্যদের সহিত ভারতসচিবের ঘনিষ্ঠতা থাকা দূরে থাক, তাহার সহিত র্তাহাদের মুখচেনাচেনিও এত কম, যে, তদানীন্তন ভারতসচিব মল্লিক মহাশয়কে একদা :ডক্টর প্রবাসী ১৩৪৩ পরাঞ্জপো বলিয়া সম্বোধন করিয়াছিলেন। এই কথা খবরের কাগজে মল্লিক মহাশয়ের জবানী বাহির হইয়াছিল। ভারতসচিবের কোন্সিলের সদস্যের পদ ত্যাগ করার পর তিনি দেশে ফিরিয়া আসিয়া রাজনীতিক্ষেত্র হইতে প্রায়ু দূরেই ছিলেন, যদিও ভারতসভার সভাপতি হইয়াছিলেন এবং বঙ্গের সকল রাজনৈতিক দলের লোকদিগকে বঙ্গের স্বৰ্গীয় সুরেন্দ্রনাথ মনিক স্বর্থরক্ষার নিমিত্ত ও বঙ্গের অৰ্পিক উন্নতিকল্পে সমবেত চেষ্টা করিতে অনুরোধ করিয়া দুই একটি বক্তৃত ধিয়াছিলেন । তাহার জীবনের শেষ কয়েক বৎসর তিনি নিজ গ্রাম সিসুবের শিক্ষা স্বাস্থ্য প্রভৃতি সকল দিকে উন্নতিতে নিয়োগ করিয়াছিলেন, তাহার জন্য প্রভূত অর্থব্যয়ও করিয়াছিলেন । তদ্ভিন্ন, সাধারণতঃ গ্রামসমূহের উন্নতি তাহার একটি প্রধান চিস্তার ও চেষ্টার বিষয় ছিল । তিনি স্পষ্টবাদী, দয়ালু, পরদুঃথকাতর, কোমলহৃদয় ও দানশীল ছিলেন। লীগ অব নেশ্যন্সের অসামথ্য অতীতে এবং বৰ্ত্তমান সময়েও কখন কখন দেশে দেশে যে-সকল বিবাদ হেতু যুদ্ধ হইয়াছিল ও হয়, সালিসীদ্বারা তৎসমুদয়ের নিষ্পত্তি করিয়া যুদ্ধ নিবারণ করা ও গৃঃ তা ও