পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় ১৯ । সোম= ১, অন্ধি= ৭, থ= ০, ওষধীশ = ১। ১৭০১ শকে লছমীনারাণের পুত্র (৩য়) স্বরূপনারাণ রাজা হন । ২০ । তৎপরে স্বরূপের ভ্রাতা কানাইলাল রাজা হন । এখানে কবি ইষ্ঠার রাজ্যগ্রহণশক দেন নাই । লছমীনারাণের তিন পুত্র, স্বরূপ, বলাই, কানাই । স্বরূপের পর কানাই বলপূর্বক রাজা হইয়াছিলেন । রাজ্য বলাইমারাণের প্রাপ্য ছিল । “চণ্ডীদাসচরিতে” কবি দেশের দুৰ্গতি-বর্ণনাস্থলে লিথিয়াছেন, “কালর হস্তে খরকরবাল, লালের সিংহাসন ৷” বলাইনারণে মকদ্দমা করিয়া রাজ্য পান । ২১ । ধরা = ১, সিন্ধু= ৭, পক্ষ= ২, শর=t । ১৭২৫ শকে বলাইনারাণ রাজা হন । ইষ্ঠারই আদেশে কৃষ্ণ-সেন উদয়ু-সেন-কুত “চণ্ডিচরিতামৃত” গ্রন্থের বঙ্গানুবাদ করেন ।* রাজ, রাণী, রাজার সহোদর, রাজার বৈমাত্রভ্রাতা রাজত্ব করিতেন । এই হেতু পুরুষগণনা দ্বারা কাল পরীক্ষ করিতে পারা যায় না । দেখা যাইতেছে, ১২৭৫ শকে হামীর-উত্তর হইতে শকে বলাইনরিাণ পর্যস্ত হারাহারি রাজ্যশাসনকাল ২৬ বৎসর । ইহা অসম্ভব নহে । মল্লভূমের ইতিহাসে দেখা যায়, রাজা কালুমল্ল ১২৬৭ শকে রাজা হন । রাঞ্জা চৈতন্যসিংহ ১৭২৪ শক পর্যন্ত রাজত্ব করেন । ১২৬৭ হইতে ১৭২৪ শক ৪৫৭ বৎসরে ১৭ রাজা হইয়াছিলেন । অতএব হারাহারি রাজত্বকাল ২৭ বৎসর। প্রথম হামীর-উত্তর হইতে দ্বিতীয় হামির-উত্তর ২০০ বৎসর। N ፃS 6: ৪৫০ বৎসরে ১৭ রাজ হইয়াছিলেন ।

  • কৃষ্ণ-সেন রাজ বলাইলীরাণের সদস্ত ছিলেন। তিনি শব্দে ও অঙ্কে ১৭২৫ শকে বলাইমারাণকে সিংহাসনে বসাইয়াছেন। কিন্তু আশ্চধের বিষয়, বলাইনরিাণের অগ্রঞ্জ ৩র স্বরূপনগর।ণ ১৭৩২, ১৭৩৩, ১৭৩৪ শকেও সনন্দ দিয়াছিলেন । সে সে সনন্দ অাছে। কুত্রিম কিনা, বলিভে পারি না । ১৭৪-১৭৬১ পর্ষপ্ত বলাইনরাণ-প্রদত্ত সনৰ্ম্ম আছে। বলাইর পুত্র ২য় লছমীনারাণ ১৭৬২ শকে এক সনন্দ দিয়াছিলেন ।
  • ছাতনার রাজবংশ-পরিচয়” ও চণ্ডীদাস

°$位 এই কালে ৮ রাজা প্রত্যেকে হারাহারি ২৫ বৎসর রাজত্ব করিয়াছিলেন । অতএব ছাতনা-রাজবংশলতায় অসম্ভব কিছু নাই। প্রথম হামীর-উত্তরের পূর্বে হামীর নামে রাজা নিশ্চয় ছিলেন। তাইকে ধরিয়া তিন রাজায় ৫০ বৎসর ধরা যাইতে পারে। এইরূপে দেখা যায়, ১২২৫ শকে শঙ্খ-রায় রাজা হইয়াছিলেন। “বাঁকুড়া গেজেটিয়রে” ওমালি সাহেব ১৩২৫ শক শুনিয়াছিলেন । ছাতনার এই রাজবংশ-পরিচয় হইতে জানিতেছি, ১২৭৫ শকে, ইং ১৩৫৩ সালে হামীর-উত্তর রাজা হইয়া ছিলেন । এই সময়ে চণ্ডীদাস ছাতনায় রাধাকৃষ্ণ-লীলা-গীতি গাহিয়াছিলেন। কিঞ্চিদধিক শতবর্ষ পূর্বে কৃষ্ণ-সেন এই বংশ-পরিচয় লিথিয়াছিলেন। তিনি বংশ-পরিচয়ের বৃত্তাস্ত কোথায় পাইয়াছিলেন, রাজাদিগের সমকালিক ঘটনা কোথায় শুনিয়াছিলেন, কে জানে। সামন্তভূম ক্ষুদ্র রাজ্য বটে, প্রায় ৩• • বর্গমাইল, ও রাজস্ব পনর হাজার টাকা, তথাপি স্বাধীন ছিল, রাজত্বের আনুষঙ্গিক সবই ছিল, রাজার জ্যোতিষী ও ভাটও ছিল। ১৭৭৭ শকে, মাত্র ৮১ বৎসর পূর্বে, ছাতনা-বাসী নিত্যানন্দপুর পরমানন্দ-দাস (বৈদ্য ) “রসকদম্ব” পুর্থী সমাপ্তিতে লিখিয়াছেন, তাকো নিবাসস্থ ছাতনা মুনীর নগর সুঠাম । চারুবৰ্ণলোগ নিবসতু হেঁ সভে দয়া আর দান । তাকে ভূপ প্রসিদ্ধ মহী লছমীনারায়ণ রাজ । জাকো ঘরমে বাশলী সদত করত বিরাজ ॥ রাজা সান্ত শূন্ধীর হে ধাৰ্ম্মিক গুণহী অনন্ত । সস্তগণে প্রতিপালন কিজে দুষ্টজনহি দুরন্ত ॥ এই রাজা উত্তর লছমীনারাণ রাধাকৃষ্ণ-লীলাগীত ও শ্বামীগীত রচিয়াছিলেন। সে রাধাকৃষ্ণ-লীলাগীত বিষ্ণুপুরে প্রচারিত হইয়াছিল । ইহার পুত্র রাজা আনন্দলাল সন ১২৬৪ সালে চোরা ঘাতে নিহত হন । ইহার পর রাজবংশ সর্বশ্বাস্ত ও ছাতনা হতশ্ৰী হইয়াছে । লোকে বলে মল্লরাজ্য যত কালের, সামন্তরাজ্যও তত কালের । سياس----