পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8。や তাহার সংক্রামকত্ব সম্পূর্ণরূপে নিরাকৃত হইয়াছে কিন, তাহ জানিয়া তবে সেখানে যাওয়া উচিত। তথাকার মেডিক্যাল কলেজের প্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার তিরুমূৰ্ত্তি আমাকে কথাপ্রসঙ্গে বলিয়াছিলেন, যে, কোন কোন অন্যরোগাক্রান্ত ব্যক্তি এখানে আসিয়া ক্ষয়রোগে আক্রাস্ত হইয়াছেন । আমি যখন বিশখপত্তন গিয়াছিলাম, তখন তথাকার বিশ্ববিদ্যালয়ে এক জন বাঙালী অধ্যাপক ছিলেন, এখনও শ্ৰীমতী স্নেহশোভন রক্ষিত আছেন। তাহার নাম শ্রযুক্ত শৈলেশ্বর সেন। মেডিক্যাল কলেজে অতি অল্পসংখ্যক বাঙালী ছাত্রও ছিলেন । ত ছাড়া, কেরানীগিরি প্রভৃতি কাজে নিযুক্ত আরও সামান্ত কয়েক জন বাঙালী ছিলেন । ইহঁাদের সকলের সঠিত একদিন সন্ধ্যার সময় মিলিত ও পরিচিত হইয়াছিলাম। অল্প কয়েক জন বাঙালী মেডিক্যাল ছাত্র আসাতেই, তখন শুনিয়াছিলাম, কর্তৃপক্ষ সাবধান হইয়াছেন ও আর বাঙালী ছাত্র যাহাতে না আসে তাহার উপায় অবলম্বন করিতেছেন । সম্প্রতি শুনিয়াছি, পরোক্ষভাবে উপায় অবলম্বিত হইয়াছে, এবং তাহার ফলে প্রবাসী SNSBS তথাকার মেডিক্যাল কলেজের ১ম ও ২য় বার্ষিক শ্রেণীতে বাঙালী ছাত্র নাই। আগে সকল ছাত্রেরই বেতন বাৰ্ষিক ২০০ টাকা লাগিত। এখানকার নিয়মে ভিন্নপ্রাদেশিক শ্ৰীমতী ক মেশ্বরাশ্ম ছাত্রদিগকে বার্ষিক ৪০০ টাকা বেতন দিতে হয় । লক্ষুেীর আর্টস্কুলেও শুনিয়াছি ভিন্নপ্রাদেশিক ছাত্রদিগকে অনেক বেশী বেতন দিতে হয় । বাংলা দেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গের ও বঙ্গের বাহিরের ছাত্রদের বেতনের পার্থক্য আছে বলিয়৷ আমি জানি না । বাংলা দেশে যেমন, ভারতবর্ষের অন্তত্বও তেমনি, রাজনৈতিক বক্তৃতা শুনিবার আগ্রহ খুব বেশী। স্বতরাং আমাকে ছাত্রদের কনফারেন্সে তদুপযোগী বস্তৃতা ছাড় শিক্ষিত সাধারণের জন্য রাজনৈতিক বিষয়েও বক্তৃত করিতে হইয়াছিল। স্থানীয় প্রার্থনাসমাজের উদ্যোগে তাহাদের উপযোগী বিষয়েও কিছু বলিয়াছিলাম। তাহ আরম্ভ হইবার