আশষার্চ অন্ধ দেশে দৃষ্টিনিক্ষেপ 3RS) বঙ্গের বাহিরে যায়। পীঠপুরমে একমাত্র বাঙালী মহিলা গ্র্যুক্ত চলমায়ার পত্নী শ্ৰীমতী ইন্দির দেবী। চলমায়া বেশ বাংলা বলিতে পারেন । তাহার সহিত ও, অবশু, শ্ৰীমতী ইন্দিরার সহিত বাংলাতেই কথাবাৰ্ত্ত হইত। তদ্ভিদ, মি: সুরধারাও পাৰলু অনাথ বালিকাশ্রমের শযুক্ত বালকৃষ্ণ রাধ এক শ্ৰমত সুন্দরাম্মার সহিতও বাংলায় কথাবাৰ্ত্ত হইয়াছিল। ইহার এক সময়ে কলিকাতা ছিলেন । পীঠপুরমে মহারাজা সাহেবের সহিত এবং সর রঘুপতি বেঙ্কটরঙ্কুম্ নাইডু মহাশয়ের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলাম। নানা বিষয়ে তাহদের সহিত কথাবাৰ্ত্ত হয়। মনে পড়িতেছে, মহারাজ জানিতে চাহিয়াছিলেন, রামমোহন রায়ের গ্রন্থাবলী কেন প্রকাশিত হইতেছে না। আমি ঠিক উত্তর দিতে পারি নাই। নাইডু মহাশয় সাধুতা, পাণ্ডিত্য, বাকৃপটুতা ও শিক্ষাদাননে পুণ্যের জন্য প্রসিদ্ধ। তিনি প্রিন্সিপাল যুক্ত রামস্বামী কোকানাদ কলেজের প্রিন্সিপ্যাল এবং মান্দ্র'জ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার ছিলেন । অন্যান্য অনেক কথার মধ্যে সম্প্রদায়িকতার দ্বারা ভারতবর্ষের যে ক্ষতি ジーでひz、(* বিষয়ে কিছু কথা হয় । তিনি বলেন, বঙ্গের সাম্প্রণয়িকত প্রধানত হিন্দু-মুসলমান নহয়, কিন্তু মান জ প্রসিডেন্সীতে ত; ছাড় অনু নান রকমেব মর্শ : থাকথিত で অরক্ষিণ, উচ্চবকে হিন্দু শু অস্পৃহ হিন, يته রাহ্মণদের মধ্যে অবাধ নানা শ্রেণীঃ বাখুন, তামিল তেলুগু & কম টা মলয়ালম ভাষাভাষীদের ভিন্ন ভিন্ন দল, ইত্যাদি । ইহাব প্রত্যেকেই সরকারী চাকরি প্রভৃতি সুবিধাগুলি একচেটিয়া করিতে চায় । পাঠপুধম্ দেখিবার স্থবিধার নিমিত্ত মহারাজী সাহেব এগুলি মোটর দিয়াছিলেন । তাহাতে করিয়ী একদিন কয়েক মাইল দূরবত্তী উগ্লাড নামক গ্রামের সন্নিহিত সমুদ্রাপকূলে বেড়াইতে যাই। পথের দুই পাশে ফলের
পাতা:প্রবাসী (ষট্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।