পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ সাধারণ নাম ময় । মতুর অধীন ভারতবাসী দেবগণ ‘মানব’ বা ‘মতুষ্য’ নামে পরিচিত হক্টলেন । এই প্রকারে দেব ও মানবের প্রভেদ উৎপন্ন হইয়াছিল । পুরাণে লিখিত আছে, হিরণ্যকশিপুর ইন্দ্ৰতকালে দেবগণ মানুষ তত ধারণ করিয়াছিলেন অর্থাৎ তাহারা ভারতে পলাইয়া আসিয়াছিলেন । ভারতবর্যে মন্তবংশীয়গণ ক্রমে পরাক্রান্ত হইয়া উঠিলেন ও বেণ নিজেকে স্বাধীন রাজা বলিয়া ঘোষণা করিলেন। এ সমস্তই বহু প্রাচীন কালের ঘটনা। বেণের পর পৃথু ভারতে সম্রাট হইয়াছিলেন । পৃপু সম্বন্ধে পুরাণে আছে তিনি অরিচক্র বিদারণ করিয়া অব্যাহত ভাবে সমস্ত লোকে বিচরণ করিতেন। পৃথুর কালে ভারতে প্রক্লড রাজ্য স্থাপনা হয়। তিনি নগরাদি নিমাণ করেন, কুমি-বাণিজ্যের উন্নতি করেন এবং রাজার উপযুক্ত সমস্ত কম ভাব গ্রহণ করেন । পৃথুর পরবর্তী কাল তা .ত ভারতীয় রাজগণের সহিত তলাবুতরাজ ইন্দ্রগণের কখন বন্ধুত্ব কখন বৈর দেখা গিয়াছে । দেলাসুর-সংগ্রামে ভারতীয় নৃপতির অনেক সময় দেবপক্ষে যুদ্ধ করিয়াছেন । রজি নামক এক ভারতীয় বাজার নিকট একবার দেবাসুর উভয় পক্ষ সাহাধার্থী হইয়া দূত প্রেরণ করিলেন । বজি অসুরদের বলিলেন, আমি দেবদিগকে পরাজিত করিব কিন্তু আমিষ্ঠ হুইব । সতে। তোমরা রাজা থাকিলে তোমাদের সাহায্য করিতে প্রস্তুত আছি । ইন্দ্রে ভবাম ধম ত্বা ততে বোৎস্তামি সংযুগে । অস্বরগণ বলিল, ‘প্ৰহলাদ আমাদের ইন্দ্র, আমরা তাহার জন্যই যুদ্ধ করি । তথন দেবপক্ষ বলিলেন, “আপনি সকলকে জয় করিয়া চক্র হইবেন আমাদের আপত্তি নাই' । রজি যুদ্ধে অস্বরদিগকে পরাজিত করিয়া ইন্দ্র হইলেন। পরে দেবদিগের ইন্দ্র তাতার বশুত: স্বীকার করিয়া রজির নিকট হইতে নিজ রাজ্য চাহিয়া লইলেন। রজির মৃত্যুর পর তাহার পুত্রগণ রঞ্জির আশ্রিত ইন্দ্রকে তাড়াইয়া নিজের ইন্দ্র হইলেন । দেবরাজকে বহু কষ্টে নিজ রাজ্য পুনরুদ্ধার করিতে হইয়াছিল ৷ বায়ু । ৯২।৭৫ ৷ ঋ । ৬ম৷২৬৬৷৷ ইক্ষাকু-বংশীয় রাজা পরঞ্জয়ও ইন্দ্রপক্ষে যুদ্ধ করিয়াছিলেন । ইন্দ্রকে পরঞ্জয়ের প্রতি প্রভুর উপযুক্ত সম্মান দেখাইতে হইয়াছিল । রাজা নহুষ কিছুদিন ইন্দ্রস্তু করিয়াছিলেন। নহুয, রজি প্রভূতির বহুকাল পূর্বে শিবিরাজ ইন্দ্র হইয়াছিলেন । প্রধান প্রধান ইন্দ্রগণের নাম পুরাণে ধুত হইয়াছে, যথা, বিপশ্চিত, স্বশাস্তি, শিবি, বিভু, মনোজব, পুরন্দর, বলি ইত্যাদি | বিষ্ণু ৩১ ঋগ্বেদে এই পুরনার ইন্দ্রের উদ্দেশে বহু স্তব দেখা যায় । تخي ভারতে আর্যরাজ্য বিস্তর --অম্লমান হয় দেবগণ তুর্কীস্থান-কাশ্মীরের পথে প্রথমে ভারতে আসেন। তাহারা جة حسمـه وغن ঋগ্বেদে ইন্দ্র & 3. Mesme কাশ্মীর হইতে পঞ্জাব ও পঞ্জাব হইতে বিন্ধ্যীv 4 প্রদেশ পর্যস্ত ক্রমে অধিকার করেন। তৎপরে বি২ দক্ষিণেও আর্যগণ রাজ্যবিস্তার করেন। পরবর্তী খ পাঠান, মোগল ও ইংরেজ রাজত্ব যেরূপ দ্রুত বিস্তৃত হই, সমস্ত ভারতে ব্যাপ্ত হইয়াছে আর্যগণও তদ্রুপ দ্রুতই সমস্ত ভাবতে ছড়াইয়া পড়িয়াছিলেন । পুরাণ আলোচনায় দেখা যায় যে দক্ষিণাপথে আর্যরাজ্য বহু প্রাচীন। ইলাবৃতবর্ষ, কাশ্মীর, বিন্ধোত্তর, ভারত ও দক্ষিণাপথ পর্যায়ক্রমে স্বৰ্গ, অন্তরীক্ষ, মত ও পাতাল নামে পুরাণে পরিচিত আছে । ভারতীয়গণের পূর্বপুরুষগণ প্রথমে কাশ্মীরে বা অন্তরীক্ষে আসিয়া বসবাস করেন বলিয়া অস্তরীক্ষের অপর নাম পিতৃলোক । অন্তরীক্ষ অর্থে মধ্যবর্তী দেশ। পরবর্তী কালে কোনও এক ইন্দ্র সামরিক উদ্দেশ্বে স্বৰ্গপথ অর্থাৎ কাশ্মীরতুর্কীস্থান পথ পাহাড় ফেলিয়া বন্ধ করিয়া দেন। মৎস্তপুরাণে আছে, যখন হঠতে হীনচেতা ইন্দ্র বজ্ৰদ্বারা স্বৰ্গপথ রোধ করেন তখন হক্টতেই লোকসকলের স্বর্গমার্গ নিবারিত হইয়াছে। ১৯১১০ ৷ এই পথ রুদ্ধ হইলে বদরীনারায়ণ ও মানস-সরোবরের পথে ভারতীয়গণ স্বগে যাইতেন । তখন স্বর্গ ও মতের মধাবতী এই সকল পার্বত্যপ্রদেশও অস্তবীক্ষ নাম পাইয়াছিল । দেবলোক, পিতৃলোক ও মতলোক অর্থাৎ ইলাবৃতবৰ্ষ, কাশ্মীর ও উত্তর-ভারত প্রাচীনকালে আরও তিন নামে পরিচিত ছিল, যথা—ইল, সরস্বতী ও ভারতী । একাধিক ঋকৃ"ক্তে এই তিন নাম পাওয়া যায়। এই তিন প্রদেশেরই অধিষ্ঠাত্রী দেবতা বাক্দেবতা নামে পরিচিত। ঋ । ৭ম ৷ ২ ৷ ৮ ৷ ইত্যাদি ইন্দ্রের সেনানায়ক, মরুদৃগণ —ইন্দ্র সম্বন্ধে পুরাণে আরও জ্ঞাতব্য তথ্য আছে। মরুদৃগণ ইন্দ্রের অনুচর ছিলেন । তাহার সংখ্যায় একোনপঞ্চাশত । “দেব একোনপঞ্চাশং সহায়! বজ্রপাণিন: ; বি ॥১।১১।৪০। ঋ ৬ম।১৭৮ ৮২৩৬৷৷ অষ্টমান হয় ইন্দ্রের যে মহতী সেনা ছিল তাহ আদিতে সপ্ত নায়কের অধীন ছিল । এই সেনানায়কগণের সাধারণ নাম মরুৎ । মরুদগণকে ‘অতিবেগিণ: বিশেষণে অভিহিত করা হইয়াছে । ইন্দ্র এবং মরুদগণ অশ্বারোহী, উষ্ণীষ ও বমধারী ছিলেন । এই বম ধাতব । ঋ ৭ম৷২৫৩৫৷৷ 6૭ા8II ( i (t 8IS. SIIsld sા૭II trl૧ાર ? Iા ઝાર ૦ાર રII জাম্বুনদ 장에 হইতে এই বম প্রস্তুত হইত। পরে ইন্দ্রসেনার এক এক বিভাগ সপ্ত সপ্ত গণে পুনরায় বিভক্ত হইয়া মোট ৪৯ বিভাগ করা হয়। প্রত্যেক বিভাগের অধিনায়ক এক এক জন মরুং হওয়ায় মরুদৃগণের সংখ্যাও একোনপঞ্চাশ হয়। বায়ুপুরাণ-পাঠে মনে হয় অম্বরগণের দল হইতে ইন্দ্র তাহাঁদের সেনানায়কগণকে প্রলোভন দেখাইয় নিজ দলে নিযুক্ত