পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রেণষণ চণ্ডীদাস-চরিত &Σ θα স্বতের প্রদীপ জালি বাহির হইল । দেখিয়া তুমায় করি পাগল সন্দেহ। কপাট ভেজাএ রামী ধ্যানেতে বসিল । বলিয়াছে এই কথা ব্যঙ্গ করি কেহ ॥ ছিদ্রপথে দেখে চেঞে ব্রাহ্মণমণ্ডলী । পলাহ এ সব তব বাতুলতা মাত্র। থাবা থাবা করি অন্ন খান মা বাসলী ॥ আশী বৎসরের বুড়া হয় যোগ্য পাত্র । ধন্য ধন্য রবে সবে করি ছড়াহুড়ি। দ্বিজ কহে একবার দেখিব তাহায় । পাতা পাতি বসিল সবে তাড়াতাড়ি ॥ কোথায় তাহার বাড়ী তিনি বা কোথায় ॥ রামিণী দিতেছে অন্ন রোহিণী ব্যঞ্জন । দেবী কহে মোর বাক্যে হবে কি বিশ্বাস । অন্ন হতে উঠে ধুআ অপূৰ্ব্ব ঘটন। আমিই সুযোগ্য পাত্র সেই দেবীদাস ॥ সবে বসি পচা অন্ন স্বধা-সম খান । বিষ্ণুশৰ্ম্ম কহে একি সেই যদি তুমি । অধোমুখে সপাসপ উৰ্দ্ধে নাহি চান ৷ যত খান তত সবে আন আন ডাকে । যে যা চায় দেয় দোহে চক্ষের পলকে ॥ পরিতৃপ্ত হন সবে করিঞ ভোজন । গণি-গমনে তবে করিলা গমন ॥ চণ্ডীদাস রামীর এ অপূৰ্ব্ব ঘটনা । অল্পদিন মধ্যে হইল সৰ্ব্বত্র ঘোষণা | পরদিন আইল এক ব্রাহ্মণ বিদেশী । আrছ এক সঙ্গে তার মোড়শী রূপসী ॥ দেবী কহে কে তুমি কোথায় তব ধাম । বেসড়ার হই আমি বিষ্ণুশৰ্ম্ম নাম । কহিল সে পুন দেবী তারে জিজ্ঞাসয় । কে অঙ্গ রমণী তব কহ মহাশয় ॥ বিষ্ণুশৰ্ম্ম কহে বাপু আই যে রমণী । একমাত্র কন্যা মোর নাম স্বরধুনী ॥ কন্ত-সম উপযুক্ত পাত্র নাহি পাই । ১৫> ] এই হেতু দেশ দেশ ভ্ৰমিঞা বেড়াই ॥ স্বপ্নে দেখি আজি তার হইবে বিবাহ । ব্ৰহ্মণ্যপুরের এক দেবীদাস সহ ॥ নিত্যনিরঞ্জন-শৰ্ম্ম হয় তার পিতা । পরম বৈষ্ণব চণ্ডীদাস তার ভ্রাতা । তার সঙ্গে যদি তব থাকে পরিচয় । কোথা সেই দেবীদাস কহ মহাশয় ॥ দেবী কহে স্বপ্নাদেশ সত্য নহে কতু । দেশে দেশে ভ্রম বর না মিলিলা তবু ॥ তুমার সমান পাত্র না দেখি যে আমি ৷ বয়সে নবীন তুমি বাক্যে সুচতুর। স্বভাব-চরিত্র তব অতি স্বমধুর ॥ অনুগ্রহ করি তবে কন্যারে আমার । দাও স্থান দ্বিজবর চরণে তুমার ॥ দেবীদাস স্থির চিত্তে ভাবে মনে মনে । এতদিন ছিন্থ আমি মত্ত হরিনামে ৷ ঘটে কোন কৰ্ম্মদোষে সংসার-বন্ধন । কেনে বা করিতে যাই শক্তির পূজন ॥ এই মত দেবীদাস করিছে চিস্তন । হইল আকাশবাণী চিন্ত কি কারণ ॥ চণ্ডীদাস-সঙ্গগুণে বল হরি হরি । না হও এখনও তুমি তার অধিকারী ! এ জন্মও যাবে তব শক্তির সাধনে । কি ভয় তা হলে তব বিবাহ-বন্ধনে ॥ ধৰ্ম্মেরি এ অঙ্গ এক কহিলাম সার । বিবাহ করহ তুমি কি চিন্তা তুমার ॥ এই মতে দেবীদাস করিল বিবাহ । যথারীতি বাসলীরে পূজে অহরহ ॥ অত:পর চণ্ডীদাস মাতৃ-আজ্ঞা স্মরি। চলিলেন সঙ্গে রামী শুশুনিয়া গিরি | সাত দিন থাকি তথা আনন-আশ্রমে । রামী সহ দীক্ষিত হইল তার স্থানে । কিছুদিন পরে দোহে বিদায় লইঞে। উপনীত হইল আসি দোহে নিত্যালয়ে ।