পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ মহিলা হাসিয়া বলিলেন, “কি দেখছিম বাছ, তোর ম৷ বড়লোকের পরিবার, সোনার গয়ন পরে, সকলের কি তা জুটে ?” সুধী হবার মত ই করিয়৷ তাকাইয় রহিল। মহামায়া ঘর হইতে বাহির হইয়া বলিলেন, “বোকা মেয়েটকে কি মাথামুণ্ডু শোনাচ্ছ ? ওঁ ত বড়লোক গরীব লোক সব জানে।” মহামায়াকে দেখিয় সকলেই ব্যস্ত হইয়া উঠিল এক বৎসরে তাহার সংসাবে কি কি নূতন খবর জমিয়াছে জানিবার জন্য । মহামাং। গত বৎসরে হ্রদ ও শিবুকে লইয়ু আসিয়াছিলেন, এ বৎসরও সেই দুইটিই ; নূতন আর একটি আনিতে পারেন নাই, ইহাতে সঙ্গিনীর বড়ষ্ট নিরাশ হইয়া গেলেন। জন্ম, মৃত্যু, বিবাহ, এই ত পৃথিবীর খবর, পৃথিবীর নূতনত্বও 0KK BBK S DDBBB BBBB BBBB BBB BBB KKKS BBSDDS0K SBBSSBBBB SDDS BBB BBBB २४१९ ॐि*, નfઃાન তাঙ্গ{ গুইতে ও যেন মহামায় সকলকে বঞ্চিত লোকসমাগম দেখিয় সেনামুণীৰ মামী কাজ সারিখ আসিয়; জুটিয়াছিলেন । তিনি সনাতনের মায়ের গেল বছর এক থোকা হ'ল, আবার এ ৭৮রে ও একটি হয়েছে । ঋলিলেন, “হা দুখ, সাতটি ছেলেমেয়ে ধরে, কিন্তু {থতে দেবীর পয়স নেই ।” বড়মমী বলিলেন, "আর আমাদের উমিরওঁ ত তাই । ফি বছরই একটি ।” মহামায় বলিলেন, “সুধ, যা দেখি এখান থেকে । যত সব খাঞ্জে গল্পের মাঝখানে ব'সে থাকতে হবে না।” সুধা চলয় গেল । একজন পড়সী বলিলেন, “ও ত কেবল মেয়েই বিয়োচ্ছে, এর মধ্যে পাচট হয়ে গেল । শাশুড়ী বলে—ঘট করে ছেলের সকাল সকাল বিয়ে দিলাম। কাজ-কৰ্ম্ম কিছু নেই, বে এর মধ্যে পাচটা মেয়ে হইয়ে দিলেন ।” মহামায় বলিলেন, “উমার মেয়েগুলিকে আমি দেখেছি, আহ, কি মুন্দর দেখতে, যেন ফুলের ডালি।" সোনামুখীর মামী বলিলেন, “অমল সুন্দরের নাম কি ভাই ? কেবল মেয়ের পাল ; ওর মধ্যে ছুটে বেটাছেলে মিশাল থাকত, তবে না সাজস্ত হত। শাশুড়ী মাগী অলখ-ঝোর trRN5 বড় দজাল, উঠতে বসতে গঞ্জন দিচ্ছে—মেয়ে-বিয়ুনী বলে । উমি বলে—এবার মেঘুে হ’লে আমি গলায় দড়ি দেব।” বিনোদ বলিল, “মায়া দিদি, ওঠ, না লো, চান করতে করতে গল্প হবে, তেল গামছা নিয়ে আয় ।" মহামায়া বলিলেন, “চল যাচ্ছি, আমি ঘাটে বসে তেল মাখতে পারব না, শুধু গামছা হ'লেই চলবে ।” সোনামুখীর মামী বলিলেন, “ঠাকুরঝি, দিনে দিনে একেবারে মেম হয়ে উঠছিস, এবার একটি ঘাঘরা পরে আসিস।” মহামায় বলিলেন, “দোকানে কিনতে পাঠিয়েছিলাম, পাওয়া গেল না, নইলে এইবারেই পরে আসতাম।” বিনোদ বলিল, “মায় দিদি, এত রঙ্গও জানিম । তোর সঙ্গে পারা ভাব । তবে তোর যা রং ভাই, এমনি স্বন্দর চেঙ্গরাতেই ঘাঘরা মানায় । আমাদের প্রিয়বালার মা, ওই যে কাটিকেষ্ট বাবুর বেী, পাড়ায় পাড়ায় বাইবেল নিয়ে বেড়ায় আর সেলাই করায়, ওর রং নয়ত গড়ির কলি, রূপ যেন তাওড়া গাছের পেত্নী, কিন্তু ঘাঘরটি ঠিক পর চাই।" কুমুদ বলিল, "তা যা বলিস ভাই ছোটমাধি, ওরা আমাদের চেয়ে ভাল । এই আমাদের শৈবলিনী কালো মেয়ে, তবু বাপমার সর্থ হ’ল কুলীনে করতে হবে। জামাইও হয়েছে তেমনি, যেন ঠিক বাউরা কি কাওরা। গেল বছর দেখলি ত মেয়ে জামাইকে, এবার ছোড়া আবার ছুটে বিয়ে করেছে । বললে বলে- কালো মেয়ে, ওঁকে নিয়ে যে আমি ঘর করব না, ত৷ ত তোমরা জানই। টাকা দিতে পার, ফি বছর একবার অ{সব ।” বিনোদ বলিল, "লাভ ত বড়। এখন মেয়ে পুষছে; এর পর নাতি-নাতনীও বছর বছর পুর্যবে । তার চেয়ে মতি। খিষ্টাম হলেই সুখ ছিল ।” 8 মহামায় অল্পদিনের জন্য বাপের বাড়ী আসিতেন, আর তাহার স্বামী ছিলেন এ বাড়ীর অন্য সব জামাইদের চাইতে একটু পণ্ডিতধরণের মানুষ। এই বয়সেই লোকসমাজে তাহার মামড়াক হইয়াছিল, তাছাড়া মহামায়া বাপমায়ের কোলের মেয়ে, এই জন্ত বীপের বাড়ীতে র্তাহার আদর একটু বেশী