পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

位ぶの করিয়াছেন। আমি যেন সেদিকে লক্ষ্য করিলাম না, বলিয়া চলিলাম, প্রাপ্য আদায়ের জন্য আপনার বিত্তে কেহ হস্তপণ করিলে আপনার স্ত্রী রাজদ্বারে অভিযোগ করিতে পারেন । তখন আমাদিগকে আলিপুর দণ্ডাশ্রমের অধিবাসী হইতে হইবে। —বেশ, সামঞ্জস্য-বিধানের অধিকারপত্র আপনাকে দিতেছি। আপনার দ্বিতীয় কথা বলুন। —আপনার বিবাহ গত ফাল্গুন মাসে সম্পাদিত হইয়াছে । — ইহা আমি অবগত আছি । —নববধূটির বয়স– —আশ্রমে নারী-সম্পর্কে এরূপ আলোচন— —সম্পূর্ণ অন্যায়, ইহা অস্বীকার করিতেছি না –সেই সরল কিশোরী ইংরেজী ভাষায় সম্পূর্ণ অনভিজ্ঞ— —এ সংবাদও আমার নিকট নূতন নহে। —র্তাহার নিকট প্রেমলিপি প্রেরণ কালে আপনি আত্মনাম-সম্বলিত একটি খাম সঙ্গে দিতেন— —এ আলোচনায় রত হইতে আমার প্রবৃত্তি নাই— —কিন্তু বিবৃতিপ্রদানে আমার প্রয়োজন আছে । তার পর স্বামীজীর দিকে ফিরিয়া প্রশ্ন করিলাম, আমি কি আপনার নিকট প্রতিশ্রুতি ভঙ্গ করি৩েছি ? স্বামীজীর কৌতুহল তখন উদ্দীপ্ত হইয়াছে। মুদু হাস্ত সহকারে তিনি বলিলেন—না। পুনরায় শ্ৰীমদ সৎ-চৈতন্তকে বললাম, গত আঠারই জুন এরূপ একটি প্রেমলিপি ডাকে দিবার জন্য আপনি মেসের ভূত্য শ্রমান গদাধরের হস্তে হস্ত করিয়াছিলেন— --হইতে পারে । —ভূতাকে কাৰ্য্যস্তরে প্রেরণের আদেশ দান করিয়া এই পত্রটি আমি হস্তগত কfরয়ছিলাম । —ইহা আপনার অস্থায় ইষ্টয়াছিল । —হইতে পারে । কিন্তু ইহাতেই আমি নিবৃত্ত হই নাই । আপনার পর উন্মোচন পূৰ্ব্বক আপনার নাম সম্বলিত থামটি -রাখিয়া আমার নাম সম্বলিত একটি খাম তাহাতে দিলাম। স্বামীজী বলিলেন, সে কি ! প্রবাসী SN○●N○ —আপনার ধর্শ্ববুদ্ধিতে আঘাত লাগিতে পারে সত্য, কিন্তু গৃহস্থাশ্রমে সমবয়স্ক বন্ধুবান্ধবের মধ্যে এরূপ পরিহাস বিরল নহে। যাহাই হউক, অনিবায্য ফল ফলিল—পতিদেবতার উদ্দেশে লিখিত প্রেমলিপি পরপুরুষের নিকট উপস্থিত হইল । স্বামীজী ব্যাকুল স্বরে প্রশ্ন করিলেন—তার পর ? —তার পর শ্রযুক্ত সনৎকুমার যাহাতে সে পত্র দেখিতে পান সেজন্য পত্রপাঠ করিবার ও লুকাইবার অভিনয়, অবিবাহিত মোহিতচন্দ্রর নিকট নারীহস্তলিখিত পত্র দর্শনে তাহার কৌতুহল, স্ত্রীর হস্তলিপি দর্শনে সন্দেহ, ইতি তোমারই প্রেমভিখারিণী সরযু পাঠে স্ত্রীর উপর অবিশ্বাস, সংসার বিষময় বোধ, মেসত্যাগ, আশ্রমে শাস্তি অন্বেষণ— — মোহিত ! শ্ৰীমদ সৎ-চৈতন্ত চীংকার উঠিলেন। —তুই যে একটা আস্ত গাধা ত! আগে বুঝতে পারি নি । তোর স্ত্রীর সঙ্গে আমার দেখা নাই, আলাপ-পরিচয় নেই, একেবারে একটা প্রেমপত্র চলে এল, এ কি ক’রে তুই ভাবতে পারলি তাই আশ্চৰ্য্য! তার পর স্বামীজীর সম্মুখে হাতজোড় করিয়া বলিলাম, এরূপ মিরেট বোকার উপর ব্রাজিলে হিন্দুধৰ্ম্ম প্রচারের গুরুভার গুপ্ত করিয়া কি নিশ্চিস্ত থাকিতে পরিবেন ? ुद्रिका স্বামীজী আমার প্রশ্নের কোন উত্তর করিলেন না, শ্ৰীমদ সৎ-চৈতন্যের স্বন্ধে হস্ত স্থাপন পূৰ্ব্বক সমেঙ্গে বঞ্চিলেন, সনৎকুমার, আশ্রম অপরাধীর আশুধু নহে, এক নিরপরাধ সরল কিশোরীর উপর তুমি গুরুতর অপরাধ করিয়াছ । BBBB BBB BBB s00 BBS BBBB BBBB KJ যাহাকে জীবনের সঙ্গিমী বটি য়ু গ্রহণ ক{য়;ছ, নিজের বুদ্ধিবিবেচনার ক্রটিতে তাহার চরিত্রে সন্দেহ পোষণ করিয়াছ-- গৃহস্থাশ্রমে ইষ্ট অপেক্ষা হীন অপরাধ আর কিছুক্ত হইতে পারে না । অকপটে উtহার নিকট সকল কথা প্ৰকাশ তাহার মার্জন ভিক্ষা করিবে। এই মুহূর্কে বন্ধুর সঠিত আশ্রম ত্যাগ কর, অধ্যঙ্গ-মহীয়াজের নিকট যাই। বড়িবার আমি বলিব । কfরয়া