পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

守ラi立す میر সাহিত্য-সম্মেলনের ধনবল ও জনবল দুইই আছে সত্য ; তথাপি এ-কাজের জন্য জনসাধারণের সাগ্রহ সহানুভূতি চাই । জনসাধারণের জ্ঞানপিপাসা জাগিয়া উঠিলে তবেই পরিষদের পক্ষে তাহার উদ্দেশ্যের অমুকুল কার্য করা সহজ ও সম্ভবপর হইবে । পরিষদের প্রারম্ভিক কার্য যদি সাধারণের হৃদয়ে উৎসাহ ও আগ্রহের স্বষ্টি করিতে না পারে তবে কার্যক্ষেত্রে অগ্রসর হওয়া ইহার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিবে। কমপদ্ধতি নিধারণের সময় এই দিকে কতৃপক্ষকে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে । হংস পত্রিকার মত হিন্দী ভাযার মধ্য দিয়া বিভিন্ন সাহিত্যের পরিচয় দিবার চেষ্টা করিলে হিন্দী ভাষাভাষী উপকৃত হইবে- হিন্দীসাহিত্য সমৃদ্ধ হইয়া উঠিবে কিন্তু সারা ভারতের লোক তাহাতে উৎসাহ বোধ করিবে বলিয়া মনে হয় না । ভাষার ব্যাপকতা যত বেশীই হউক না কেন, কোন এক ভাষার পক্ষে জনসাধারণের দ্বারে সমস্ত দেশের সাহিত্যের রস পরিবেষণ কর! সম্ভবপর নহে । তাই মহারাষ্ট্র সাহিত্যসম্মিলনে প্রস্তাবিত পদ্ধতিই সমীচীনতর বলিয়া মনে হয় । এক প্রদেশের সাহিত্য যাহাতে বিভিন্ন প্রদেশের ভাষায় অনূদিত হইয়। সর্বসাধারণের মনোরঞ্জন করিতে পারে—এক প্রদেশের সাহিত্যিকের পরিচয় অন্যানু প্রদেশের ভাযায় প্রকাশিত হইয়া সাধ:রণ্যে প্রচার লাভ করিতে পারে তাহার ব্যবস্থা করিতে পারিলেই পরিষদের উদ্দেশ্য সফল হইবে । এরূপ ব্যবস্থ{ করা ধ;হীতে অবশু) সহ জু নহে—তবে যে পথ আপাতত: সহঞ্জ তাহাতে তেমন উপকার লাভের আশা করা যায় না। ভাঙ্গ কঠিন হইলেও পূর্বনির্দিষ্ট পথ অবলম্বন করিবারই চেষ্ট

  • ...

i ভারতীয় সাহিত্য পরিষৎ \UN2 করিতে হইবে। যদি এই উপায়ে বিভিন্ন প্রদেশে একটা অনুবাদের প্রবৃত্তি জাগাইয়া তুলিতে পারা যায় তাহা হইলে সমগ্র দেশে জ্ঞানবিস্তারের সুবিধা হইবে-প্রাদেশিক সাহিত্যগুলিও দিন দিন পুষ্ট ও পূর্ণাঙ্গ হইয়া উঠিবে। কেবল নিজ স্বষ্টি দ্বারাই কোন দেশের সাহিত্য সম্পন্ন হইয়া উঠিতে পারে না—সাহিত্যের সম্পদবৃদ্ধির জন্য অন্ত দেশের সাহিত্যকে অতুবাদের মধ্য দিয়া নিজস্ব করিয়া লইতে হইবে । বিভিন্ন প্রদেশের সাহিত্যিকবর্গ ও সাহিত্যিক প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রাদেশিক ভাষাশিক্ষার সরল উপায় নিধর্ণরণ— প্রাদেশিক সাহিত্যগুলির মধ্যে অতুবাদযোগ্য গ্রন্থ নির্বাচন ও তাশদের দিকে সা হত্যিকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ—বিশিষ্ট সাহিত্যিকবর্গের জীবনীসঙ্কলন প্রভৃতি উপায়ে প্রাদেশিক সাহিত্যগুলির সহিত দেশের সাহিত্যিকগণের ঘনিষ্ঠ পরিচয় সম্পাদন এবং অতুবাদের সাহায্যে প্রাদেশিক সাহিত্যগুলিকে সমৃদ্ধ করিয়া তুলিবার জন্য উৎসাহ ও উদ্দীপন প্রদান করিয়া তাহাদের উন্নতি ও পরিপুষ্টি বিধানে সহায়তা করিতে পারিলে পরিষদের উদ্দেশু সফল হইবে—পরিষৎ প্রতিষ্ঠা সার্থক হইবে । এই কার্যের জন্য পরিষংকে দেশের সাহিত্যিকবুন্দের মিলনস্থান করিয়া তুলিতে ইষ্টবে—দেশের সমগ্র সাহিত্যপ্রচেষ্টার কেন্দ্ররূপে পরিণত করিতে হইবে । সেজন্য, বঙ্গীয় সাহিত্যসম্মেলন, হিন্দী সাহিত্যসম্মেলন প্রভৃতির ন্যায় প্রতি বর্ষে বা দুই বৎসর সন্তর ভারতীয় সাহিত্যসম্মেলন নামে একটা সম্মেলনের ব্যবস্থা ও তাঁহাতে বিভিন্ন প্রদেশের সহিত্যের নুতন হুষ্ট গ্রন্থাদি ও সাময়িক বিবরণ আলোচনার বন্দোবস্ত করা বিশেষ উপযোগী হইবে বলিয়া মনে হয় । $)':' : : ," ఎ} *.*.*.*. - ۹ دد مارهt شیمیایی در سینمایی می نماید 笋学 r*、> S-S-Sozoo.o.o. ZZXX 23:t: { 烹 ང་གླིང་རྫོང་།འོ་དེ་ 3 .. صد ها. ختم ੋ, --منہاسہےجسےسم.مبہم مـتـ* ادامه میدهد. این : 3 ماسیاسی- به مb