পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マラt SAASAASAASAASAASAASAAAS চণ্ডীদাস-চরিত পাগল হইল বেন্ত নেত্রে ভরা জল । জ্ঞানশূন্ত হঞা পড়ে লুটি ধরাতল ॥ কে কার সাহায্য করে সমান সকল । বাসলী আসিয়া হাসি মুখে দেন জল । উঠি তৰে কহে দেবী নাও বেন্যে টাকা । বুঝিলাম মা আমার পরিষ্কাছে শাখী ॥ বেন্তে কয় না হইলে প্রত্যক্ষ প্রমাণ । না লইব টাকা আমি তেয়াগিব প্রাণ ॥ আয় আয় কৃপাময়ী ডাকি মা তুমারে। স্বকরে শাখার দাম দাও তুমি যোরে । দেখা দিঞা দে মা দাম দনুজ-দলনী । নতুবা আমার কাছে রবে চির-ঋণী ॥ হইল আকাশবাণী শুন বাছাধন । লইঞে শাখার দাম করহ গমন ॥ মানত করিঞে তুমি পূজা দিবে মোরে । পাইবা আমার দেখা কহিন্ত তুমারে । বেন্ত কয় দেবীদাসে না দেখালে তুমি । শাখা-পরা হাত দুটি শুন কাত্যায়নী ॥ না লব শাখার দাম চলিলাম তবে । পুনশ্চ আকাশবাণী হইল। ভীম রবে ॥ দেখ রে বণিক আই পদ্মবনমাঝে । তোর শাখা মোর করে সাজে কি না সাজে ॥ দেখ বাবা দেবীদাস দেথ চণ্ডী কাকা । কেমন মুন্দর দুটি পরিয়াছি শাখা ॥ পদ্মবন মাঝে সবে ঘন ঘন চায় । শাখা-পরা হাত দুটি দেখিবারে পায় ॥ চারি পাশে শ্বেতপদ্ম রহিয়াছে ফুটি । তার মাঝে শোভে যেন নীলপদ্ম দুটি । করতালু শঙ্খ তায় যেন কোকনদ । গুন-গুন রবে উড়ি বইসে ষটপদ । ছিন্ন মেঘ মাঝে যথা রবির কিরণ । ক্রমে ক্রমে মেঘতলে হয় নিমগন । সেই মত কর দুটি দেখিতে দেখিতে । মিলাইঞা গেল হায় সবার সাক্ষাতে ॥ ১৭y ] స్క్రోvē দওবৎ হঞে সবে করে প্রণিপাত । বেন্যা কয় আজি মোর হৈল সুপ্রভাত ॥ জগন্মাতা বাসলীর সাক্ষাৎ পাইছ । চণ্ডীদাস প্রভুর পাইহু পদরেণু । ধৰ্ম্মশীল দেবীদাস সঙ্গে পরিচয় । হইল আজি অহো মোর কিবা ভাগ্যোদয় ॥ হাসি-মুখে কহে চণ্ডী কহ শ্ৰীনিবাস । কার উপাসক তুমি কোথায় নিবাস ॥ বেন্যে কয় বিশ্বম্ভর আমার জনক । বামাচারী ছিল। তিনি শক্তি-উপাসক ॥ কিন্তু প্রভু এ অধম করঞে ভকতি । পিতৃ-মাতৃ-পদে যখ সস্তান-সন্ততি ॥ খাম শু্যামা উভয়েরে দুই একাকার । একের বিহনে মোর সব অন্ধকার । বিষ্ণুপুর-বাসী আমি বিষ্ণু-উপাসক। আদ্যাশক্তি হন মম তাহার পোষক । শুন প্রভু কহি পুন আসি এই স্থানে । দিব শাখা বর্ষে বর্ষে বংশ-অঙ্গুত্ৰমে ॥ কহ দাসে চণ্ডীদাস কোথা রাসমণি । দোহা মুখে সংকীৰ্ত্তন শুনিব ষে আমি W চলি গেল। দেবীদাস আইলা রাসমণি । অমনি উঠিল শূন্তে সঙ্গীতের ধ্বনি ॥ মাঠে গোঠে ঘাটে বাটে ষে যথায় ছিল । ছুটাছুটি করি আসি চৌদিকে ঘেরিল ৷ রাধাকৃষ্ণ-লীলা-গীতি করিঞে শ্রবণ । প্রেমানন্দ রসে সবে হয় নিমগন । বেলা অবসান হইল শেষ হইল গীতি । প্রশংসিয়া যায় তবে যে যার বসতি ॥

হেন মতে কিছু দিন গেল স্বথে চলি । তদস্তরে যা ঘটিলা শুন সবে বলি ॥ সভা করি বসিয়াছে হামীর রাজন। চারি পাশে আছে ঘেরি পাত্রমিত্ৰগণ ॥