পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3938 প্রবাসী বহু মতে ধীরে ধীরে হয় বহু কথা । সমুখে ফুকারে ভাট রাজ গুণ-গাথা । হেন কালে কোন জন আইল তথায় । আজাতুলম্বিত বাহু অতিদীর্ঘকায় ॥ রক্ত-জবা-সম আঁখি গোউর বরণ । রাজপদে যথোচিত করিলা বন্দন ॥ নৃপ কহে কেবা তুমি কোথা নিবসন । কি হেতু আইলা হেথা কিবা প্রয়োজন ॥ ভীম রবে কহে সেই শুনহ রাজন। কি হেতু আসেছি হেথা করি নিবেদন। মল্লেশ গোপাল-সিংহ সিংহ-পরাক্রম । যার নামে কঁাপি উঠে দুরন্ত যবন ॥ মাত্র যিনি হিন্দু-মধ্যে নৃপতি স্বাধীন। তাহার প্রেরিত দূত আমি রামদীন ॥২৬ কন্তু মল্লরাজে এক বেনা। শ্রনিবাস । কহিল কে আছে হেথ রাম চণ্ডীদাস । অপূৰ্ব্ব গায়ক দোহে অতি অনুপম । দেবতাও আসে গীত করিতে শ্রবণ । এহেন সঙ্গীত রাজা শুনিবার তরে । দোহে লএg; যাতে তেই পাঠালেন মোরে | ধরুন আদেশ-পত্ৰ হে সামন্ত-রাজ । আজ্ঞা দেই দোহে লঞে ফিরি যাব আজ । দূত-মুখে শুনি এই গৰ্ব্বিত বচন । কুপিলেন মনে মনে হামার রাজন ॥ SNご8いご রাজার বচন শুনি কহে রাজদূত । সবার সম্পূজ্য তারা এ বড় অদ্ভুত । তেজিয়ান রাজা মোর তার কিবা দোষ । মূৰ্খ সেই তার বাক্যে যেবা অসন্তোষ । ডিল্লিরাজ ফিরাজ-থা মহাগৰ্ব্ব করি । যেদিন ঘিরিল আসি মল্লরাজ-পুরী ॥ কি দুৰ্গতি হইল তার সব জানি শুনি । নিজের বিপদ কেন আনিতেছ টানি ॥ পাণ্ডুরাজ সমমুদী জিনিয়া ফিরাজে। গৰ্ব্ব করি আক্রমিলা যবে মল্লয়াজে ॥ মরিল যুবন-সৈন্য পিপীলিক প্রায় । অৰ্দ্ধমুত হঞে সেহ র্যার অস্ত্রঘায়ু ॥ গত ভাত্রে পাণ্ডুআয় ত্যজিল জীবন ॥৯ কি করিতে পার তার তুমি হে রাজন। রাজা কহে সত্য তিনি বীর-অবতার। আরো শুনিয়াছি আমি মুথে সবাকার । গৰ্ভবতী উদরে কেমনে থাকে ভ্ৰাণ । পেট চিরি দেখা তার এ অপূৰ্ব্ব গুণ ॥ স্বল্প দোধে দেধীরে প্রাচীরে গাথা যার । নিত্য কৰ্ম্ম কিব; সেই ধৰ্ম্ম-অবতার ॥ শুনিয়া কহিল দৃত জলন্ত আগুনি । বুঝিলাম তুমারে দংশেছে কাল-ফণী ॥ জানিলাম ভাল মতে এত দিন পরে । কালে যারে ধরে তায় কে রাখিতে পারে ॥ তত্ৰাপি সহাস্য মুখে কন মৃদুবাণী । ১৮/ চলিলাম হে রাজন হণ্ড সাবধান । সামান্ত মামুৰ নহে চণ্ডীদাস রামী ॥ সবার সম্পূজ্য তারা অসাধ্য-সাধক । নহে কন্তু হীন-বৃত্তি ভিক্ষুক গায়ক । ২৬ ) এই মল্লেশ্বর গোপালসি হের পুর' নাম কিসেন-গোপাল-মল্প । পরে এই নাম পাওয় যাইবে । ইহার ডাকনাম কালু মল্ল ছিল । মল্লভূমের ইতিহাসে কামু মল্ল ১২৬৭ শকে রাজ হইয়াছিলেন। পরে এই চণ্ডীদাস-চরিতে ইহঁর মৃত্যুশক পাওয়া যাইবে । ইনি অতিশয় নিষ্ঠুর ছিলেন। পলাশ-যুদ্ধের পূর্ব পর্যন্ত মল্লভূম স্বাধীন ছিল । বঙ্গে আর কোনভূম ছিল না । জানে থাক কাল তব হইল আগুয়ান ॥ এত কহি আসি দূত মল্লরাজ-পুরে । সকল বৃত্তাস্ত কহে রাজার গোচরে ॥ ক্রোধে কম্পবান রাজা যেন &িশ্ন তার । থাকি থাকি ঘোর নাদে ছাড়ে হুহুঙ্কার ॥ সেনাধ্যক্ষে ডাকি তবে কন নৃপমণি। এখনি সাজাও সেন এক অক্ষৌহিণী ॥

  • ৩২ শুং টীকা পখা ।