পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆసెb~ প্রবাসী @N?g\こ বিষম বিরহানলে বরজি ব্রজসুন্দরী রাজা কহে আমি রাজা এসেছি এখানে । মধুপুরে উপনীত ভেল। কত সেনা অস্ত্র লএগ দেখিছ নয়নে ॥ হনই কংসাস্বরে বসহি রাজ-আসনে কেমনে আমার দূতে কহ তুমি তবে । ভেল কাল কুবুজা-রমণ । তোমার মদন-মোহন ॥ স্নেহ কি মোহ বন্ধনে ভোগ কি যোগ আসনে ভকতি বিচু কাকু না রহে কৈসে । শুনহু নরধিপ অব বসুদেবকি নন্দন কারো ধরা নহে কদাচন । তোমার মদন-মোহন ॥৩•

  • | * | * গীত শুনি প্রীত রাজা কহে করঞ্জণ্ডি । শুনাঞে স্বধার গীতি মন নিলে কাড়ি ৷ কে তুমরা কি উদ্দেহে হেথা আগমন । কহ সত্য পারি যদি করিব পূরণ ॥ হাসি প্ৰিয়ঙ্কর কহে শুন মহারাজ । উদ্দেশু-বিহীন মোরা নাহি কোন কাজ । তুমার মঙ্গল হেতু আসিয়াছি হেথা । চাহ যদি কহ তবে কহিব সে কথা ॥ রাজা কহে দীন হীন যারা এ জগতে । রাজার কল্যাণ তারা করিব কি মতে ॥ অবশু দিবার অাছে হলে দেব দেবী । কিবা দিব। হওঁ যদি মানব মানবী ॥ কে বট তুমরা আগে দেহ পরিচয় । তার পর বিবেচনা করিব যা হয় ॥ প্রিয়ঙ্কর কহে সে ত শুনেছ রাজন । তা ছাড়া আমরা নহি অন্য কোন জন ৷

৩০) বহুকাল হইতে বিষ্ণুপুরে গীতবাণ্যের চর্চা চলিয় জাসিতেছে । বিষ্ণুপুরের রাজ বীর-হাম্বীর ( ১৬ - খ্রি-জ ) গীত বঁধিতেন । ছাতমার রাজ দ্বিতীয় লছমীনারাণ ব্রজবুলিতে গীত বাধিয়াছিলেন । তাহার রচিত কোন কোন গীত লোকমুখে প্রচারিত আছে । এই লছমীনারাণ, কুফ-সেনের রাজ বলাইনরাণের পুত্র । তখন হিনী ভীম ও প্রচলিত ছিল । রাজ ও রাণীয়; নাগরীতে স্বাক্ষর করিতেন । পুধীর গীতগুলির ভাব কবি কৃষ্ণ-সেনের। একটি না কহ কথা পরাণ হারাবে। যদি হও মানব লইতে হবে শাস্তি । দেবতা হইলে মোর কর যাহে স্বস্তি । প্রিয়ঙ্কর কহে তবে পরিহাস-ছলে । দেবতার জন্ম কোথা বুঝি গাছে ফলে । গন্ধৰ্ব্ব কিল্লর যক্ষ দেব কি দানব । সবাই মানুষ রাজা সবাই মানব । রাজ-আভরণ ঠুলি যতক্ষণ রবে। জগতের কিছুমাত্র দেখিতে ন পাবে | কানে ঠুলি লও রাজা খুল চক্ষু দুটি । সমুখে অক্ষয় সত্য উঠিবেক ফুটি ৷ মিথ্যার বাজার ছাড়ি যাও রাজ বনে । পূজ গিএণ মনে তব মদন-মোহনে ॥ মিলিবে যে তাহে সুখ শান্থি গরীয়সী। দেখিবে সে রাজ্য সুখ চেঞে কত বেশী | রাজা কহে প্রিয়ঙ্কর বুঝিতু তাহলে । তোমাদের পরিচয় গেল গোলমালে ॥ বুঝি সব যা কহিল। শাস্ত্রের কথন । কিন্তু কে খণ্ডিতে পারে কৰ্ম্ম-নিবন্ধন । নিৰ্দ্দিষ্ট হঞাছে শাস্ত্রে যার ধেই কৰ্ম্ম । রীতিমত পালনে অবশু তার ধৰ্ম্ম ॥ রাজা আমি রাজকাজ না করিলে কতু । মোর প্রতি কৃপাদৃষ্টি করিব কি বিভু ॥ থাকুক এসব কথা বুঝিলাম আমি । এ বয়সে নানা শাস্ত্র ঘাটিয়াছ তুমি ৷ কহ দেখি তবে তুমি করিঞ গণনা । যে কাজে এসেছি আমি পূর্ণ হবে কিনা ৷ প্রিয়ঙ্কর কহে রাজা দেখিয়াছি গণে । পূর্ণ হবে আশা কিন্তু না জিনিবা রণে ॥ বড় বড় বীর তুমি জিনেছ সমরে । কিন্তু আজ হবে বন্দী রমণীর করে ।