পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግግo শিক্ষাব্যয়ের ও ভারতীয় শিক্ষাব্যয়ের দুটি অঙ্ক পাঠকদের নিকট উপস্থিত করিতেছি । ইংলণ্ডে লণ্ডন কৌটি একটি জেলার মত। তাহার কোন্সিল আমাদের দেশের ডিষ্ট্রিক্ট বোর্ডের মত। তাহার লোকসংখ্যা ৪৩ লক্ষ ৮৫ হাজার ৮২৫ । এই ৪৪ লক্ষ লোকের বাসস্থান নগরটির শিক্ষার জন্য তাহার কৌন্সিলের ১৯৩৫-৩৬ সালের ব্যয় ১,২৪,০২,৯৪৩ পৌণ্ড, অর্থাৎ টাকায় বলিতে গেলে ষোল কোটি তিঃান্ন লক্ষ বাহাত্তর হাজার পাশ্চ শত তিয়াত্তর টাক । এখন ২৭,১৫,২৬,৯৩৩ ( সাতাশ কোটি পনর লক্ষ ছাব্বিশ হাজার নয় শত তেত্রিশ ) জন মাহুষের বাসভূমি ব্রিটিশ ভারতের জন্য গবন্মেন্টের ব্যয় কত দেখা যাক্ । যে ১৯৩৬ FitzGE Eētữatří Mrtzīstaff (Whitaker's Almanack) হইতে লণ্ডনের শিক্ষাব্য দেখাইয়াছি, তাহাতেই লিখিত আছে, যে, ১৯৩৩-৩৪ সালে ভারতবর্ষের কেন্দ্রীয় গবন্মেণ্টের ও সমুদয় প্রাদেশিক গবন্মেন্টের মোট শিক্ষাবিষয়ক ও বিজ্ঞানবিষয়ক ব্যয় হইয়াছিল ১২,৭৫,৪০,০০০ টাকা { বার কোটি পচাত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা ) । অর্থাৎ বিলাতে চুয়াল্লিশ লক্ষ লোকের বাসস্থানের শিক্ষণব্যয় যোল কোটি টাকার উপর, কিন্তু ভারতে সাতাশ কোটির অধিক লোকের বাসভূমির শিক্ষাবিষয়ক ও বিজ্ঞানবিষয়ক ব্যয় মাত্র পৌনে তের কোটি ! তর্ক উত্থাপিত হইতে পারে, বিলাতের লোকের ধনী, ভারতবর্ষের লোকেরা দরিদ্র বলিয় তাহাদের গবন্মেটিও দরিদ্র ; সুতরাং বেশী শিক্ষাব্যয় কেমন করিয়া হইবে ? উত্তরে বলা যাইতে পারে, যে, নানা দিকে ব্যয় কমাইয়া ভারতবর্ষেও শিক্ষার জন্য অনেক বেশী ব্যয় করা যাইতে পারে, যদিও তাহা শীঘ্ৰ বিলাতের সমান হইবে না। আর তামাদের দারিদ্র্য যে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের অভাবে বা ধন উৎপাদনের জন্ত আবশ্বক অধিবাসীদের বুদ্ধিমত্ত ও শ্রমশীলতার অভাবে ঘটে নাই, তাহাও বলা যাইতে পারে। - ইংরেজদের ইতিহাসেই দেখা যায়, মুর্শিদাবাদ ক্লাইবের সময়ে তথনকার লণ্ডনের মত বড় শহর ছিল । উভয়ের মধ্যে প্রভেদ এই ছিল, যে, মুর্শিদাবাদে যেরূপ প্রভূতধনশালী যত জন মানুষ ছিল, লগুনে তত ছিল না। ধনোৎপাদনের প্রবাসী $NరిgN9 বৈজ্ঞানিক নানা উপায়ের বর্তমান যুগে ভারতবর্ষের বা তাহার কোন প্রদেশের রাজধানী ধনশালিতায় কেন লগুনের কাছাকাছিও যায় না, তাহ বিস্তৃত ভাবে বলিবার স্থান এ নয় | হকি খেলায় ভারতের জয়, জাপানের পরাজয় বার্লিনে যে পৃথিবীর প্রায় সমুদয় সভ্য দেশের খেলোয়াড়দের নানাবিধ খেল দৌড় ও সাতার প্রভৃতির প্রতিযোগিতা হইতেছে তাতার কোন খেলা, দৌড় ও সাতারে কোন দেশের কে জিতিতেছে, রয়টার তাহার খবর তারে পাঠাইতেছেন । ১০ই আগষ্টের খবরে দেখা যায়, হকি খেলা তখনও শেষ হয় নাই ; যত দূর হইয়াছিল, তাহাতে ভারতীয় দল দশটি গোল দিয়াছে, জাপানী দল একটি গোলও দিতে পারে নাই । ইহার আগে আগে ভারতীয় দল হকিতে সকল দেশকে পরাজিত করিয়াছিল । তাহাদের ম্যানেজার আশা করেন, এবারও তাহারা সর্বশ্রেষ্ঠ থাকিবে । জাপানের জয় জাপান কিন্তু অন্য কয়েকটি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করিয়াছে। ওলিম্পিক মারাথন দৌড়ে জাপানের ধাবক সোন (Son) জিতিয়াছে। একটি সাতারে জাপানী য়ুস দ্বিতীয় ও জাপানী আরাই তৃতীয় হইয়াছে। আর একটি সাতারে জাপানী উটে প্রথম হইয়াছে । ব্রিটেনের জিৎ কোন কোন প্রতিযোগিতায় ব্রিটেন প্রথম স্থান অধিকার করিতেছে । স্পেনে বিদ্রোহ আজ ২৯শে শ্রাবণ পর্য্যন্ত যত তারের খবর আসিয়াছে তাহা হইতে বুঝা যায় না, স্পেনে সমাজতান্ত্রিক গবষ্মেণ্ট যুদ্ধে জয়লাভ করিবে, না ফাসিষ্ট বিদ্রোহীরা জিতিবে। স্পেনের যুদ্ধের ফলে ইউরোপের অন্য কোন কোন দেশও যুদ্ধে জড়িত হইতে পারে।