পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

סגיר প্রশ্বাসী ఫిలిgs দেশীয় উপাদান হইতে প্রস্তুত রাসায়নিক দ্রব্য ও খাদ্যসামগ্ৰী সম্বন্ধে গবেষণার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাভূয়েটদিগকে বৃত্তি দেওয়া হইবে। জাতিধৰ্ম্মনিৰ্ব্বিশেষে যোগ্যতম ব্যক্তি ইহা পাইবেন । ইহা সাধারণতঃ এক বৎসরের জন্ম দেওয়া হইবে। میبر ওলিম্পিক ক্রীড়ায় নিগ্রোর কৃতিত্ব বালিনে যে নানাবিধ খেল, দৌড়, সাতার ও বলিষ্ঠতার প্রতিযোগিতা হইতেছে, তাঁহাতে জেস, আওয়েন্স (Jesse Owens) নামক এক জন আমেরিকান নিগ্রো ১০°৩ সেকণ্ডে ১০• মীটার দৌড়িয়া প্রথম স্থানীয় হইয়াছেন। এক মীটার ৩৯.৩৭ ইঞ্চির সমান অর্থাৎ এক গজের কিছু অধিক । ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা সংঘ পণ্ডিত জবাহরলাল নেহরুর প্রস্তাবে ও চেষ্টায় যে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা সংঘ গঠিত হইতেছে, রবীন্দ্রনাথ তাহার সভাপতি হইতে রাজী হইয়াছেন। এই নিৰ্ব্বাচন সাতিশয় সমীচীন হইয়াছে। হিমাচল আরোহী জাপানী দল চারি জন জাপানী হিমালয়ের নন্দকূট শৃঙ্গে আরোহণ করিবার নিমিত্ত আসিয়াছেন। তাহারা এই গিরিশিখরে উঠিতে পারিলে উচ্চতর শুঙ্গে আরোহণের চেষ্টা করিবেন । এ-পর্য্যন্ত পাশ্চাত্য লোকেরাই হিমালয়ের অত্যুচ্চ শিখরগুলিতে আরোহণের চেষ্টা করিয়া আসিতেছিলেন। এখন জাপানীরাও আরম্ভ করিলেন । র্যাহার হিমালয় আরোহণ করেন, তাহাদের সকলেই ভারতবর্ষীয় পথপ্রদর্শক ও ভারবাহী লোকদের সাহায্যে তাহা করিয়া থাকেন। অথচ ভারতীয় কোন দল এ-পর্য্যস্ত কোন উচ্চ শৃঙ্গে আরোহণে রেকর্ড সাধারণতঃ এইরূপ। বিপদকে অগ্রাঙ্ক করিয়া ছুঃসাহসের কাজ করিবার দুর্দমনীয় ইচ্ছ, কাৰ্য্যবিশেষের দুরূহতার জন্যই তাহা করিবার দুনিবার অভিলাষ, এ-দেশের যথেষ্টসংখ্যক যুবকদের মধ্যেও সামাজিক, রাজনৈতিক ও অন্ত নানাবিধ কারণে লক্ষিত হয় না। চুড়ান্ত ক্ষমতা সংখ্যা অনুসারে প্রাপ্তব্য নহে আমরা নানা সম্প্রদায়ের লোক বলিতেছি, আমাদের সংখ্যা এত, অতএব আমরা ব্যবস্থাপক সভায় তাহার অনুপাতে আসন পাইব না কেন ? চতুর ব্রিটিশ জাতি নান অছিলায় ও অজুহাতে নিজ উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত কাহাকেও তদপেক্ষা কম, কাহাকেও তদপেক্ষা বেশী, কাহাকেও বা তদনুরূপ আসন দিতেছেন, কিন্তু চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতাটা কোন বিষয়েই কাহাকেও দিতেছেন না। বস্তুত, চূড়ান্ত ক্ষমত নিজেদের হাতে রাখিবার নিমিত্তই এই খেলা খেলিতেছেন। চূড়ান্ত ক্ষমতা যদি সংখ্যার অনুগমন করিত, তাহা হইলে ব্রিটিশ সাম্রাজ্যে শক্তিসামর্থ্যের বাটোয়ারাটা কিরূপ হইত দেখুন। ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীব্যাপী । কোথায় তাহার নাগরিক বা প্রজা কত তাহার তালিকা এই— মহাদেশ বা দেশ আমুমানিক লোকসংখ} ইউরোপে 8,ه م , • • , • ط - এশিয়ায় ه - - , ه هوه » «به आोक्वेिकोग्न ه م , • • , ه م ,فة - উত্তর আমেরিকায় ” د • ,• • , - ه • মধ্য আমেরিকায় c •,• * * ওয়েষ্ট ইণ্ডীজে *・,・・。・・ দক্ষিণ আমেরিকায় o,8 *, * * * গুশিয়ানিয়ায় ه م , • • , ه • মোট B ۰ , - ۹,می ,د - = ব্রিটিশ সাম্রাজ্যের এই ৪৯ কোটি অধিবাসীর মধ্যে শুধু ভারতবর্ষেই ৩৫ (পয়ত্রিশ ) কোটির উপর লোক বাস করে। স্থাপনের চেষ্টা করেন নাই। তাহার কারণ, এদেশে শিক্ষা ও • যদি লোকসংখ্যা অনুসারে ক্ষমতার বণ্টন হয়, তাহা হইলে বুদ্ধিমত্ত এবং দৈহিক শক্তি ও কষ্টসহিষ্ণুতার একত্র সমাবেশ নাই। যাহাদের জ্ঞান ও বুদ্ধি আছে তাহদের যথেষ্ট দৈহিক শক্তি ও কষ্টসহিষ্ণুতা নাই, যাহাদের দৈহিক শক্তি ও কষ্টসহিষ্ণুতা আছে তাহাদের জ্ঞান ও বুদ্ধি যথেষ্ট নাই—অবস্থাটা ব্রিটিশ জাতি ভারতীয়দিগকে বেশীর ভাগ ক্ষমতা দান করুন না ? কিন্তু শক্তি দাতব্য নহে, আজ্জিতব্য। ধৰ্ম্মসম্প্রদায় অনুসারে ব্রিটিশ সাম্রাজ্যের লোকসমষ্টির বিভাগ মোটামুটি এইরূপ হইবে –