পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী ●Nご認Nご উড়ে চলে অজানা শূন্ত পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো । জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারিদিকের ভীরুর ভীড়কে ; কৃশ কুটিলের কাপুরুষতাকে। বাশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি । জানি নে, ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন ক’রে ? দোসরহারা আষাঢ়ের ঝিল্লি-ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ-এড়ানো পথে । সেই অজানাকে কত বসন্তে শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘরপোষা নিজজীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এল ঘোমটাখসা নারী । যেন সে হঠাৎ-গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই । সে নামবে না গানের আসন থেকে ; সে লিখবে তোমাকে চিঠি, রাগিণীর আবছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা । ওগো বাশিওয়ালা, সে থাকু তোমার বাশির সুরের দূরত্বে ।

  • ७ जून, »s७७