পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՆԵ প্রবাসী SNඵHNඵ চাষের সময় উপস্থিত হইল । গ্রামের লোকের সকলেই আপন আপন জমিতে কাজ করিতে লাগিল । লিনদেীদের কোন অস্ত্রপাতি ছিল না। তাহারা পথে বসিয়া থাকিত । পথিকদের কেহ ঐ স্থানে বিশ্রাম করিতে বসিলে লিনদে তাহার দী ও কুঠার লইয়া গিয়া তাহার ক্ষেতের গাছের গোড়া অৰ্দ্ধেক অৰ্দ্ধেক কাটিয়া আসিত । রাত্রের ঝড়ে সেগুলি ভাঙিয়া মাটিতে পড়িত। এই ভাবে তাহদের কিছু চাষের জমি হইল । খুব রোদ উঠিয়াছে দেখিয়া একদিন গ্রামের লোক সব ক্ষেতে আগুন দিবার জন্য চলিয়া গেল। কিন্তু লিনদেীর উপর আদেশ হঙ্গল সে সেদিন ক্ষেতে আগুন দিতে পরিবে না। সেই জন্য লিনদে ক্ষেতে না গিয়া চুপ করিয়া ঘরে বসিয়া রহিল । গ্রামবাসীদের জমিতে দাউ দাউ করিয়া আগুন জলিয়া উঠিল । কিন্তু দেখিতে দেখিতে কোথ! তইতে প্রবল ঝড় বৃষ্টি আসিয়৷ সেই আগুন একেবারে নিবাইয় দিল । ক্ষেতের বনজঙ্গল মাঝে মাঝে আগুনে পুড়িল এবং মাঝে মাঝে রহিয়া গেল । ইহাতে গ্রামবাসীদের দুঃখের সীমা রহিল না। এ জঙ্গল আবার আগুন দিয়া পোড়ান যেমন অসম্ভব, হাত দিয়া পরিষ্কার করাও তেমনি কঠিন । ইহাতে চাষের মহা ক্ষতি অবশুস্তারী। আর একদিন সকালবেলা হইতে বৃষ্টি পড়িতেছিল । লিনদেীকে ভাকিয় সেদিন তাহার ক্ষেতে আগুন দিতে আদেশ হইল । লিনদেীর এমন সাধ্য নাই যে, গ্রামবাসীদের হুকুম অমান্ত করে । সে মহাদুঃখে কাদিতে কঁাদিতে ক্ষেতের দিকে যাত্রা করিল । ক্ষেতে আগুন দিবার সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হইয়া গিয়া সমস্ত আকাশ পরিস্কার হইয় গেল । দেখিতে দেখিতে এমন রৌদ্র উঠিল যেন শত সূৰ্য্য উত্তাপ দিতেছে । অতি চমৎকার রূপে লিনলের জমি পুড়িয়া ছাই হইয় গেল। যেটুকু জমির গাছপালা সে কাটিয়াছিল, তাহ ছাড়া আরও পহু জায়গার জঙ্গলও পুড়িয় পরিষ্কাব হইয় গেল । ক্ষেতে বীজবপনের সময় আসিল । লিনদে গ্রামের ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইল । কেহ তাহাকে এক মুষ্টি ধান ত দিলন্ত না, উল্টা আদেশ করিল, গ্রামবাসীদের রোদে দেওয়া ধান দুই ভাইকে সারাদিন পাহারা দিতে হইবে এবং মুরগী তাড়াইতে হইবে । লিনদেী ও তোহসিয়াল ধৰ্ম্মক লক্ৰয় ধান পাহার দিতে আরম্ভ করিল। নূতন উপায় স্থির করিল। পাহারা দিবার সময় যখন তাহারা মাটি দিয়া ধতুকের গুলি তৈয়ার করিত, তখন প্রত্যেক গুলির ভিতর একটি দুইটি করিয়৷ ধান পুরিয়া দিতে লাগিল। গুলি রোদে শুকাইয় গেলে তাহারা এগুলির একটি একটি ধনুক দিয়া তাঙ্গদের ক্ষেতের উপর মারিতে লাগিল । পাথরে ও গাছের গোড়াতে লাগিয়া গুলি ভাঙিয়া গিয়া সারা ক্ষেতময় ছড়াইয় পড়িতে লাগিল । এষ্ট ভাবে লিনদে তাহার সমস্ত ক্ষেতে বীজ বপন করিল। ভাল রকম পুডিয়ছিল বলিয়। লিনদেব ক্ষেতে যেমন আগাছা জন্মিল না তেমনি ধান সে রকম ধান তাহার এক হইল প্রচুর পরিমাণে । গ্রামের আর কাঠুরি ও ক্ষেতে ই ধু নাই । তাহাতে সকলে একদিন হিংসা করিয়া লিনদেীর ক্ষেতের সব ধান উপ শহয় দিয়া চলিয়া গেল । লিনদেীর সৌভাগ্য বশত: সেদিন রাত্রে খুব বৃষ্টি হল । ইহ তে ধানগাছগুলি আবার মাটিতে বসিয়া গিয় কয়েক দিনের মধ্যেঙ্গ বে* বাড়িয় উঠিল । ছিল । গ্রামবাসীদের মধ্যে এক জন - সমস্ত বৎসরের খাওয়ার সে বৎসর লিনদে সাত ঘর ধান পাইয় মত ধন পাইল স: | সেন্স গ্রামের এক রাজ ছিলেন । তাহার একমাত্র মেয়ের নাম ছিল মিয়াচ । মিয়াচ লিনদেীদের ঘরে গিয়া উপস্থিত হইল । তোহসিয়াল তাহাকে আদর করিয়া ঘরের মধ্যে লইয়! গেল এবং তাহীদের সকল ধনরত্ব দেখাহয় বলিল, দিদি, তুমি যদি আমার দাদাকে বিয়ে কর, তবে তুমিই এসবের মালিক হবে।’ একদিন বেড়াততে বেড়াইতে মণির ব্লু দেখিয় রাজকন্যা মোহিত হঠয়া গেল । সে লিনদেীকে বিবাহ করিতে মনস্থ করিল। সেই জন্য সে বাড়ি গিয়া উপবাস-ব্রত আরম্ভ করিল । রাজা-রাণী মিয়াচঙের সর্থীকে দিয়া জানিতে পারিলেন ধে মেয়ের স্বয়ম্বর হইবার ইচ্ছা হইয়াছে । তাতারা পরম আলোদিত মনে কন্যাব স্বয়ম্বরের লাগিলেন । উৎসবের দিন গ্রামের গণ্যমাণ্য সকলেই স্বয়ম্বর-সভায় উপস্থিত হঠলেন । নানা উপহারে বরের থাল প্রস্তুত হইল, মূল্যবান আসন পাতিয়া দেওয়া হইল। এই বার কন্য। যাহাবে আয়োজন করিতে