পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশঙ্কিম নিকট খুবই প্রিয় এবং বিভিন্ন রাজার নামে গ্রামবাসীরা প্রায়ই এই উপাখ্যানটি অভিনয় করিয়া থাকে। উনীহাররঞ্জন রায় মহাশয় তাহার "ব্রহ্মদেশে ব্রহ্মণ্য , CRw” ( Brahmimical Gods in পুস্তকে লিথিয়াছেন যে এই সময়ে আরাকানকে ব্রহ্মদেশের একটি প্রদেশ বলার চেয়ে পূৰ্ব্ব ভারতের সীমান্ত-প্রদেশ বলাই অধিক সঙ্গত এবং আমরা ন করি আরাকান ও বঙ্গদেশের সহিত সম্পর্ক ঘনিষ্ঠ ছিল । পর্তুগীজদের আগমনের বহু পূৰ্ব্ব হইতেই এই মগদিগের সহিত বঙ্গদেশের রীতিমত সম্বন্ধ স্থাপিত হইয়াছিল (বর্তমানে এনামুল হক প্রভৃতি মনে করেন যে ইহাদের পূর্বপুরুষের মগধ দেশ হইতে আসিয়াছিলেন বলিয়৷ ইহার “মগ” নামে খ্যাত ) ৷ এই আরাকান-রাজদের পৃষ্ঠপোষকতায় ষোড়শ শতাব্দী হইতে সপ্তদশ শতাব্দীর শেষ পয্যস্ত আরাকান-রাজসভায় বাংলা ভাষা নানা দিক দিয়া যেরূপ পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল স্বদেশেও তথম সেরূপ হয় নাই । সপ্তদশ শতাব্দীতে যে সকল রোসাঙ্গ রাজের মুসলমান সভাসদ বাংলা ভাষার চর্চায় স্বজাতীয় কবিদের নিয়োজিত করিয়৷ মাতৃভাষার উৎকর্ষ সাধন করিয়াছিলেন সেই রোসাঙ্গ রাজাদের নাম নিম্নে লিখিত হইল । আরাকানী নাম বাংলা সাহিত্যে ব্যবহৃত নাম (১) থিরী-থ-ধম্ম৷ শ্ৰীসুধৰ্ম্ম রাজা (২) মিন সানি ડે (৩) নরপদিগ্যি নৃপতিগিরি ও নৃপগিরি - 曾 عينه معينة عملية هي ভ্ৰহ্মদেশে ও আরাকানে বঙ্গ-সংস্কৃতি । (৪) থাডে থাডে মিস্তার চামেহ (৫) সান্দ থুধম্মা চন্দ্র স্কুধৰ্ম্ম * - রোসাজ-রাজ থিরী-খুধম্মার রাজ্য ঢাকা হইতে পেগু পৰ্যন্ত বিষ্কৃত ছিল। তাহারই রাজত্বকালে আশরফ খার আদেশে রোসাঙ্গ-রাজসভায় থাকিয় কবি দৌলত কাজী র্তাহার অসমাপ্ত কাব্য “সতী ময়না” লিখিতে আরম্ভ করিয়াছিলেন। রোসাঙ্গ-রাজসভায় থাকিয়া যাহার বাংলা সাহিত্যের সেবা করিয়াছিলেন, কবি মাগন ঠাকুর ঠাহীদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি । “চন্দ্রাবতী” তাহার প্রসিদ্ধ কাব্য । রাজ থাডে মিস্তার ১৬৪৫ হইতে ১৬৫২ খ্ৰীষ্টাব্দ পর্য্যস্ত রাজত্ব করেন। ইহার রাজত্বকালেই মহাকবি আলাওল র্তাহার সুবিখ্যাত “পদ্মাবতী” কাব্য রচনা করিয়াছিলেন । এই আরাকান রাজাদের পৃষ্ঠপোষকতায় আরও যে সকল কবির আবির্ভাব হয় তন্মধ্যে মরদন, সমশের আলী, মোহম্মদ খ। প্রভৃতি বারো জন প্রসিদ্ধ কবির নাম করা যাইতে পারে। এইরূপে বহু প্রাচীন কাল হইতে আরম্ভ করিয়া অষ্টম শতাব্দীর শেষ ভাগ পৰ্য্যন্ত ধৰ্ম্ম, স্থাপত্য, শিল্প ও কাব্যে বাংলা দেশের সহিত ব্ৰহ্মদেশের যোগসূত্র স্থাপিত হইয়াছিল ; কিন্তু ঘটনা-বিপৰ্য্যয়ে এবং নানারূপ রাজনৈতিক বিপ্লবে বাংলার এই বহিঃসংযোগ কমিয়া যাইতে থাকে এবং ইংরেজ-আগমনের পরবর্তী কালে উহা সম্পূর্ণরূপে নষ্ট হয়।*

  • এই

মুদ্রিত। প্রবন্ধের চিত্রগুলি ভারতীয় প্রত্নতত্ত্ব-বিভাগের সৌজন্তে - iāāītāātāషౌārikar : శీఱి প্রকল্পে মনঃ ه . * ه_NTمه .: % ۶ی ., هچه . ت d'à 笼°、 త:ళీ 魂継ー