পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমৃত অনেক সন্ধানের পর দেখা হ’ল শেষে । কোন বারো ভূইঞাদের আমলের 洛,-3 একখানা তিনকাল-পেরোনো গ্রাম, একটি পুরোনো দীঘির ধারে । দীঘির নামেই নাম তার লোচনদীঘি । সেখানে ভুলে-যাওয়া তারিখের ঝাপসা অক্ষরপটওয়ালা ভাঙা দেবালয় । পূর্বখ্যাতির কোনো সাক্ষী রাখে নি, আছে সে অশ্বথের পাজরভাঙা অলিঙ্গনে জড়িয়ে-পড়া । পাড়ির উপরে বুড়ে বটের তলায় একটি নূতন আটচালা ঘর, সেইখানে গ্রামের বালিক-বিদ্যালয় । দেখলুম অমিয়াকে, ছাই রঙের মোটা শাড়ীপরা, দুই হাতে দুই গাছি শাখা, পায়ে নেই জুতো ; ঢ়িলে খোপা অযত্নে পড়েছে বুলে । পাড়াগায়ের খামল রং লেগেছে মুখে। aঃ হরিহাতে পাঠশালার বাগানে • জল দিচ্ছে সবজি ক্ষেতে । ভেবে পেলেম না কী বলি । তারে মুখে এল নী প্রথম দেখার কোনো সম্ভাষণ, কোনো প্রশ্ন । চোখের আড়ে আমার দামী জুতোজোড়াটার দিকে তাকিয়ে বললে অনায়াসে, বেশি বর্ষায় আগাছায় চাপ পড়েছে বিলিতি বেগুনের চারা, এসো না, নিড়িয়ে দেবে।”