পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ఖిస్తో ক্রিছেন। নানাবিধ বায়ামে তাহদের ছন্দোবদ্ধ অজসঞ্চালন সকলকে মুখ ও বিক্ষিত করিয়াছে। তথায় দেশী এই সকল ক্রীড়া ও ব্যায়ামের বর্ণনা-পুস্তিকার চাহিদা হইয়াছে। তাহারা রবীন্দ্রনাথের “যদি তোর ডাক শুনে কেও না আসে, তবে একলা চলরে”, দল বাধিয়া গাইয়াও হাজার হাজার শ্রোতার আনন্দ ও বিস্ময় উৎপাদন করিয়াছেন। রবীন্দ্রনাথের গান বঙ্গের নিরক্ষর সাধারণ লোকেও গায়, তাহার “জনগণমনঅধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা” ভারতবর্ষে সিন্ধু প্রভৃতি দেশে ও সিংহলে গীত হয়, কিন্তু “একলা চলরে” গানটি যে পৌরুষসম্পন্ন বহু মহারাষ্ট্ৰীয়ের হৃদয় জয় করিয়াছে, তাহা জানিতাম না । আমাদের দেশী দৈহিক শক্তিবদ্ধক খেলাগুলির ও অধিকাংশ তদ্রুপ ব্যায়ামের একটি গুণ এই, যে, তাহাদের অনেকগুলির জন্য একটি পয়সারও সাজসরঞ্জাম কিনিতে হয় না, এবং যেগুলির জন্য সাজসরঞ্জাম আবগুক, তাহাদের উপকরণের মূল্যও সামান্ত । সুতরাং ধনী নিধন সকলেরই এগুলি উপযোগী। বঙ্গে নিরক্ষর গ্রাম্য লোকদের মধ্যে এই রকম সব থেলা ও কুস্তি বরাবর প্রচলিত ছিল, এবং এখনও কিয়ং পরিমাণে আছে—যদিও ফুটবল প্রভৃতিও তাঁহাদের মধ্যে ঢুকিয়াছে। আমরা বাল্যকালে ইস্কুলে পড়িবার সময় এই সকল খেলা খেলিতাম ও কুস্তি করিতাম। এখন কলিকাতায় ও অন্ত কোথাও কোথাও এই সব খেলার আবার প্রচলনের চেষ্ট হইতেছে। কিছু প্রচলন হুইয়াছেও। ইহা শুভ লক্ষণ । রামমোহন রায়ের ইংলণ্ডসহযাত্রী ব্যক্তিবর্গ য়্যালবিয়ন নামক জাহাজে রামমোহন রায় বিলাত গিয়াছিলেন । সেই জাহাজে আর কে কে গিয়াছিলেন, তাহার পুরা তালিকা এদেশের সরকারী দপ্তরে পাওয়া যায় নাই। অপর একটি, সম্ভবতঃ অসম্পূর্ণ, তালিকা ১৮৩১ সালের ২১শে জাকুয়ারী তারিখের দক্ষিণ-আফ্রিকার “The Cape of Good Hope Government Gazette” (“fo go অব গুণ্ডহোঁপ গবষ্মেন্ট গেজেটে") পাওয়া গিয়াছে। ঐ সরকারী গেজেটটি তথাকার কত্ত্বপক্ষের প্রদত্ত ক্ষমতা ও প্রবাসী ఫీటిENరి wgafs wontro offers ( “Published by Authority” ) হইত। ঐ সংখ্যার জাহাজী খবরের (“Shipping Intelligence”ay ) wtf di ritust আছে – 17th January, Albion Calcutta 21st Nov., bo sundries.-Passengers, Mesdames Gordon, Kem Sutherland ; Capfä. Thomson and ត្៦ញុំ isses Marshall and Kemp ; Lieut. Campbell ; Messrs Gordon, Cumming, Davison, Sutherland, Rammohun ity, Rajah Baboo, Tebb, Rolio, and Kemp. Master Kemp, and six servants. Sailed from Table Bay. .January 23rd. এই তথ্যটি শ্ৰীযুক্ত ੋੜ যতীন্দ্রকুমার মজুমদারের নিকট হইতে পাইয়াছি। তিনি উহা সম্প্রতি পাইয়াছেন। সংবাদটির মধ্যে ‘রাজা বাৰু নামে রাজারামের উল্লেপ রহিয়াছে মনে করি । Capt. M'Leod, from to Iiverpool. Cargo and ship, ህሷ সাম্প্রদায়িক বাটোয়ারার বিরুদ্ধে আন্দোলন এত দিন কংগ্রেস সাম্প্রদায়িক র্যাটোয়ারার বিরুদ্ধে আন্দোলন করেন নাই, কংগ্রেসওয়ালাদিগকে উহার বিরুদ্ধে আন্দোলন করিতে অল্পমতি দেন নাই । কেন-না কংগ্রেস উহা মানিয়া লয়েন নাই, বর্জনও করেন নাই । নুতন ব্যবস্থাপক সভাসমূহের যে সদস্য নিৰ্ব্বাচন হইবে, কংগ্রেস তাহার জন্ত সৰ্ব্বত্র নির্বাচনপ্রার্থী খাড়া করিবেন। তাহারা নিৰ্ব্বাচিত হইলে ব্যবস্থাপক সভাসমূহে কিরূপ কাজ ও ব্যবহার করিবেন, কি কি উদ্দেশুসাধনের চেষ্টা করিবেন, তদ্বিষয়ে কংগ্রেস সম্প্রতি প্রকাগু ঘোষণাপত্র বাহির করিয়াছেন। তাহাতে স্পষ্ট ভাষায় বলিয়াছেন, যে, বাটোয়ারাটা স্বাজাতিকতার বিরোধী, গণতান্ত্রিকতার বিরোধী, ও অনিষ্টকর, স্বতরাং বর্জনীয়। কংগ্রেস নূতন ভারতশাসন আইনটার দ্বারা বিধিবদ্ধ ভারতের মূল রাষ্ট্রবিধি ( constitution )টাকেই বিনষ্ট করিতে চান ; তাহা বিনষ্ট হইলে সঙ্গে সঙ্গে তাহার অঙ্গীভূত বাটোয়ারাটাও যাইবে। কিন্তু কন্সটিটিউশনটা না-গেলেও কংগ্রেস বঁাটোম্বারার উচ্ছেদ চান, ঘোষণাপত্রে তাহা বলা হইয়াছে । বাটোয়ারাটার বিরুদ্ধে আন্দোলন সম্বন্ধে কংগ্রেস বলিয়াছেন, যে, কংগ্রেসওয়ালার এক এক ব্যক্তিগত ভাবে উহার বিরোধিতা করিতে পারেন ; কিন্তু তাহারা সমষ্টিগত