পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আণ_ি., বিবিধ প্রসঙ্গ—ৰন্ত। করিতেছেন। আর ৪ ব্রিটিশ ? - মইতেছে । সন্ত সেখানে প্রেরিত স্পেনে বিদোহ স্পেনের গবমােট সমাজাম্বিক, বিদ্রোহীর ফসিষ্ট। মুতরাং ফসিষ্ট ইটালীর ও ফাসি জামেনীর সহানুভূতি স্পেনের বিদ্রোহীদের দিলে । শুনা যায়, ইটালী বিদ্রোহীদিগকে সাহায্য দিতেছে ; গুয়ুত জামেনীও দিতেছে। ফ্রান্সের গবন্মেণ্ট সমাজতাত্বিক। তাঙ্গর সাহভূতি স্পেনের গলন্মে টের দি?ে কিন্তু, বোধ হয় সার ইউরোপে সমরানল প্রজলিং ষ্টকার ভণে, পোন পক্ষকেই কেহ প্রকাশ ভাবে সাগধা করিতেছে না। উভয় পক্ষই নিষ্করণ ভাবে সংগ্রাম চালাইতেছে। ব্রিটিশ গবন্মেন্ট উভয় পক্ষকে বিষাক্ত গ্যাস ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করিতেছেন । কিন্তু ইহা উক্ত হইয়াছে, যে, এ-পর্য্যস্ত কোন পক্ষ বিয়া" গ্যাস ব্যবহার করিয়াছেন বলিয়ু ব্রিটিশ গবন্মের্ণ কোন প্রমাণ পান .tষ্ট । ভারতবর্মীয় জাহাজের ব্যবসায় বোম্বাইয়ের সিনিযু ষ্টীম ন্যাভিগেখন কোম্পানীর চেয়ারম্যান যুক্ত বলচাদ হীরাচাঁদ এই কোম্পানীর বাৰ্ষিক সাধারণ সভাঃ সভাপতি রূপে বলিয়াছেন, শীঘ্রষ্ট ভারতবর্গ ও ইউরোপের মধ্যে ভারতীয়দের দ্রুতগামী যাত্ৰীবাহী জাহাজ চালাইবার বন্দোবস্ত হইবে । তিনি বলেন, যে, বর্তমানে ইউরোপ ও ভারতবষের মধ্যে যে বাণিজ্য আছে, তাহার মাল ও যাত্রী বঙ্গনের কাজের কোন অংশ ভারতীয় জাহাঙ্গ করে না। ভারতীয় জাহাজ দ্বারা এই কাজ করিবার ব্যবস্থ হইতেছে। সিন্দিয় ষ্টীম ন্যাভিগেশন কোম্পানীর ডিরেক্টরের তাহাতে মত দিয়াছেন । তিনি আরও বলেন, যেমন ব্রিটিশ জাহাজওয়ালাব। দাবি করিয়াছেন, যে, ব্রিটেনে বিকীত রাশিয়ার কাঠের বড় একটা অংশ ব্রিটিশ জাহাজে আনীত হওয় উচিত, তেমনি ভারতের বাজারে বিক্রীত ব্রিটিশ মালও কতক পরিমাণে ভারতীয় জাহাজে ব্রিটেন হইতে আনীত হওয়া উচিত। লী কমিশনের কেশধ সুপারি ভারতগবশ্লেষ্ট গ্রহণ করিয়াছেন, তাহাতে এই গবন্মে টের ইংরেজ কৰ্ম্মচারীদের অনেক ছবি ইংলই তাহার চাকরির কয়েক বৎসবের মধ্যে কয়েক বার তাহাদের ;77ణా?' গবয়েন্টের বয়ে বিমাত যাতায়াত {g • it l '! 5 তাহাদিগকে যে জাহাজ-ভাড়া "_ હાર ভারতবর্ষের লোকদের প্রদত্ত hি" হইতে। অতএব ダ - झे ای ভারতবর্ষের পক্ষে ইহা আশা কর্ম যুক্তিসঙ্গত, যে, এ హరికి সরকারী ইংরেজ কৰ্ম্মচারীরা সেই সব জাহাজে যাতায়াত ‘ করিবে যেগুলি ভারতীয়দের সম্পতিৰুং যেগুলির নিয়ন্ত্রণ ওঁ কাৰ্য্যনিৰ্ব্বাহ ভারতীয়ের করে। এই সমস্তই সঙ্গত কথা । আমরা সিন্দিয় ষ্টীম দ্যাভিগেশুন কোম্পানীর উদ্যমের সাফলা কামনা করি । বোম্বাই প্রেসিডেন্সীর অনেক অংশ যেমন সমুদ্রতটে অবস্থিত এবং তাহার বন্দর আছে, বঙ্গদেশেরও অনেক অংশ তেমনি সমুদ্রতটে অবস্থিত এবং তাহার বন্দর আছে । বাঙালী অতীত কালে জাহাজ নিৰ্ম্মাণ করিত ও চালাইত। ( এখনও চট্টগ্রামে ছোট ছোট জলযান নিৰ্ম্মিত হয়) । বর্তমান সময়ে কিন্তু বাঙালীর সমুদ্রগামী জলযানের ব্যবসায়ে উদ্যম দেখা যাইতেছে না । বোম্বাই অগ্রসর হইয়৷ চলিতেছে । তাহার দুষ্টান্ত অনুসরণীয় । মহাত্মা গান্ধী আরোগ্যের পথে মহাত্মা গান্ধী সেগাও নামক যে-গ্রামে অধুনা বাস করিতেছিলেন, তথায় ম্যালেরিয়া জরে আক্রাস্ত হইয় পড়েন । র্তাহাকে বাদ্ধার (Wardhaর) হাসপাতালে যাইতে রাজী করা হয়। ৮ই সেপ্টেম্বর বোম্বাইয়ে প্রাপ্ত সংবাদ হইতে জান গিয়াছে, তাহার তিন-চার দিন জর হয় নাই এবং তিনি প্রফুল্প আছেন—যদিও এখনও হাসপাতালে আছেন । সুভাষচন্দ্র বস্তু শ্ৰীযুক্ত সুভাষচন্দ্র বস্তু ইউরোপ হইতে আসিয়া বোম্বাই বন্দরে পৌছিবামাত্র গবন্মেটি র্তাহাকে গ্রেপ্তার করেন ও পুনার য়েরাবদ জেলে বন্ধ রাখেন । সেখানকার গ্রীষ্ম, তথাকার জলবায়ু ও বন্দীদশা তাহার স্বাস্থ্যের ক্ষতি করিতে থাকে । গবন্মেটি র্তাহাকে সেখান হইতে আনিয়া কাসিয়াঙে তাহার ভ্রাতা শ্ৰীযুক্ত শরৎচন্দ্র বস্থর বাটতে নজরবন্দী করিয় রাখিয়াছেন । এখানেও তাহার স্বাস্থ্য ভাল থাকিতেছে না--- তিনি পীড়িত হইয়াছেন । ডাঃ সরু নীলরতন সরকার ও অন্য কোন বেসরকারী ডাক্তার তাহার দেহ পরীক্ষা করিবেন এই প্রস্তাবে গবন্মেণ্ট রাজী হওয়ায় ডাঃ সরকার ও ডাঃ বে এ রায় তাঙ্গকে দেখিতে গিয়াছেন। তাহাকে মুক্তি দিয় তাহার ভ্রাতাদিগকে তাহা চিকিৎসার বন্দোবস্ত করিতে দিলেই সৰ্ব্বোত্তম ব্যবস্থা হয় । বন্যা আসাম, বঙ্গদেশ, বিহার, আগ্ৰা-অযোধ্য ও পঞ্জা বন্যায় অগণিত লোক বিপন্ন হইয়াছে, মাঠের শস্য, গবাি ও অন্য নানাবিধ সম্পত্তি নষ্ট হইয়াছে, ঘরবাড়ীও অন্ে