পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! పెఅt ভাঙিয়া বা ভাসিয়া গিয়াছে, এবং যাঁহাদের প্রাণ গিয়াছে তাহাঁদের সংখ্যাও স্ট্রি-ই কম নয়। র্যাহার! বিপন্ন লোকদের কোন-না-কোন প্রকার সাহায্য করিতেছেন, তাহার! ধন্য । \ു. छ्रुउिक বঙ্গের ১১১২টি জেলায়, এবং অন্য কোন কোন প্রদেশের কোন কোন অঞ্চলেও, এখনও দুর্ভিক্ষ চলিতেছে। বিপন্ন লোকদিগের অন্ন, বস্ত্র, ঔষধপথ্য এবং গৃহনিৰ্ম্মাণ ও জীর্ণসংস্কারের প্রয়োজন এখনও আছে। বঙ্গে জননীর অল্পতা ও জাতির ক্ষয় বঙ্গে পুরুষজাতীয় হিন্দু বাঙালীর সংখ্য মোটামুটি ১,১৬,২৯,০০০ এবং নারীজাতীয় হিন্দু বাঙালীর সংখ্যা ১,৩৫,৭২,০০০ । ইহা হইতে দেখা যাইতেছে, যে, যাহার জননী, বা জননী হইতে পারেন, তাহাদের সংখ্যা বঙ্গে যথেষ্ট নহে। বঙ্গে নারী যথেষ্ট নাই, অথচ “বুদ্ধিমান” বাঙালী বরপণ-প্রথা (এবং কতকট। কন্যাপণ-প্রথা) প্রচলিত রাপিয়া বিবাহের প্রতিবন্ধক ও জননীত্বের বাধা ঘটাইয়া রাপিয়াছেন। বঙ্গে যত নারী আছেন, তাহাদের মধ্যে রক্ষিতা ও পতিত ৭৮ হাজারের অধিক। এই পাপাচার জননীর সংখ্যা আরও কমাইয়াছে । বঙ্গে হিন্দুনারীদের মধ্যে ২৩,৮৬,০০০ বিধবা। বিধবাদের বিবাহ এখন কিছু কিছু চলিতেছে বটে, কিন্তু যথেষ্ট চলিতেছে ন!। স্বতরাং হিন্দুদের মধ্যে এই কারণে জননীর সংখ্যা আর ৪ কম হইতেছে । এরূপ অবস্থায় বাঙালী হিন্দুর আপেক্ষিক সংখ্য যে থেষ্ট থাকিতেছে না, তাহা আশ্চর্য্যের বিষয়ু মঙ্গে ।

নিম্নপদে ইউরোপীয় নিয়োগের প্রস্তাব । ভারতীয় ব্যবস্থাপক সভায় শ্ৰীযুক্ত প্রকাশ এই প্রস্তাব উপস্থিত করিতে চাহিয়াছিলেন, যে, ইউরোপীয়দিগকে এদেশের সব নিম্নপদে নিযুক্ত করা হউক ; তাহাতে সরকারী কাজের উন্নতি হইবে ও ভারতীয়দের আত্মসন্মান রক্ষিত হইবে। ব্যবস্থাপক সভার সভাপতি সবু আবদুর রহিম প্রস্তাবটি বিদ্ধপাত্মক মনে করিয়া উহা সভায় উপস্থিত করিতে দৈন নাই। এরূপ প্রস্তাব না করাই ভাল। সহজেক্ট অল্পমান হয়, যে, প্রস্তাবকৰ্ত্ত উহা গষ্ঠীর ভাবে উপস্থিত করিতে চান নাই। তাহা হইলেও, এই প্রসঙ্গে এই ঐতিহাসিক কথাটা মনে পড়িবে, যে, কোম্পানীর আমলে গোড়ার দিকে যখন কোম্পানীর ইংরেজ কৰ্ম্মচারীরা বেতন ক্ৰম পাইত, তখন তাহারা খুব ঘুয লইত ও অন্য উপরি’ প্রবাসী 'SNEgN9 রোজগার অনেক করিত বলিয় কর্তৃপক্ষ তাহাদের বেতন বাড়াইয়া দেন । আর একটি পরিহাসাত্মক প্রস্তাব শ্ৰীযুক্ত শুামলাল ভারতীয় ব্যবস্থাপক সভায় এই প্রস্তাব উপস্থিত করিতে চাহিয়াছিলেন, ধে, যেহেতু (সরকারী মঙে) আণ্ডামান দ্বীপ “বন্দীদের স্বৰ্গধাম" অতএব ভরতবর্ষের রাজধানী সেখানে স্থানান্তরিত হউক সৰ্ব আবদুর রহিম ইহাও বিদ্রপাত্মক বলিয়া সভায় পেশ করিতে দেন নাই । আণ্ডামান স্বৰ্গধাম বটে কিন, সে-বিষয়ে পৰ্য্যবেক্ষণ ও অতুসন্ধান করিবার নিমিত্ত গবন্মেষ্ট ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার কোন কোন বেসরকারী সভ্যকে সেখানে যাইবার অল্পমতি দিয়াছেন। উক্ত হইয়াছে, ধে, তাহাদেব উপর সরকার বাহাদুরের সুনজর আছে । ব্রিটেনে ৪ মিশরে সন্ধি ব্রিটেনে ও মিশরে সম্প্রতি যে সন্ধি স্বাক্ষরিত ইষ্টয়াড়ে, তাহ ২ বৎসর কাল স্থায়ী হইবে । তাহার পরে উভয় পক্ষের সম্মতি অনুসারে ঐ সন্ধির সংশোধন বা পরিবর্তন হইতে পারিবে। উভয় পক্ষ ইচ্ছা করিলে ১০ বংসর পরে ৪ সন্ধির সর্ব পরিবর্তনের আলোচনা করিতে পরিবেন । সন্ধিব সংশোধন বা পরিবর্তন যাঁহাই হউক না কেন, এই মূল নীতির উপর এই দুষ্ট দেশের মধ্যে স্থায়ী ভাবে মিত্ৰত প্রতিষ্ঠিত থাকিবে, ধে, সন্ধির বিরোধী মনোভাব কোনও পক্ষ অবলম্বন করিতে পারিবেন না ! কোনও তৃতীয় পক্ষের সহিত উভয় পক্ষের কাহারও বিরোধের আশঙ্কা হক্টলে, সেই পক্ষ অপর পক্ষের নিকট শাস্তিপূর্ণ মীমাংস সম্বন্ধে পরামর্শ লক্টবেন। এক পক্ষ কাহারও সহিত যুদ্ধ করিলে অপর পক্ষ তাহার সাহায্য করিবেন । কিন্তু মিশর আপন হইতে কোন শক্তির সহিত যুদ্ধ করিতে পারিবেন না। যুদ্ধব| অন্তর্জাতিক বিশেষ অবস্থায় মিশর ব্রিটেনকে বন্দর ও বিমান কেণ্ডসকল ব্যবহার করিতে দিবেন ও যানবাহন চলাচল ও সংবাদ প্রেরণ ও গ্রহণে সুযোগ দিবেন। প্রয়োজনাতুসারে ব্রিটিশ সৈন্য মিশরে প্রেরিত হইবে ও তথায় ব্রিটেন সামরিক আইন জারি করিতে পরিবেন। যত দিন পর্য্যস্ত এ-বিষয়ে উভয় পক্ষ একমত না হন, যে, স্বয়েজ খাল নিরাপদ রাখার সকল দায়িত্ব গ্রহণ করিতে মিশরীয় সৈন্ত শক্তিলাভ করিয়াছে, তত দিন ১০ হাজার ব্রিটিশ সেন ও ৪ শর্ত বিমান-সৈন্ত মিশরে থাকিবে । তাহাদের আবাসস্থান-নিৰ্ম্মাণের ব্যয় মিশর দিবেন। অন্তর্জাতিক অবস্থা আশঙ্কাজনক হক্টলে ব্রিটিশ গবন্মেটি সৈন্য বৃদ্ধি করিতে পারিবেন। i