পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] পুস্তক-পরিচয় ఫి&') পল্লীকথা—বড় গল্প। ঐ প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত। প্রকাশক ঐ বিধুভুষণ বস্ব, ৩০ নং কর্ণওয়ালিস্ ষ্ট্রট, কলিকাতা। ১১৮ পৃষ্ঠা । মূল্য বার আন । বাঙলার পল্লীগ্রামের একটি স্বনীর চিত্র। পথের সন্ধান—উপন্যাস । ঐ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত । প্রকাশক গ্ৰী বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়, ৮নং রাধামাধব গোস্বামীর লেন, বাগবাজার, কলিকাত৷৷ ১৪৮ পৃষ্ঠ মূল্য। এক টাকা । বিখ্যাত ঔপন্যাসিক স্ত্রীকান্ত’-প্রণেতা শরৎচন্দ্র চট্টোপাধায়ের লেখা লহুে । পূর্ণিমা মুন্দরী—উপন্যাস। স্ত্র আশুতোষ ভট্টাচাৰ্য্য প্রণীত। প্রকাশক ঐ শীতলচন্দ্র ভট্টাচাৰ্য্য, ১৬৷১এ, বিডন ষ্ট্রীট, কলিকাতা । ৩৯৬ পৃষ্ঠা । মূল্য আড়াই টাকা । একটি স্ববৃহৎ উপন্যাস। বইখানির আখ্যানভাগ সুন্দর ও শিক্ষাপ্রদ হইলেও বহিথানিকে অযথা বাড়াইতে গিয়া আসল গল্পকে ক্ষুঃ করা হইয়াছে । পুরুষোত্তম—জীমূতবাহন প্রণীত। প্রকাশক—এন. মুখার্জি, আর্ট প্রেল, ১নং ওয়েলেংটন স্কোয়ার, কলিকাতা । জমিদার-শাসিত বাঙলার পল্লী-সমাজের এমন চিত্র কেহ আঁকিতে পারিয়াছেন বলিয়। আমাদের জান নাই । পুস্তকখানির আদ্যন্ত পাঠ করিয়া বুঝা যায়, বাঙলার বর্তমান দুর্দশার কারণ ও তাহার প্রতিকার সম্বন্ধে গ্রন্থকারের সুস্পষ্ট ধারণ আছে । এই গ্ৰন্থখানি প্রত্যেক সমাজসংস্কারকের অবখ্য পাঠ্য। অনেক নুতন তথ্য ইহাতে সন্নিবেশিত হইয়াছে। বাল্যবিবাহ, স্ত্রীশিক্ষা প্রভৃতি অনেক সমস্যার সমাধান ইহাতে আছে । বস্তুতঃ স্বগীয় রমেশচন্দ্র দত্ত মহাশয়ের সংসার ও সমাজের মত এই বইখানিরও আদর হইবে । বহিখানি পড়িয়া বুঝা যায়, গ্রন্থকার একজন খাটি হিন্দু এবং হিন্দুত্বের বর্তমান পতনের কারণগুলি তিনি ভাল করিয়াই জানেন। পুস্তকে সৰ্ব্বত্র হিন্দু ধর্মের প্রতি একটা গভীর শ্রদ্ধার পরিচয় পাওয়া যায়। পূৰ্ব্ববঙ্গের হিন্দু জাতির নানা ভাবে অবনতি ঘটিতেছে, খৃষ্টীয় পদূরীগণ ও মুসলমান দুৰ্ব্বত্তের নানা ভাবে এই জাতির ক্ষয়সাধনে তৎপর হইয়াছে। ইহাতে হিন্দু সমাজেরও যথেষ্ট দোষ আছে। গ্রন্থকার সেগুলি তন্ন তন্ন করিয়া দেখাইয়াছেন। অস্পৃশ্বতার দোষ নানা ভাবে ব্যাখাত হইয়াছে । পকি—শ্ৰী প্রেমেন্দ্র মিত্র। প্রকাশক—বরদা এজেন্সী, কলেজ gीछे भां८कीछे । भूळj s५० ।। সম্পূর্ণ নূতন ধরণে লেখা একখানি উপন্যাস। সমাজ বিশেষের নিখুঁত ছবি লেখক ফুটাইয়৷ তুলিয়াছেন। ছাপা ও বাধাই চমৎকার। জোয়ার-ভাটt—শ্ৰী শৈলজানন্দ মুখোপাধ্যয়। প্রকাশক— বরদা এজেন্সী, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা । মূল্য ২॥• । ধাংলা উপস্কাস-জগতে শৈলজা-বাবু প্রতিষ্ঠালাভ করিয়াছেন। সমাজের নিমস্তরের লোকদের সুখদুঃখের কাহিনী লিখিতে তিনি সিদ্ধহস্ত। এই পুস্তকখানিতেও তাহার নিপুণতার পরিচয় পাই । পুস্তকথানি পাস্থবীণ নামে কোনো সাময়িক পত্রে যখন বাহির হইতেছিল তখনই সকলের দৃষ্টি আকর্ষণ করে। Desiro of the Moth for the Star—&f oif; বিষয়। দরিদ্র বংশী উচ্চ-কুলশীল নিভার প্রেমে পড়িয়া যে অন্তৰ্দ্দাহ ভোগ করিয়াছিল, ইহা তাহারই ইতিহাস । শিক্ষিত নিভার মনেও কি করিয়৷ সেই আগুনের তাত লাগিল লেখক তাহার চমৎকার বর্ণনা করিয়াছেন । পুস্তকের শেষে এই প্রেম বড় করুণ হইয়া উঠিয়াছে। দারিদ্র্য যে কেমন করিয়া সৰ্ব্বজয়ী প্রেমকেও নানাদিক্ দিয়া খণ্ডিত ও পিষ্ট করিতেছে, গ্রন্থকার উপস্তাসখানিতে তাঁহা দেখাইতে সক্ষম হইয়াছেন । ছাপ ও বাধাই ভাল। " স শোধ-বোধ— (নাটক )—শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী গ্রন্থালয় ২১৭, কর্ণওয়ালিস্ ষ্ট্রট, কলিকাতা । মূল্য বার আন। পৃঃ ৭৮. రిచిలి | বিশ্বকবি -রবীন্দ্রনাথের “কৰ্ম্মফল" নাটকাকারে শোধ-বোধ নাম দিয়া প্রকাশিত হইয়াছে। ইতিপূৰ্ব্বে সম্পূর্ণ নাটকখানি বহুমতী মাসিক পত্রিকার প্রকাশিত হইয়াছিল। সম্পাদকগণ বইখানির সব স্থানে বাননের সঙ্গতির দিকে নজর দেন নাই । মুক্তির আহবান—মী প্রভাবতী দেবী সরস্বতী' প্রকাশক ডি, এমূ, লাইব্রেরী। পৃ: ২৩৪ । মূল্য ২।• । ১৩৩৩ । লেখিক মাসিপত্রিকার পাঠক-পাঠিকার নিকট সুপরিচিত । উপস্যাসখানি যাঙালী-গার্হস্থ্য-জীবনের কাহিনী । সাবিত্রী, মেধা ও যতীনের চরিত্র বেশ হইয়াছে । ভাল । পুস্তকখানির ছাপ, বাধাই বেশ e2 ছুদিনের যাত্রী—কাজী নজরুল ইসলাম । বৰ্মন পাবলিশিং হাউস, ১৯৩ কর্ণওয়ালিশ স্ট্রীট, কলিকাতা । মূল্য ছয় আন । এই “দুৰ্দ্দিনের যাত্ৰী” বইটির জাতি-নিরূপণ একটা কঠিন ব্যাপার। লেখকের পদ্য যে-ভাষায় লিখিত এই বইখানির ভাষাও ঠিক তক্রপ, ভাবও তথৈবচ। তবে তফাৎ এই যে, ইহাতে মিল নাই । বইখানি কতকগুলি উচ্ছ সময় রচনার সমষ্টি। এই উচ্ছ,সের স্বর কবির প্রবর্ধিত বিদ্ৰোহ-বাণীর স্বর। এই স্বরে এমন একটা প্রচণ্ড শক্তি আছে যাহ। পাঠকের মনেও বিদ্রোহ জাগাইয়া তোলে-কবির রচনার বিরুদ্ধে । আমাদেরও মন এইরূপ বিদ্রোহে ভরপুর হইয়া উঠিয়াছে। সুতরাং আর কিছু না বলাই ভাল । হিরণ্যকশিপু