পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هوا الاج আশ্চয্যের বিষয় এই যে সাম্রাজ্যতন্ত্রপরায়ণ জাতি সমূহই মুসোলিনীর একছত্ৰাধিপত্যে ভয় পাইয়াছে। টেলিফোনের আবিষ্কৰ্ত্ত—গ্রেহাম বেল— পঞ্চাশ বছর পূৰ্ব্বে টেলিফোনের আবিষ্কৰ্ত্ত আলেকজাণ্ডার গ্রেহাম বেল গহীর সহকৰ্ম্মী টমাস ওয়াটসনকে নিজের আবিষ্কৃত যন্ত্রযোগে প্রথমে কথা বলিয়াছিলেন —তাহদের দূরত্ব দিল মাত্র ৭৫ মাইল। আর আড় স্থান,কাল ও পাত্র নির্বিচারে প্রত্যহ ১০ কোটি লোকে টেলিফোনযোগে সংবাদ প্রেরণ করিয়া থাকেন এমন কি রেডিও টেলিফোনযোগে অতলান্তিক মহাসাগরের এপারে ওপারে সম্প্রতি কথা বলাবলি চলিতেছে । টেলিফোনের আবিষ্কৰ্ত্ত|-- গ্রেহাম বেল ৫• বছর পূৰ্ব্বে বোষ্টোনের একটি বিজ্ঞানাগারে টেলিফোন আবিষ্কৃত হয়। এবং ঐ বৎসরেই (১৮৭৬ সাল) টেলিফোনের পেটেণ্ট লওয়া হয় । কুমীর-বশীকরণ— ফোরিডার মিয়ামি সহরের হেনরী কোপিঞ্জীর নামক এক অল্পবয়স্ক যুবক এক অলৌকিক শক্তি প্রভাবে অবলীলাক্রমে গভীর জলে ডুব মারিয়া ১৬।১৮ ফিট লম্বা কুমীর ধরিয়া আনিয়া নিধিত্ববাদে তাঁহাদের সহিত তারে খেলা করে। এই খেলা দেখাইয়। সে প্রচুর পয়সা উপাঞ্জন প্রবাসী—আশ্বিন, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড কুমার, বশীকরণ করিতেছে। কুমীরকে কাবু করিবার এমন একটি অস্তুত কৌশল সে আয়ত্ত করিয়াছে যাহাতে অতি বৃহৎ কুমীরও অত্যন্ত শাস্তভাবে তাহার খেয়াল পরিতৃপ্ত করে। কেপিঞ্জীর বলে কুমীরের স্পর্শ তাহার নিকট অতীব সুথপ্রদ। মানব-শিশু-সংরক্ষণের বৈজ্ঞানিক তাপ-যন্ত্র— শিশু গর্ভাবস্থায় পূর্ণ পরিণতি পাইবার পূৰ্ব্বে অসময়ে যদি ভূমিষ্ঠ হয় তাহ! তইলে তাঁহাকে সঁচাইয়া রাখা প্রায় অসম্ভব ছিল। এমন কি শিশু-সংরক্ষণ যন্ত্র,