পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুইটু-জারল্যাণ্ডে নারী-প্রচেষ্টা হেলেন বুর্খার্ড, স্নইস্ নারী দেশের শিল্প ও সাহিত্যের সকল আন্দোসনেই পুরুষদের সহিত বরাবর সমভাবে যোগদান করিয়া আসিয়ছেন। চতুর্দশ শতাব্দীতে সন্ন্যাসিনী এলিজাবেথ স্তাগেল ( Stagel ) উপাসিকাসত্তেঘর (Convent) উপর যথেষ্ট প্রভাব বিস্তার করিয়াছিলেন ; তেমনি অষ্টাদশ শতাব্দীতে জুলি বন্দেলি ( Julie Rondeli ) নারী হইয়াও রুসোর (Rousseu) সহিত গভীর বন্ধুত্বহুত্রে পূক্ত ছিলেন। আমাদের যুগে নারীর কৰ্ম্মক্ষেত্র আরও বিস্তুত হইয়াছে। মাদাম মারী হাইন ( IIcin ) প্রথম শিশুচিকিৎসায় শ্রেষ্ঠ উপাধি লাভ করেন এবং শীঘ্রই বহু নারী চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসাগর ( Clinic ) ও হাসপাতাল সম্পূর্ণ নিজের পরিচালনা করিতে আরম্ভ করেন। কোন কোন সুইস প্রদেশে নারী-ব্যবহারজীবী ( advocate ) রীতিমত খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করিয়াছেন এবং ধৰ্ম্মশমের কাজে প্রচারকদের সাহায্য করা ছাড়া বেদী হুইতে স্বয়ং প্রচারও করিতেছেন। চিত্রকলা ও ভাস্কৰ্য্যশিল্পেও অনেক নারীর খ্যাতি আছে । আর সাহিত্যক্ষেত্রে প্রসিদ্ধ লেখিকার সংখ্যাত যথেষ্টই । Maria Waser প্রভূতির রচনা লোকে আগ্রহ-সহকারে পড়িয়া থাকেন । কিন্তু আধুনিক ইউরোপের এই প্রাচীনতম গণতান্ত্রিক দশটিতে নারীর রাজনৈতিক অধিকারের এখনও তেমন প্রসার হয় নাই ; এবং দেশের নারীপ্রচেষ্টার ভিতর ভাবের উদ্দীপনার অভাব বোধ হওয়াতে প্রচেষ্টা তেমন ব্যাপক হইতে পারিতেছে না । মেয়েরা এ দেশে আত্মপ্রতিষ্ঠ ও আর্থিকভাবে স্বাধীন, কিন্তু তাহদের প্রতিভা ও শক্তি ভাবক্ষেত্র অপেক্ষা কৰ্ম্মক্ষেত্রেই অধিকতর আবদ্ধ, স্বতরাং নানা উপজীবিকায় ও ব্যবসায়ক্ষেত্রে ব্যক্তিগত Lisa Wenger, ভাবে যথেষ্ট কৃতিত্ব দেখাইলেও সংঘবদ্ধভাবে উদার রাজনৈতিক জীবন ও আদর্শবাদ গড়িতে পারিতেছেন না; তবে লোকহিতকর নানাঅনুষ্ঠানে তাহীদের হৃদয়বৃত্তি বিকাশের অবকাশ পাইতেছে। জুরিকে মাদকতা মাদাম লাসা ভেনগার { Lisa Wenger ) নিবারণকল্পে স্বরাবর্জিত ভোজনালয়ের প্রতিষ্ঠা নারীরা করিয়াছেন এবং বিশুদ্ধ আমোদের আয়োজন শুধু সহরে নয়, গ্রামে-গ্রামে পর্য্যস্থ তাহারা করিয়া বেড়ান। প্রধানতঃ এইসব কাজেই ব্যাপুত থাকায় রাজনৈতিক অধিকারলাভের দিকে র্তাহার তেমন মন দিতে পারেন নাই । আমাদের দেশে কতকগুলি বড় বড় মারীসংঘ আছে।