পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বিবিধপ্রসঙ্গ প্রবাসীর আর-একটি বিশেষত্ব। প্রথম সংখ্যাতেই ইহার দর্শন পাওয়া যায় ; যদিও পরে কিছুকাল ‘বিবিধপ্রসঙ্গ’ নামটি অীর ব্যবহৃত হয় নাই। প্রবাসী যে আজন্ম বিশ্ববিদ্যালয় ও শিক্ষাসংক্রান্ত ব্যাপারে অনুরাগী তাহার প্রমাণ প্রথম সংখ্যা হইতেই পাওয়া যায়। এই সংখ্যায় এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল, তাহীতে বাঙ্গালী ছাত্রের অনুপাত ও বিশ্ববিদ্যালয় হইতে বিশেষ সন্মানপ্রাপ্ত দুইজন বাঙ্গালীর ( শ্ৰী সতীশচন্দ্র বন্দোপাধ্যায় ও ঐ অতুলচন্দ্র চট্টোপাধ্যায়) বিষয় প্রভৃতি আলোচিত হইয়াছে। কলিকাত বিশ্ববিদ্যালয়ের ও পঞ্জাব প্রভৃতির বিজ্ঞান-পরীক্ষাপ্রণালী আলোচনা করিয়া সম্পাদক লিপিতেছেন, “পরীক্ষার নিয়ম হিসাবে কলিকতা পশ্চাতে পড়িয় আছেন । কলিকাতার পরীক্ষণ-প্ৰণালীর সংস্কার প্রার্থনীয় ।” প্রথম ও দ্বিতীয় সংখ্যা প্রবাসী দেখিয়াই তাহার লেখা, ছাপা, চিত্র, প্রবন্ধগৌরব, কাগজ, মলাট. বৈচিত্রা, রচনানৈপুণ্য প্রভৃতির বহুলোকে উচ্চ প্রশংসা করিয়াছিলেন । তাহর ভিতর ঔপন্যাসিক শ্ৰীনগেন্দ্রনাথ গুপ্ত, সাহিত্যরসিক স্বগীয় প্রিয়নাথ সেন, কবি শী প্রমথনাথ রায় চৌধুরী, সাহিত্যিক ও অধ্যাপক শ্ৰীযুক্ত অধিনাশচন্দ্ৰ দাস, শ্ৰীযুক্ত হরিসাধন মুখোপাধ্যায়, স্বৰ্গীয় নিত্যগোপাল মুখোপাধ্যায়, ঐযুক্ত (এখন স্যার) অতুলচন্দ্র চট্টোপাধ্যায়, স্বৰ্গীয় রমেন্দ্রম্বন্দর ত্রিবেদী, স্বৰ্গীয় ঔপন্তাসিক শ্ৰীশচন্দ্র মজুমদার, অধ্যাপক শ্ৰীযুক্ত স্ববোধচন্দ্র মহলানবিশ, কবি ঐযুক্ত যোগীন্দ্রনাথ বঙ্গ প্রভৃতির নাম উল্লেখযোগ্য । রামেন্দ্রসুন্দর “প্রবাসী সৰ্ব্বাংশে উৎকৃষ্ট হইঠেছে’ ইত্যাদি লিখিবর পর বলিতেছেন, “বিদেশে থাকিয়াও আপনি যে এরূপ উচ্চ আদর্শের পত্রিক প্রকাশে সমর্থ হইয়াছেন, ইহা আপনার পক্ষে বাস্তবিকই শীঘার বিষয়। বাঙ্গাল মাসিক পত্রে হাস্যরসের একান্ত অভাব হইয পড়িয়াছে। এবিষয়ে আপনার একটু দৃষ্টি পড়িয়াছে দেখিয়াও প্রীত হইলাম।” প্রবাসীতে হাস্যরসের উপাদান যোগাইতেন ‘কমলাকান্ত শৰ্ম্ম।' বেশে কবি দেবেন্দ্রনাথ। পচিশ বৎসর পূৰ্ব্বে বিংশ শতাব্দীর প্রারস্তে আষাঢ়ের প্রবাসীতে উtহার লিখিত সচিত্র কবিতা বিংশ শতাব্দীর বর’ বিশেষ উল্লেখযোগ্য। প্রবাসী বাহির করিবার কয়েক বৎসর পূর্বে উহার সম্পাদক একটি বাংলা সপ্তাহিকে ভ্যালুপেয়েবল ডাকে বর প্রেরণ সম্বন্ধে একটি বিদ্ধপাত্মক গল্প লেখেন। তাহার বিষয় উাহীর মূপে শুনিয় কবি দেবেন্দ্রনাথ সেন এই কবিতাটি লেখেন । ভ্যালুপেয়েরে বর পাঠাইবার সংকেতটি ছাড়া আর সমস্তই কবির নিজের । “বিংশ শতাব্দীর বর’ লইয়া আসিয়— “সহস্তে পিয়ন কহে, ডাকের পেয়াদী আমি । বাবু! আপনার নুতন কায়দা শোনেননি ? এবৎসর হইয়াছে জারি । আমায় বক্শিশ দাও, যাই অন্য বাড়ি ! সন্ধ্যা হবে ; লও এই নুতন দুলাহ ! তৃষ্ণায় বরের মুখ শুকায়েছে আহ । দশ হাজার টাকা দিয়া, ভি. পি, প্যাকেট লও বাবু ; আমি যাই, হইতেছে লেট।” 冰 冰 掌 冰 率 冰 দীর্ঘশ্বাস ফেলি কৰ্ত্তা, কহিল গম্ভীরে ডাকের পেয়াদtটরে, অতি ধীরে ধীরে, “প্যাকেটে জামাই আসা এ বড় অস্তুত ! পাঁচটি হাজার টাকা কেবল প্রস্তুত প্রথম দশ বৎসরের প্রবাসী 》e) আছে আজি ; কালি দিব ধারধোর করি: জামায়েরে খুলে দাও, কাটি দড়াদড়ি ।” ডাকের পেয়াদা ছিল ইংরাজীনবিশ । সে বলিল, দেখ বাবু কি strict notice, To your address, the bridegroom is sent Can't be delivered without full payment” এইজাতীয় বহু গদ্য ও পদ্য নিবন্ধে দেবেন্দ্রনাথ প্রবাসীকে সজাইতেন। গ্রন্থকার মাহাত্ম্য' (জ্যৈষ্ঠ ১৩০৮) প্রভৃতি রচনা দ্বারাও এবিষয়ে সাহায্য হইত। যথা – “জনমেজয় কহিলেন, ভগবন! আপনি যে গ্রন্থকার নামক অপুৰ্ব্ব মনুষ্য জাতির উল্লেখ করিলেন, তাহার। ধরিত্রীর কোন খণ্ডে আবিভূর্ত হইবেন, এবং জগতের কোন মহাকাৰ্য্য সাধন করিবেন? * * * * “বৈশম্পায়ন কহিলেন, রাজন। গ্রন্থকারগণ কলিযুগের সন্ধ্য-মুহূৰ্ত্তে এই ভারত ভূমিতেই অবতীর্ণ হইবেন। উহার নানা স্থানে, নান প্রকারে প্রকটিত হইবেন । র্তাহাদিগের চক্ষু কোটরগত, কেশ রুক্ষ, বসন মলিন ও জীর্ণ, তাহাদিগের কটাক্ষ কুটিল, গতি কুটিল, এবং চিত্তও কুটিল। যিনি মাতৃভাষায় অনভিজ্ঞ এবং অপরভাষা যাহার পক্ষে বিষবৎ তিনিই গ্রন্থকার। যাহার রসনাগ্র ক্ষুরধার ও র্যাহার লেখনীর অগ্রভাগ সম্পূর্ণ ধারশূন্ত র্তাহাকেই গ্রন্থকার বলিয়া জানিবেন। 事 掌 掌 掌 যিনি স্বরচিত পুস্তকের স্বয়ং সমালোচনা করেন এবং সেই সমালোচনা অপরের নামে অন্ত পত্রে প্রকাশ করেন, তিনিই গ্রন্থকার । 冰 冰 冰 冰 冰 যিনি স্বপ্রণীত পুস্তকে কোনো ব্যক্তির যশোগান করিয়| তাহার নিকট কিছু প্রত্যাশ করেন তিনিই গ্রন্থকার।” প্রবাসী প্রথম হইতেই দেশে শিক্ষাপ্রচার-বিষয়ে উৎসাহী । ইহার বিবিধ প্রসঙ্গে প্রথম সংখ্যাতেই শিক্ষা-বিধয়ক নানা আলোচনা উথাপন করা হয়, দ্বিতীয় সংখ্যায় “শিক্ষার উন্নতি ও তন্নিমিত্ত দীন” নামক স্বতন্ত্র সচিত্র প্রবন্ধে সম্পাদক শিক্ষার সহিত অর্থের সম্পর্ক ও ধর্ণীদেল শিক্ষার্থে সদ্ব্যয়ের প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তৃত আলোচনা করেন । এই প্রবন্ধে BBB S BK sBB BBBS KBBBB BBBS BBBB BBS প্রসন্নকুমার ঠাকুর, নাথুভাই, জিজি ভাই, পাচেয়াপ্পা মুদালিয়ার, গঙ্গাধর পটপূৰ্দ্ধন, মুগী কালীপ্রসাদ কুলভাস্কল প্রভূতির দলের সংক্ষিপ্ত ইতিহাস ও তাহদের চিত্র প্রকাশিত হয়। স্বৰ্গীয় প্রিয়নাথ সেন, কবি যোগীন্দ্রনাথ বহু, ও আয়ুক্ত অতুলচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি এই প্রবন্ধের ভূয়সী প্রশংসা করিয়া পত্র লিথেল । ১৩০৮এর জ্যৈষ্ঠের প্রবাসীতে "বাঙ্গালী" প্রবন্ধে ঐতিহাসিক ঐযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় পুরাকালে বাঙ্গালীর সমুদ্রযাত্রী ও উপনিবেশ স্থাপন, বলিদ্বীপ ও যবদ্বীপ প্রভৃতি পুরাতন জনপদে বঙ্গদেশের প্রাচীন ভাষা ও সাহিত্যের নিদর্শন, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মিথিলী, গুর্জর ও কাশ্মীর পয্যন্ত বাঙ্গালীর রাজনৈতিক প্রভাব ইত্যাদি বিষয়ে বহু বিস্ময়কর ও কৌতুহলোদীপক প্রসঙ্গের আলোচনা করিয়াছিলেন । মৈত্রেয়-মহাশয় প্রথম যুগে প্রবাসীর নিয়মিত লেপক ছিলেন। তাহীর বহু মূল্যবান রচনা প্রবাসীতে প্রকাশিত হইয়াছে | পচিশ বৎসরের প্রবাসার প্রথম ও দ্বিতীয় সংখ্যার মত করিয়া পরিচয় দেওয়| অসম্ভব । সুতরাং সে চেষ্টা করি না । কেবল দুই সংখ্যাগুইএকটু বিস্তুত পরিচয় দেওয়া গেল। অতঃপর প্রথম দশ বৎসরের প্রবাসীর একটা মোটামুটি ইতিহাস দিয়া যাহব । তাইতে সকল লেখক, সকল বিলয় ও সকল চিত্রদির পরিচয় থাকিবে না । তবে উল্লেখযোগ্য প্রবঞ্চাদি ও অধিকাংশ লেখকের পরিচয় থাকিবে ।