পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] ভারতের নানাপ্রদেশের বিষয় বহু ঐতিহাসিক তথ্যপূর্ণ সচিত্র প্রবন্ধ লিখিয়াছেন । এইসকল প্রবন্ধে ইতিপূৰ্ব্বে অপ্রকাশিত নানা ঐতিহাসিক চিত্র তিনি সংগ্ৰহ করিয়া দিয়াছেন। এতদ্ভিন্ন মহারাষ্ট, সাহিত্য, রণতরী প্রভৃতি বিষয়ে মূল্যবান গবেষণাপূর্ণ প্রবন্ধদিও তিনি লিখিয়াছেন । হিতকর ও অর্থকর ভারতীয় উদ্ভিদাললী-বিষয়ে তিনি ধারাবাহিকভাবে প্রবাসীতে লিখিয়ছিলেন । এই প্রবন্ধগুলিতে বহু চিত্র ও বর্ণনার সাহায্যে ভারতবর্ষের নানা-গাছগাছড়ার অতি প্রয়োজনীয় বিবরণ তিনি দিয়াছিলেন । ইহার সাহায্যে চিকিৎসক ও ঔষধব্যবসায়ী প্রভৃতি অনেকে বহু জ্ঞান এবং অর্থসঞ্চয় ও শিল্পোন্নতি করিতে পরিবেন। এরূপ প্রবন্ধ বাংলায় এরকম সম্পূর্ণভাবে ইতিপূৰ্ব্বে লিপিত হয় নাই । বল্প-মহাশয় অন্যান্য বহু বিষয়ে পাণ্ডিত্য ও স্বযুক্তিপূর্ণ মূল্যবান বহু প্রবন্ধ বরাবর প্রবাসীতে লিথিয়া আসিতেছেন । তাহর বাংলা প্রবন্ধ বোধ হয় সকলগুলিই প্রবাসীতে প্রকাশিত হইয়াছে । ) ( ) সুলেখক শ্ৰীযুক্ত সুধীন্দ্রনাথ ঠাকুর (ইহার কতকগুলি গল্প ১৪০৯ হইতে প্রবাসীতে প্রকাশিত হইয়াছে।) (২১) সঙ্গীতজ্ঞ ও চিত্রকর শীঘুক্ত উপেন্দকিশোর রায় চৌধুরী ( ইনি ১৩০৯ হইতে প্রাচীনকালের জন্তু বিষয়ে প্রবাসীতে কতকগুলি সচিত্র ও সরস প্রবন্ধ লেখেন। পরে তাই সেকালের কথা’ নামে পস্তকাকারে প্রকাশিত হয়। তাঙ্গর পর সঙ্গীত প্রভৃতি বিষয়ে ইহার অনেক প্রবন্ধ প্রবাসীতে প্রকাশিত হয়। প্রবাসীর হাফটেন প্রক প্রভৃতি ইঙ্গর সাহায্যে বহুদিন হইয়াছে। কয়েক বৎসর হইল ইহার মৃত্যু ১ইয়ছে । ঠহাঁর অঙ্কিত একবর্ণ ও বহুবর্ণ চিত্রদিও প্রবাসীতে প্রকাশিত হইয়াছে । ) (১) গল্পলেখক শীঘুক্ত দীনেন্দকুমার রায় (১৩১০ হইতে প্রথম কয় বৎসবের প্রবাসীতে ইহার অনেকগুলি গল্প প্রকাশিত হইয়াছে। ) (২) লীযুক্ত হরিহর শেঠ (ইনি ১৩১০ হইতে প্রবাসীর লেখক । ৮দননগর নিবাসী এই লেখক-মহাশয়ের চন্দননগর সংক্রান্ত বহু মূল্যবান পবন্ধ প্রবাসীঠে বহু দিন ধরিয়| প্রকাশিত হইয়াছে। প্রবাসীতে প্রকাশিত হওয়ার পর অন্যান্য কাগজেও তাছার প্রবন্ধাদি প্রকাশিত হয় । ইনি প্রবাসীতে এখনও লেখেন। চন্দননগরের নানাবিষয়ক ইতিহাস &lড়ী অস্ত্যন্ত প্রবন্ধও দিয়া থাকেন । ) (২৪) কবি শযুক্ত প্রমথনাথ রায় চৌধুরী (ইনি ১৩১০ হইতে প্রথম কয়েক বৎসর প্রবাসীতে কবিতা, স্বদেশীগান ও স্বদেশী প্রবন্ধাদি লিখিতেন । ) , (২৫) যুক্ত বিপিনচন্দ্র পাল (ইনি ১৩১০ হইতে ‘গীতধৰ্ম্ম ‘আচার ও প্রচার, ধৰ্ম্ম ও পরধৰ্ম্ম প্রভৃতি বিষয়ে পুৰ্ব্বে প্রবাসীতে লিপিয়ছিলেন।) (২৬) কবি শ্ৰীযুক্ত দেবকুমার রায়চৌধুরী (ইনি পূৰ্ব্বে ১৩১০ সাল হইতে প্রবাসীতে কবিতা ও নাট্য কাব্যাদি লিখিতেন। প্রবন্ধ।দিও লিপিয়াছেন। ) (২৭) শিল্পরসিক শ্ৰীযুক্ত অৰ্দ্ধেন্দ্রকুমার গাঙ্গুলা (ইনি ১৩১০ সাল হইতে কয়েক বৎসর র্যাফেল ও ম্যাডোনা চিত্র, চিত্রে দর্শন, অজন্টাগুহায় দ্রষ্ঠ দিম, য়ুরোপের প্রাচীন যুগের চিত্র, স্বদেশী চিত্র, স্বদেশী বনম বিদেশী চিত্র, ইত্যাদি শিল্পবিষয়ক বহু উচ্চাঙ্গের প্রবন্ধ লেখেন। অবনীন্দ্রের চিত্রকলা ও প্রাচীন ভারতীয় চিত্রের বিশেষত্ব বিষয়ে রচনা ইনিই প্রবাসীর সাহায্যে প্রথম প্রথম বাংলা পাঠক-সমাজে প্রচার করিতেন। ভারতীয় চিত্র কলার পুনরভুদয়-কালে তাহার মান সমালোচনার প্রতিবাদ করিয়া ও তাহাকে সমর্থন করিয়া ইনি প্রবাসীতে প্রবন্ধ লিপিতেন। তথনকার প্রথম দশ বৎসরের প্রবাসী eసె কালে প্রবাসী ছাড়া অন্য দেশীয় কাগজ ভারতীয় চিত্রকলাপদ্ধতির অস্তুরাগী ছিলেন না ; এবিষয়ে তাঙ্গদের শ্রদ্ধার একান্ত অভাব ছিল । এইজাতীয় চিত্র-বিষয়ক প্রবন্ধ প্রবাসীতেই কেবল বাহির হইত।) (১৮) ঐতিহাসিক ঐযুক্ত সগরম গণেশ দেউস্কর (ইনি জীবিতকালে ১৩১০ হইতে প্রবাসীতে ঐতিহাসিক প্রবন্ধাদি লিখিতেন । ) (১৯) ভারতী সম্পাদিক শ্ৰীমতী সরল দেবী (ইনি পূর্বে প্রবাসীতে মাঝে-মাঝে লিখিতেন )। (৩) বিজ্ঞানচর্য্য ক্রীযুক্ত প্রফুল্লচন্দ্র রায় (ইনি ১৩১০ সাল হইতে অল্পদিন পূৰ্ব্ব পর্য্যন্ত প্রবাসীতে বিজ্ঞান, সমাজ হিতৈষণ, শিল্পেমতি, জাতীয় উন্নতি, সাহিত্য ইত্যাদি বিষয়ে নিয়মিত লিপিতেন । ইংলণ্ডবাসকালেও প্রবাসীতে বৈজ্ঞানিক প্রবন্ধ।দি পঠাইতেন ।) (৩১) সুপণ্ডিত ও দার্শনিক যুক্ত মহেশচন্দ্র ঘোষ—(ইনি ১৩১০ সাল হইতে তাজ পর্যাপ্ত প্রবাসীতে নিয়মিতভাবে উপনিষদ, বেদ, পীরীক শাশ্ব, প্রাচীন সভ্যতা, বৈদিক ভারত, দর্শনশাস্ত্র, বৌদ্ধধৰ্ম্মশাস্ত্র, বৌদ্ধসাহিত্য ইত্যাদি বিষয়ে লিখিয়া আসিতেছেন। প্রবাসীর দার্শনিক পুস্তক ও সংস্কৃত, গ্রীক, পালি ইত্যাদি পুস্তকের সমালোচন। ইনি করিয়া থাকেন । ইহার বহু মূল্যবান গবেষণামূলক প্রবন্ধ প্রবাসীতে প্রকাশিত হইয়াছে। বেদ, উপনিষদ ইত্যাদিতে ইহার অগাধ অধিকার । ইহার অধিকাংশ বাংল| প্রবন্ধ প্রবাসীতেই প্রকাশিত হইয়াছে । ) ( ৩১ ) সাহিত্যরসিক যুক্ত বীরেশ্বর গোস্বামী (ইনি ১৩১০ সাল হইতে কিছু কাল সাহিত্যাদি বিষয়ে প্রবাসীতে লিপিতেন । ) ( ) মহামহোপাধ্যায় যুক্ত সতীশচন্দ্র বিদ্যাভূষণ (ইনি বৌদ্ধসন্ন্যাস প্রভৃতি বিষয়ে ১৩১১ হইতে প্রবাসীতে লিখিতেন। কিছুদিন শুইল ইঙ্গর মৃত্যু হইয়াছে । ) ( ৩৪ ) অধ্যাপক ও সাহিত্যিক ঐ যুথ ললিতকুমার বন্দ্যোপাধ্যায় (ইনি ১৩১১ সাল হইতে কয়েক বৎসব প্রবাসীতে শিক্ষা-নীতি, কলিকাতা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা-বিভাগ প্রভূতি বিষয়ে ণিয়মিতভাবে লিখিতেন। শিক্ষণ বিষয়ে বিশ্ববিদ্যালয়, গবর্ণমেণ্ট ও দেশের কৰ্ত্তব্য এবং কাৰ্য্য বিষয়ে ইনি বহু বিস্তুত আলোচনা করিয়াছেন। পরে বর্ণমালার gBBK BBB DKD DD BBDBSBB BBSS BBDB প্রকাশিত হয় । ) ( ৩৫ ) চীনপ্রবাসী শামুক্ত রামলীল সরকার (ইনি চীন প্রবাস কালে ১৩১১ সাল হইতে চীনদেশ-বিষয়ে স্বীয় অভিজ্ঞতা হইতে ও মূল্যবান পুস্তকাদি হইতে সংগ্ৰহ করিয়া বহু তথ্যপূর্ণ প্রবন্ধ লিখিতেন । প্রবন্ধগুলিতে তাহার গৃষ্ঠাত চিত্রের প্রতিলিপি পাকিত। সেইসকল চিত্র সংগ্রহ করা কঠিন ছিল । ইনি অন্তস্য বিষয়েও প্রবন্ধ লিখিতেন। সম্প্রতি ইনি স্বদেশে আছেন । ) (৩৬ ) যুক্ত জ্যোক্টিরিন্দ্রনাথ ঠাকুর ( ইনি ১৩১১ সাল হইতে মৃত্যুকাল পৰ্য্যস্ত প্রবাসীতে নিয়মিতভাবে বহু উচ্চাঙ্গের ফরাসী গল্পের ও মূল্যবান ফরাসী প্রবন্ধের অনুবাদ জোগাইয় আসিয়াছেন । ইহার মৃত্যুর পরও ইহার অনুবাদ প্রবাসীতে প্রকাশিত হইয়াছে । যুক্ত পুংশচন্দ্র রায় (ইনি স্বদেশীর যুগে প্রবাসীতে মালু - মাঝে স্বদেশী প্রবন্ধ লিপিতেন । ) (৩৮) মাইকেল মধুসূদন দত্ত ( ইহার অনেকগুলি অপ্রকাশিত কবিতা ১ ৩১১ সালের প্রবাসীতে প্রকাশিত হইয়াছিল । তাহার জীবনীলেখক শ্ৰীযুক্ত যোগীন্দ্রনাথ বঙ্ক তাহ সংগ্ৰহ করিয়া দেন ।)